আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৬

প্রেমিকার ছবি ভাইরাল যুবক গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৫ জুন, ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাবেক প্রেমিকার অন্তরঙ্গ মুহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়ায় এক যুবককে আটত করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম শামীম খান। সে জামালপুর মেলান্দহ থানার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বীর হাতিজা গ্রামের খানবাড়ীর আনোয়ার হোসেনের ছেলে। তারা বর্তমানে ফতুল্লার পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকায় হাবিবের ভাড়াটিয়া বাসায় ভাড়া থাকেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে তরুনি। মামলায় উল্লেখ করা হয়, তরুনি (২৪) এর সাথে ৩ বৎসর পূর্বে শামীম খানের প্রেমের সম্পর্ক ছিল। এতে বিয়ের উদ্দেশ্যে তাদের মধ্যে গভীর সম্পর্ক হয়। তখন শামীম তার মোবাইল দিয়ে দুজনের অন্তরঙ্গ মুহুর্তের অনেক ছবি তুলে রাখেন। পরবর্তীতে দেখেন শামীম আরও একাধিক মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। এতে শামীমের প্রতি বিরক্ত হয়ে সমঝোতার মাধ্যমে তরুনি সম্পর্ক ছিন্ন করেন। এরপর দেড় বৎসর পূর্বে তরুনি একজনকে বিয়ে করেন। বর্তমানে তার স্বামী বিদেশে রয়েছে। সম্প্রতি প্রায়ই সময় ফোন করে তরুনিকে উত্যক্ত সহ কু-প্রস্তাব দেয় শামীম। এতে রাজি না হওয়ায় পূর্বে তুলে রাখা অশ্লীল ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহসিন জানান, অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা