আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩৩

বির্তকের বেড়াজালে মহানগর বিএনপি

ডান্ডিবার্তা | ১৬ জুন, ২০২৩ | ১০:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট একটি রাজনৈতিক দলের নেতাদের প্রধান কাজ হলো জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি প্রতিপক্ষ দলের নেতাদের কথা বার্তা ও নানা কর্মকান্ডের মাধ্যমে সাংগঠনিক ভাবে দুর্বল করে দেওয়া। তাদের দুর্নীতি, অন্যায়, অবিচার সবকিছু দেশের মানুষের সামনে তুলে ধরা। দেশ এবং দেশের বাহিরের রাজনীতিতে এই ধারাই চলছে বহুদিন ধরে। তবে নারায়ণগঞ্জে এর ঠিক বিপরীত চিত্রই দেখা যাচ্ছে। কারণ হচ্ছে এখানে বিএনপির নেতাদের প্রতিপক্ষ আওয়ামীলীগ কিংবা অন্য কোনো দলের নেতারা নন। তাদের প্রতিপক্ষ তারা নিজেরাই। এর উদাহরণ দিতে গেলে, মহানগর বিএনপির নেতাদের কথা তো না বললেই নয়! এরা একদিকে কমিটি নিয়ে দুই ভাবে বিভক্ত হয়ে আছে। আবার দলীয় যে কোনো কর্মসূচীতে তাদের নিজেদের মধ্যে মারপিট ও বিশৃঙ্খলা একটি নিয়মে পরিণত হয়েছে। তথ্য বলছে, সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয় গত বছরের ১৩ সেপ্টেম্বর। এর পর থেকে এখন অবধি তাদের অন্তত ৮টি কর্মসূচীতে মারপিট, মিছিলে মাইক নিয়ে এক নেতাকে আরেক নেতার ধাক্কা, চেয়ার ছোড়াছুড়ি, ডায়াসের সামনে দাঁড়ানো নিয়ে কিল ঘুষি দেওয়া সহ একাধিক অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, এসব কর্মকান্ডে কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত হওয়া কেন্দ্রীয় নেতারা যেমন অপমান হয়েছেন। তেমনি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি মহানগরের সাংগঠনিক দুর্বলতা যে চরমে উঠে গেছে, তাও প্রকাশ হয়েছে। যদিও এসব কথা মানতে নারাজ মহনগরের দুই নেতা সাখাওয়াত ও টিপু। তারা বলছেন, এটা তাদের নিজেদের ব্যাপার। এ নিয়ে অন্য কারোর চিন্তা করার দরকার নেই! বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত ১৫ জানুয়ারি শহীদ মিনারে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের দলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বহু নেতাকর্মী রক্তাক্ত যখম হয়। ১ এপ্রিল শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচীতে কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রদলের দুই নেতার অনুসারীদের মধ্যে মারপিট হয়। গত ১৯ মে বিকেলে শহীদ মিনারে মহানগর ও জেলা বিএনপির জনসমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে রেখে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারপিট করে নেতাকর্মীরা। গত ২৩ মে খানপুরে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে যুবদলের দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। শহরের খানপুর এলাকা সেদিন এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বেশ কয়েকজন নেতাকর্মী এতে গভীর ভাবে আঘাত প্রাপ্ত হন। গত ৯ জুন মহানগর বিএনপির বন্দর থানার সম্মেলনে সদস্য সচিব টিপুর সাথে উস্থিত নেতাকর্মী ও সম্মেলনের এক প্রার্থীর সাথে হৈ চৈ হয়। ১২ জুন মহানগরের সদর থানা বিএনপির সম্মেলনে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধরক মারধর করতে দেখা যায় সদস্য সচিব টিপুকে। এই হলো মহানগর বিএনপির বর্তমান হাল। এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আপনাদের কাছে এসব বিষয়ে কেউ অভিযোগ দিয়েছে? না দিলে আপনারা এতো কথা বলেন কেন! আমরা দলে আমি কি করবো তা কি আপনাদের জিজ্ঞেস করে করবো। আমরা ছাত্রদল করে আসা লোক। মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এগুলো আমাদের ব্যাপার। আপনারা আমাদের পিছনে লাইগেন না। ছোটদের শাসন না করলে তো সামনে আরো এমন ঘটনা ঘটবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এ বিষয়ে বলেন, বড় সংসারে বড় দলে এমন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবেই। যেই সংসারে একাধিক সন্তান থাকে সেখানে ছোট-বড় ঝগড়া লাগেনা। বিএনপির মতো এতো বড় বৃহত্তর একটি দল। এখানে তো টুকটাক হওয়াটা স্বাভাবিক বিষয়। তবে না হওয়াটাই উচিৎ। এগুলো ওদের নিজেদের মধ্যে আবার মিল হয়ে গেছে। সিনিয়র জুনিয়রদের মধ্যে এমন হয়ই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা