
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর উপজেলার বন্দর ইউনিয়নে আগামী ১৭জুন আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে। আর এই সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দিপনার যেন কমতি নেই। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বন্দর ইউনিয়নটি আওয়ামীলীগের একটি দূর্বল দূর্গ হিসেবে নানা মহলে গুঞ্জন রয়েছে। কেননা বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন কখনো আওয়ামীলীগের প্রার্থী এই ইউনিয়নে নির্বাচনে জয় লাভ করতে পারে নাই। তার একটাই কারন এই ইউনিয়নটিতে দীর্ঘদিন ধরে জাতীয়পার্টির নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় লাভ করে আসছে। এছাড়াও বিএনপি ও জামায়াত ইসলামের ঘাটি। আওয়ামীলীগের তেমন সক্রীয়তা নেই বললেই চলে। এবার আসন্ন আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে এবার বন্দর ইউনিয়নে আওয়ামী লীগের শক্ত অবস্থান তৈরী করতে শীর্ষ নেতাকর্মীরা এ ইউনিয়নে হেভিওয়েট প্রার্থী নির্বাচনে একাধিকবার মিটিং করেছে। এ ইউনিয়নে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দুটি পদে একাধিক প্রার্থী থাকায় অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী ১৭জুন নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ। ইতিমধ্যে প্রার্থীদের ব্যালট নাম্বারও প্রকাশ হয়ে গেছে। তাই প্রার্থীরা তাদের অবস্থান শক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এদের মধ্যে বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন বর্তমান সেক্রেটারী জাকির হোসেন পনির যার ব্যালট নং ১ ও অপরদিকে একই পদে প্রতিদ্বন্দী প্রার্থী ২নং ব্যালটধারী ব্যবসায়ী নুরুজ্জামান, সাধারন সম্পাদক পদে ১০নং ব্যালটে রয়েছে বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. জাহাঙ্গীর আলম ও একই পদে প্রতিদ্বন্দী প্রার্থী ১১নং ব্যালটে রয়েছেন বন্দর থানা যুবলীগের দপ্তর বিষয়ক সম্পাদক এ্যাড. তাজুল ইসলাম এবং একই পদে ১২নং ব্যালটে রয়েছেন মোঃ বাদল মিয়া। জানাগেছে, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী নুরুজ্জামান বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ করেছেন। ওনি ছোটকাল থেকেই আওয়ামী লীগ মতাদর্শে বেড়ে উঠেছেন। আ’লীগের বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতি নেতাদের নজর কেড়েছে। বিগত সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রচারনায় মাঠ অনেকটা নিজের কবজায় থাকলেও পরে তাকে দলের স্বার্থে নিজের অবস্থান থেকে সরে যেতে হয়। বর্তমানে তিনি বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছেন। তার ব্যালট নং ২। তিনি বন্দর ইউনিয়নে আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। দল থেকে দায়িত্ব পেলে বন্দর ইউনিয়নকে সুশৃঙ্খলভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দূর্গ হিসেবে গড়ে তুলবেন বলে তিনি জানিয়েছেন। অপরদিকে জাকির হোসেন পনির এ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে প্রায় দেড় যুগ গত হলেও দলের প্রতি অভিমানে নিজ দায়িত্ব পালনে অনেকটা দূরে ছিলেন বলে একাধিক নেতাকর্মী জানান। বর্তমানে তিনি দলের জন্য কাজ করতে উঠে পড়ে লেগেছেন। তবে তিনি দলের দূর্দিনের কান্ডারী। বিএনপি-জামাত শাসনামলে তিনি নির্যাতিত হয়েছেন। এখন তিনি বন্দর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছেন। তার ব্যালট নং ১। অন্যদিকে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতি শহিদুল্লাহ (ভাইস) এর ছেলে এ্যাড. জাহাঙ্গীর আলম বন্দর ইউনিয়নে সাধারন সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন। তার ব্যালট নং ১০। তিনি আওয়ামীলীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন বন্দর থানা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বর্তমানে বন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য পদে দায়িত্ব পালন করছেন। বন্দর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরনসহ করোনা সংক্রমনেও ঘরবন্ধী মানুষের পাশে দাড়িয়েছেন। বর্তমানে তিনি সেক্রেটারী প্রার্থী হয়ে দলকে সুসংগঠিত করতে চান। এদিকে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে ১১নং ব্যালটে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বন্দর থানা যুবলীগের দপ্তর বিষয়ক সম্পাদক এ্যাড.তাজুল ইসলাম। তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সহসভাপতি ছিলেন। আইন পেশায় তিনি বেশ সুনাম অর্জন করেছেন। সাধারন মানুষের কল্যানে তিনি কাজ করছেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জজকোর্টে এপিপির দায়িত্ব পালনও করেন। আওয়ামী লীগের প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি ওতপ্রোতভাবে অংশগ্রহন করেন। বর্তমানে তিনি বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী। অপরদিকে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী মোঃ বাদল জানান, আমি বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ডস্থ বেজেরগাও এলাকার সন্তান। আমার পিতা ফজল করিম বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এই ইউনিয়নের সভাপতি শহিদুল্যাহ চাচার বিয়োগের পর আমার পিতা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান। আমি এবং আমার পরিবার ছোটকাল থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি দীর্ঘদিন যাবৎ বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হিসেবে দলীয় প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ গ্রহন করেছি। প্রবাসে থাকাবস্থায় আমি বঙ্গবন্ধু পরিষদের নির্বাহী সদস্য হিসেবে বহু কল্যানমুলক কাজ করেছি। এছাড়াও সামাজিক সংগঠন বিআইএমটি এসোসিয়েশনের সহসভাপতি ও বাংলাদেশ রিলিভ ফান্ডের সহসভাপতি হিসেবে প্রবাসে থেকে সাধারন মানুষের কল্যানে কাজ করেছি। সামনে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে আমি সাধারন সম্পাদক প্রার্থী। আমি সকলের দোয়া কামনা করছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯