
ডান্ডিবার্তা রিপোর্ট একটি রাজনৈতিক দলের নেতাদের প্রধান কাজ হলো জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি প্রতিপক্ষ দলের নেতাদের কথা বার্তা ও নানা কর্মকান্ডের মাধ্যমে সাংগঠনিক ভাবে দুর্বল করে দেওয়া। তাদের দুর্নীতি, অন্যায়, অবিচার সবকিছু দেশের মানুষের সামনে তুলে ধরা। দেশ এবং দেশের বাহিরের রাজনীতিতে এই ধারাই চলছে বহুদিন ধরে। তবে নারায়ণগঞ্জে এর ঠিক বিপরীত চিত্রই দেখা যাচ্ছে। কারণ হচ্ছে এখানে বিএনপির নেতাদের প্রতিপক্ষ আওয়ামীলীগ কিংবা অন্য কোনো দলের নেতারা নন। তাদের প্রতিপক্ষ তারা নিজেরাই। এর উদাহরণ দিতে গেলে, মহানগর বিএনপির নেতাদের কথা তো না বললেই নয়! এরা একদিকে কমিটি নিয়ে দুই ভাবে বিভক্ত হয়ে আছে। আবার দলীয় যে কোনো কর্মসূচীতে তাদের নিজেদের মধ্যে মারপিট ও বিশৃঙ্খলা একটি নিয়মে পরিণত হয়েছে। তথ্য বলছে, সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয় গত বছরের ১৩ সেপ্টেম্বর। এর পর থেকে এখন অবধি তাদের অন্তত ৮টি কর্মসূচীতে মারপিট, মিছিলে মাইক নিয়ে এক নেতাকে আরেক নেতার ধাক্কা, চেয়ার ছোড়াছুড়ি, ডায়াসের সামনে দাঁড়ানো নিয়ে কিল ঘুষি দেওয়া সহ একাধিক অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, এসব কর্মকান্ডে কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত হওয়া কেন্দ্রীয় নেতারা যেমন অপমান হয়েছেন। তেমনি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি মহানগরের সাংগঠনিক দুর্বলতা যে চরমে উঠে গেছে, তাও প্রকাশ হয়েছে। যদিও এসব কথা মানতে নারাজ মহনগরের দুই নেতা সাখাওয়াত ও টিপু। তারা বলছেন, এটা তাদের নিজেদের ব্যাপার। এ নিয়ে অন্য কারোর চিন্তা করার দরকার নেই! বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত ১৫ জানুয়ারি শহীদ মিনারে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের দলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বহু নেতাকর্মী রক্তাক্ত যখম হয়। ১ এপ্রিল শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচীতে কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রদলের দুই নেতার অনুসারীদের মধ্যে মারপিট হয়। গত ১৯ মে বিকেলে শহীদ মিনারে মহানগর ও জেলা বিএনপির জনসমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে রেখে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারপিট করে নেতাকর্মীরা। গত ২৩ মে খানপুরে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে যুবদলের দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। শহরের খানপুর এলাকা সেদিন এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বেশ কয়েকজন নেতাকর্মী এতে গভীর ভাবে আঘাত প্রাপ্ত হন। গত ৯ জুন মহানগর বিএনপির বন্দর থানার সম্মেলনে সদস্য সচিব টিপুর সাথে উস্থিত নেতাকর্মী ও সম্মেলনের এক প্রার্থীর সাথে হৈ চৈ হয়। ১২ জুন মহানগরের সদর থানা বিএনপির সম্মেলনে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধরক মারধর করতে দেখা যায় সদস্য সচিব টিপুকে। এই হলো মহানগর বিএনপির বর্তমান হাল। এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আপনাদের কাছে এসব বিষয়ে কেউ অভিযোগ দিয়েছে? না দিলে আপনারা এতো কথা বলেন কেন! আমরা দলে আমি কি করবো তা কি আপনাদের জিজ্ঞেস করে করবো। আমরা ছাত্রদল করে আসা লোক। মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এগুলো আমাদের ব্যাপার। আপনারা আমাদের পিছনে লাইগেন না। ছোটদের শাসন না করলে তো সামনে আরো এমন ঘটনা ঘটবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এ বিষয়ে বলেন, বড় সংসারে বড় দলে এমন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবেই। যেই সংসারে একাধিক সন্তান থাকে সেখানে ছোট-বড় ঝগড়া লাগেনা। বিএনপির মতো এতো বড় বৃহত্তর একটি দল। এখানে তো টুকটাক হওয়াটা স্বাভাবিক বিষয়। তবে না হওয়াটাই উচিৎ। এগুলো ওদের নিজেদের মধ্যে আবার মিল হয়ে গেছে। সিনিয়র জুনিয়রদের মধ্যে এমন হয়ই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯