আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২২

ফতুল্লায় থানা বিএনপির প্রার্থী যারা

ডান্ডিবার্তা | ১৩ জুন, ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ২০০৪ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ফতুল্লা থানা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর বহু সময় গড়িয়েছে, অনেক নেতাই দায়িত্ব নিয়েছিলেন থানা বিএনপির। কিন্তু সম্মেলন আর হয়নি। প্রতিবারই গঠন করা হয়েছে টেবিল কমিটি বা পকেট কমিটি। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে জেলা বিএনপির দায়িত্বে থাকা নেতারা প্রতিবারই কমিটি চাপিয়ে দিয়েছিলেন। তবে গিয়াসউদ্দিন-খোকনের নেতৃত্বে থাকা বর্তমান জেলা বিএনপির কমিটি প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা মোতাবেক এরইমধ্যে ৯টি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সর্বশেষ ইউনিট হিসেবে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ফতুল্লা থানা বিএনপির কমিটি। প্রায় দুই দশক পর সম্মেলন অনুষ্ঠিত হবে এ থানায়। তবে সম্মেলনে ভোট হবে না সিলেকশন- তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। আর সম্মেলনের পক্রিয়া নিয়ে খোদ অবন্ধকারে রয়েছেন আয়োজকরা। সূত্রমতে, ফতুল্লা থানা বিএনপির আসন্ন এ সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছে বর্তমান আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু। আর সাধারণ সম্পাদক পদে সদস্য সচিব এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও যুগ্ম আহ্বয়ক রিয়াদ মোঃ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে টিটুর প্রতিদ্বন্দ্বি না থাকলেও সাধারণ সম্পাদক পদে ভোট হচ্ছে এটা নিশ্চিত। তবে সম্মেলন হচ্ছে কোন পক্রিয়ায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির একাধিক নেতা জানান, সম্মেলনকে ঘিরে ফতুল্লা থানার প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মীদের মাঝে উৎসব বিরাজ করার কথা। কিন্তু সেখানে উৎসবের বিন্দুমাত্র ছোঁয়াও নেই। কারন কাউন্সিলররা নিজেরাই জানেন না ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারবেন কি না। ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু জানান, দীর্ঘ ১৯ বছর পরে যেহেতু সম্মেলন হতে যাচ্ছে, আামাদের নেতাকর্মীদের মাঝে একটুতো আনন্দ উল্লাস রয়েছে। তবে সবাইকে নিয়ে একটি সফল ও সুন্দর সম্মেলন উপহার দিতে আমাদের ফতুল্লা থানা বিএনপির সকল নেতাকর্মীদের অনুরোধ করবো। তবে ভোট হবে না কমিটি ঘোষণা করা হবে তা বলতে পারছি না। নিজের প্রার্থীতা সম্পর্কে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দলীয় নির্দেশনানুযায়ী কাজ করছি। আশাকরি সম্মেলনে কাউন্সিলররা আমাকে মূল্যায়ণ করবেন। তারা যদি আমার চেয়ে অন্য কাউকে যোগ্য মনে করে, তাতেও আমার কষ্ট নেই। দলের স্বার্থে আমি কাজ করেছি, ভবিষ্যতেও করবো। ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রিয়াদ মোঃ চৌধুরী জানান, সম্মেলনের কথা আমি শুনেছি। যে সময় জানতে পেরেছি ততোটুকু সময় সম্মেলন করার মতো যথেস্ট নয়। তিনি আরো জানান,যদি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন পক্রিয়া হয় তখন ভেবে দেখবো প্রতিদ্বন্দ্বী করবো কি করবোনা। দলের জন্য কাজ করেছি। কাউন্সিলররা আমাকে মূল্যায়ন করবে বলেই আমি বিশ্বাস করি। সম্মেলনের বিষয়ে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন জানান, এই সম্মেলন ঘিরে আমাদের নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি চলছে। ভোটের মাধ্যেমে আমরা নেতা নির্বাচন করতে প্রস্তুত। আর এতে যারা দলের দুর্দিনে হামলা-মামলার শিকার হয়েছে এবং রাজপথে মিছিল মিটিং করেছে, সেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় আজ মঙ্গলবার সকাল ১০টায় কুতুবপুরের সিসিলি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন শুরু হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। সম্মেলনে উদ্বোধন হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটু। আর বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, লুৎফুর রহমান খোকা, মোশারফ জুয়েল উপস্থিত থাকবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা