
ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিল প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা ভোটকেন্দ্রে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও ডালিম প্রতীকের প্রার্থী শব্দর আলী ভূঁইয়ার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, ‘৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা কেন্দ্রে ভোট দিতে এসে দুই নারী তর্ক বিতর্কে জড়িয়ে যান। এসময় কেউ একজন জাহাঙ্গীরের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শব্দর ভূঁইয়াকে সন্দেহ করেন। এরপরই তারা একে অপরের সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে যান।’তিনি আরও বলেন, ‘ঘটনাটি বাগবিত-া থেকে হাতাহাতির পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। দুই পক্ষের অনুসারীদের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কয়েকজন আহত হলেও তাদের নাম বলতে পারছি না।’ এ ব্যাপারে এই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মারামারির বিষয়টি দেখা হচ্ছে। বর্তমানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ওই কেন্দ্রে মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে আড়াইহাজার পৌরসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যতীত অন্য প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুর ১২ টায় এ অভিযোগ করেছেন মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী মামুন অর রশিদ। তিনি বলেন, আমি কেন্দ্রে গিয়ে আমার এজেন্টসহ অন্য প্রার্থীর কোনো এজেন্ট দেখতে পাইনি। তাদের কাছে জানতে চাইলে আমার এজেন্টসহ অন্য এজেন্টরা জানান তাদের বের করে দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর লোকজন। একই সঙ্গে নাগেরচর কেন্দ্রে দু’দফা সংঘর্ষ হয় নৌকার মেয়র প্রার্থী সুন্দর আলীর কর্মী ও জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমানের কর্মীদের মধ্যে। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ নৌকার পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করার খবরে সেখানে হাবিবুরের লোকজন জড়ো হয়। পরে দু’দফা তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া যায়। হাবিবুর রহমান অভিযোগ করেন, সেখানে নৌকার পক্ষে ছাত্রলীগের শরীফ কেন্দ্র দখল করতে গেলে আমাদের লোকজন বাধা দেয়। পরে তাদের ওপর দুই দফায় হামলা চালানো হয়। এখন আবারও দেশীয় অস্ত্রসহ তারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার ৫৪নং কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯নং দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩নং ঝাউগড়া সরকারি বিদ্যালয়, নাগের চর মাদরাসা, কৃষ্ণপুরের এনআইবি স্বপ্নডানা একাডেমি, ৮৩নং মুকুন্দি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সফর আলী কলেজ ও ৬২নং আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে ৭২টি ভোট কক্ষে আড়াইহাজার পৌরসভার ২৪ হাজার ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৮জন ও নারী ভোটার ১২ হাজার ৪১৭ জন। আড়াইহাজার পৌর এলাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪নং কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯নং দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে প্রথম ইভিএমে ভোট প্রদান করায় কিছুটা সময় বেশি দিচ্ছেন ভোটাররা। এদিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি, র্যা ব, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও প্রশাসনের সদস্যরা কাজ করছেন। আড়ইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রত্যেকেই আওয়ামী নেতা। এরমধ্যে মো. সুন্দর আলী নৌকা, স্বতন্ত্র মেহের আলী নারিকেল গাছ, মামুন অর রশিদ মোবাইল ও হাবিবুর রহমান জগ প্রতীকে নির্বাচন করবেন। ৩ সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫। এছাড়া আড়াইহাজার পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ইভিএমের ধীরগতির কারণে ভোটগ্রহণে দেরি হচ্ছে বলে দাবি করেছেন প্রিসাইডিং কর্মকর্তারা। সকাল ৮টা থেকে এ পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়। এদিন জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় ও কামরানীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণে বেশি ধীরগতির অভিযোগ করেছেন ভোটাররা। জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ তারিকুল আনাম চৌধুরী জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৮৩। ৫৪ নং কামরানীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম বিপ্লব জানান, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৩৯। এরমধ্যে পুরুষ ১ হাজার ১১৩ ও নারী ১ হাজার ১২৬। এই কেন্দ্রের ৫ নম্বর বুথে জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমানের ও ৬ নম্বর বুথে নারিকেল প্রতীকের মেহের আলীর এজেন্ট পাওয়া যায়নি। আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সবাই আওয়ামী নেতা। এরমধ্যে মো. সুন্দর আলী নৌকা, স্বতন্ত্র মেহের আলী নারিকেল গাছ, মামুন অর রশিদ মোবাইল ও হাবিবুর রহমান জগ প্রতীকে নির্বাচন করছেন। তিনটি সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯