
ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের সাক্ষী ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। বহুদিন ধরে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পরে থাকায় অনেকটা গা শিউরে ওঠা অবস্থা সৃষ্টি হয়েছিলো স্টেডিয়ামের ভেতর ও বাইরে। নারায়ণগঞ্জবাসীর দাবি ছিলো স্টেডিয়ামটিকে সংস্করণ করার। যদিও, মাঠের তত্ত্ববধানের দায়িত্ব মূলত জাতীয় ক্রীড়া পরিষদের। কিন্তু দীর্ঘদিনেও সংস্কারের কাজ না হওয়ায় এবার ফতুল্লা স্টেডিয়াম ঠিক করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। গত সোমবার বিসিবি পরিচালকদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। জানতে চাইলে তানভীর আহমেদ টিটু এই প্রতিবেদককে জানান, স্টেডিয়ামটির চারপাশে বাড়িঘর হয়ে যাওয়াতে পানির লগইনটা এখানে সবসময় হয়ে থাকে। এই সমস্যাটির একটাই উপায় যে, মাঠটিকে ৬ফুট উঁচু করা। তাই, ফতুল্লা স্টেডিয়ামটি মাটি ভরাট করে আরও উঁচু করে, এটাকে খেলার পর্যায়ে নিয়ে আসার জন্য যা যা করনিয় সেটা ক্রিকেট বোর্ড করবে। যদিও এই কাজটি ক্রীড়া পরিষদের। কিন্তু তারা এটা কখন কি করবে তা আমরা জানি না, তাই নিজেদের জন্য নিজ তেকে আমরা এটা সংস্করণ করছি। তিনি আরও জানান, আগামী ৩-৪ সপ্তাহের মধ্যে এটির টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরে এটাতে ৬ফুট উঁচু করে মাটি ফেলে রেখে দিতে হবে। পরে এটাতে ঘাস লাগাতে হবে। চলতি বছরের মধ্যেই স্টেডিয়ামটি সংস্কারের কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি। জানা গেছে, শুধু মাঠের ভেতরে ৬ফুট উঁচু করে খেলা উপযোগী করার কথা চিন্তা করছিলো বিসিবি। তবে, সংস্থাটির পরিচালক একই সাথে মিডিয়া সেল এর চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর প্রস্তাবনার পর মাঠটির ভেতরে ও বাইরে উভয় যায়গাই সংস্করণ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি ২০০৪ সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের মাধ্যমে যাত্রা শুরু করে। ঐ বিশ্বকাপের উদ্দেশ্যেই সংস্কার করা হয়েছিল এই মাঠটি। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে এই মাঠে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ হয়েছিল। ২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপ প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্রিকেট মাঠ। ২০০৬ সালের ৯ এপ্রিল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হয় স্টেডিয়ামটির টেস্টের ইতিহাস। ২০১৫ সালের বাংলাদেশ বনাম ভারতের টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সর্বশেষ এই মাঠে খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। তবে জলাবদ্ধতার কারণে পন্ড হয়েছিল এই ম্যাচটি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯