আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২১

বিএনপির সম্মেলন নিয়ে উৎফুল্ল তৃনমূল!

ডান্ডিবার্তা | ১৫ জুন, ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে বর্তমানে নারায়ণগঞ্জের সকল ইউনিটের নেতাকর্মীরা উৎফুল্ল। সকল নেতাকর্মীরাই ভাষ্য দিয়ে যাচ্ছেন সকলেই নিজ নিজ ম্ল্যূবান ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত করবেন। যার ফলে জেলা বিএনপির কমিটিতে এবার কর্মীবান্ধব নেতা নির্বাচিত হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে আগামীতে বিগত দিন থেকে আরো স্বচ্ছ রাজনীতির মাধ্যমে এগিয়ে যাবে জেলা বিএনপি। এছাড়াও জানা গেছে, এই বছরকে নির্বাচনের বছর হিসেবে ধার্য্য করা হয়েছে। তাই রাজনৈতিক মাঠ যে নেতার মাধ্যমে গরম রাখা সম্ভব হবে। এমনই একজন নেতা নির্বাচিত করতে চান তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ইতিমধ্যেই জানা গেছে, সকল ইউনিটের নেতৃবৃন্দদের উর্ধ্বে গিয়ে ভোট প্রয়োগ ছাড়াই কমিটি গঠনের জন্য জেলা বিএনপির একটি অংশ মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের স্বচ্ছ রাজনীতির আমলে তা হয়ে উঠবে না বলেও ভাবছে তৃণমূলের কিছু সংখ্যক নেতাকর্মী। সেই পরিপ্রেক্ষিতেই এবার জেলা বিএনপির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সেই থেকে নেতাকর্মীদের ভিতরে আরো উজ্জ্বীবিতভাব প্রকাশ পেয়েছে। এছাড়া ও জানা যাচ্ছে বর্তমানে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদেই নির্বাচন হবে। আর ভোটাভুটির মাধ্যমেই সকল পর্যায়ের নেতাকর্মীরা তাদের পছন্দ মতো নেতা নির্বাচিত করতে পারবে। জানা গেছে, সভাপতি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদের কথা শোনা যাচ্ছে। অপর দিকে সাধারণ সম্পাদকের প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা। এই তিন নেতার মধ্যে একজনকে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন নেতৃবৃন্দ। এই তিনজন নেতাই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পরিক্ষিত ব্যত্তিত্ব। কিন্তু সভাপতি নির্বাচন নিয়ে রয়েছে নানা সংশয় জানা গেছে, আরো কিছু প্রার্থী জেলা বিএনপির সভাপতি নির্বাচন করতে এগিয়ে আসতে পারেন। কিন্তু বর্তমানে যে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে জেলা বিএনপিকে উৎফুল্ল রেখেছেন বর্তমান জেলা বিএনপির একজন পরীক্ষিত নেতা গিয়াস উদ্দিন। যার কারণে নেতাকর্মীরা আলোর আশা বুনছেন এই গিয়াস উদ্দিনকে নিয়ে। আর সকলের দাবি, বিনা প্রতিদ্বন্দ্বীতায় গিয়াসের জয়ের আশঙ্কা ও অনেকটা বেশি। কিন্তু সাধারণ সম্পাদকের পদে চমক আসার সম্ভবনাই বেশি বলে মনে করছেন তৃণমূল। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর পর জাঁকজমক এই সম্মেলনকে নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আমেজ বিরাজ মান রয়েছেন। আর ভোট প্রয়োগের মাধ্যমেই জেলা বিএনপির কাউন্সিল নির্বাচন হবেন তা নিয়ে তো নেতাকর্মীরা যেন জাতীয় নির্বাচনের মতোই উৎফুল্ল হয়ে উঠেছেন। এছাড়াও জেলা বিএনপির সম্মেলন ঘিরে দফায় দফায় নানা বিষয় নিয়ে বৈঠক পরিচালনা হচ্ছে। আর সেই সকল বৈঠকে সকল পর্যায়ের নেতাকর্মীদের দাবির দিকেই লক্ষ্যে করা হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে গত ২২ বছরেও সম্মেলনকে ঘিরে এমন জাঁকজমক প্রস্তুতি নিতে দেখা যায়নি জেলা বিএনপির কোন পর্যায়ের নেতাকর্মীদের। কিন্তু আগামী ১৭ জুন জেলা বিএনপির সম্মেলন সফল সম্মেলন হবে বলেই মনে করছে নিজ দলীয় নেতাকর্মীরা। ইতিমধ্যে ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে একটি তফসিল ঘোষণা করা হয়েছে। জানা গেছে সভাপতি পদে মনোয়ন পত্র ৬০ হাজার টাকা আর সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ৫০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। আর গত মঙ্গলবার মনোনয়ন পত্র বিতরণ শেষ হয় গতকাল বুধবার মনোয়ন পত্র প্রত্যাহার ও বাছাই শেষে একই দিনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। অপর দিকে জেলা বিএনপি বর্তমানে কাউন্সিল নিয়ে নির্বাচনের পথে হাঁটার কারণে নেতাকর্মীরা রাজপথে আরো শক্ত অবস্থানে ফিরে আসছেন বলে মনে করেনে কর্মীরা। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে জেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিটের কমিটির ১০১ জন করে কাউন্সিলর রয়েছেন। যার পরিপ্রেক্ষিতে ১০১০ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বর্তমানে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তৃণমূলের দাবি, বর্তমানে সরকারী দলের নানা হামলা ও মামলাকে উপেক্ষা করেই বিএনপি রাজপথে রয়েছে। আর বর্তমানে সকল বাধাকে পাশ কাটিয়ে জেলা বিএনপির ভোট প্রয়োগের সম্মেলনের মাধ্যমে আরো শক্ত অবস্থানে ফিরবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা