
ডান্ডিবার্তা রিপোর্ট ঘনিয়ে আসছে আগামী জাতীয় দ্বাদশ সাংসদ নির্বাচন। ইতোমধ্যে বিএনপি ক্ষমতাসীন দলকে পদত্যাগের জন্য আন্দোলনে নেমেছেন। সেই সাথে ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে রাজপথে নেমেছে বিএনপি। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি নিজেদের মাঝে ঐক্য তেরী করে দলকে শক্তিশালী হিসেবে গঠন করতে চাচ্ছেন। নির্বাচনকে ঘিরে দলীয় কোন্দল নিরসনসহ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে দলীয় হাইকমান্ড। নির্বাচনের আগ মুহুর্তে দলে শৃংখলা ফিরিয়ে আনা সম্ভব না হলে বিগত সময়ের নির্বাচনগুলোর মতই ভরাডুবির আশংকা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রাজনীতিতে আহ্বায়কের গন্ডি পেরিয়ে পূর্নাঙ্গ কমিটির রূপদানের মাধ্যমে দলকে চাঙ্গা করার জন্য যাবতীয় পদক্ষেপ নিচ্ছে দলীয় হাই কমান্ড। ইতোমধ্যে জেলা বিএনপির সম্মেলন নির্ধরাণ করা হয়েছে। তার আগে জেলা কমিটির আওতাধীন সকল ইউনিটের কমিটি সম্পন্ন করা হয়। এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তারাও মহানগরের আওতাধীন সকল ইউনিটের কমিটি শেষ করেছে। তারাও যে মহানগর বিএনপির সম্মেলন নিয়ে ভাবছেন। তবে দিনক্ষন নির্ধারণ করনে নাই। অপরদিকে বিএনপি যদিও বলে আসছে তারা নির্বাচনে আসবে না। তবে ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আসতে বিএনপির আপত্তি নেই। কিন্তু বিএনপির নেতা কর্মীদের দাবী তারা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আবার কেউ কেউ বলছে ভিতরে ভিতরে আন্দোলনের মাধ্যমে নেতা কর্মীদের সচল রেখে নিজেদের প্রস্তুতি নিয়ে রাখছে। সূত্রে জানা যায়, বিগত সময়ে বিএনপির ভরাডুবির কারণ হিসেবে নারায়ণগঞ্জের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা বিএনপি তথা ঐক্যফ্রন্টের নেতৃত্বকে দায়ি করে প্রার্থী বাছাইয়ে অদুরদর্শিতাকে দায়ি করেছেন। তৃনমূল পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মতে, অতীতে যারা দলের পক্ষে মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের হামলা মামলার শিকার হয়েছে তাদের মতামতের কোন মূল্য না দেয়ায় নারায়ণগঞ্জ বিএনপিকে চরম খেসারত দিতে হয়েছে। যার পরিনতিতে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ও সদর-বন্দর আসনের প্রার্থীদের জামানত কোন মতে টিকেছে। অপর দিকে বিএনপি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত আড়াইহাজার আসনে নজরুল ইসলাম আজাদ মাত্র ৫ হাজার ভোট পেয়েছে। রূপগঞ্জ ও সোনারগাঁয়ে বিএনপি প্রার্থীর জয়লাভতো দুরের কথা জামানত পর্যন্ত টিকেনি। নারায়ণগঞ্জ বিএনপির মাঠ পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীরা মনে করে এক্ষেত্রে প্রার্থী মনোনয়নে কেন্দ্র চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার খেসারত দিতে গিয়ে শত শত নেতা-কর্মী হামলা মামলার শিকারসহ কারাবাস পর্যন্ত করেছে। আড়াইহাজারে আতাউর রহমান আঙ্গুরের মত প্রার্থীকে মনোনয়ন না দিয়ে অপরিচিত মুখ নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দেয়ায় সেখানকার নেতা-কর্মীরা প্রার্থী ঘোষণার পর থেকেই অনেকটা নিরব ছিল। সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের চাইতে অধ্যাপক রেজাউল করিমের সাধারণ ভোটারদের কাছে গ্রহনযোগ্যতা থাকলেও দল আজহারুল ইসলাম মান্নানকেই মনোনয়ন দেয়। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে একেবারেই অপরিচিত মুখ মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেয়ায় বিএনপির নেতা-কর্মীরা শুধু ক্ষুদ্ধই হয়নি বরং অনেকেই ভোট কেন্দ্রে যাননি। এমনকি কাসেমী নিজেও ভোটারদের কাছে গিয়েছেন এমন কথা কেউ বলতে পারেবে না। অথচ এই আসনে সাবেক এমপি গিয়াস উদ্দিন মনোনয়ন পেলে শামীম ওসমানের সাথে ভোট যুদ্ধ হতো বলে বিএনপি নেতা-কর্মীদের ধারণা। সদর-বন্দর আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম এমনইতেই অনেকটা বির্তকিত। দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাবেক সাংসদ গিয়াস উদ্দিন জানান, এখন আর ভিন্ন কোনো পথ নেই সবার পথ এক পথ। সেই পথ হচ্ছে বেঁচে থাকার জন্য লড়াইয়ের পদ। এখন আন্দোলন সংগ্রমের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে মানুষের দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিতে হবে। আর সেই লক্ষ্যে এখন সব মোহনা এক সঙ্গে এসে মিশেছে। এখন আমরা একত্রিত হয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের রাজপথ দখলে রেখে সব আন্দোলন সংগ্রামের কর্মসূচি সফল করে এ সরকারের পতন ত্বরান্বিত করবো। শত নির্যাতনের মধ্যে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছেন। তিনি আরো বলেন, দলীয় নেতৃবৃন্দে আন্দোলন সংগ্রামে মাঠে নামলেই ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দের মাথা খারাপ হয়ে যায়। তারাতো নিজেরা কিছু করতে পারেন না’ পুলিশ দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে দমন নীপিড়নসহ মিথ্যা মামলার মাধ্যমে আন্দোলন থেকে দূরে রাখার ব্যর্থ চেষ্টা চালাতে পারেন শুধু! তবুও নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রয়েছেন বলে দাবি করেন তিনি। বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, বিএনপি তো আন্দোলনের মধ্যেই আছে। সরকারের নানা ব্যর্থতায় আমরা রাজপথেই প্রতিবাদ করছি। আমরা চাই সরকারবিরোধী একটি গণআন্দোলন। সে লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের আন্দোলনে সাধারণ মানুষও এখন যুক্ত হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯