
ডান্ডিবার্তা রিপোর্ট সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। আজ শনিবার সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কিন্তু সম্মেলন ঘিরে রয়েছে সংঘাতের আশঙ্কা। এর আগে ফতুল্লায় যুবদলের ঢাকা বিভাগীয় সমাবেশও করতে পারেনি পুলিশ প্রশাসনের বাধায়। এবারও জেলা বিএনপির সম্মেলন ঘিরে প্রশাসনের কোন অনুমতি নেওয়া হয়নি লিখিতভাবে। সিদ্ধিরগঞ্জ থানার ওসিও জানিয়েছেন, কাউন্সিল করার বিষয়ে জেলা বিএনপি আমাদের কাছ থেকে লিখিত অনুমতি নেয়নি। এদিকে কর্মসূচি সফল করতে এ নিয়ে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। এই বৈঠকগুলোতে কাউন্সিল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দলের পক্ষ থেকে ৬টি উপ-কমিটি গঠন করা হয়। এই উপ-কমিটিগুলো হলো অর্থ উপ কমিটি, প্রচার উপ কমিটি, শৃঙ্খলা উপ কমিটি, অভ্যর্থনা উপ কমিটি, প্রকাশনা উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি। এর ফলে জেলা বিএনপির সম্মেলনকে নিয়ে বেশ উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। এদিকে সম্মেলনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির বর্তমান আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। আর রাজিবকে নিয়ে শুরু হয়ে বির্তক। ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সম্মেলনের দিন ভোটাভুটির মাধ্যমে এই দুজন প্রার্থী যেকোনো একজন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হবেন। পরবর্তীতে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে সম্মেলনে নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা করা যাচ্ছে। এর ফলে সম্মেলন সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠানে কাউন্সিল করার বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। অনুমতির জন্য জেলা বিএনপির উর্দ্ধতন নেতাকর্মীরাও অনুমতির জন্য দৌড়ঝাঁপ করে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত সফল না হলে কর্মসূচি হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। এর আগে গত ১১ জুন হীরাঝিল আবাসিক এলাকায় যেনো জেলা বিএনপির সম্মেলনের অনুমতি না দেওয়া হয় সেজন্য হীরাঝিল সমাজ কল্যান সমিতি নামের এক সংগঠনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় আবেদন করা হয়। হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ হবুলের স্বাক্ষরিত ওই আবেদনপত্রে উল্লেখ করা হয়, হীরাঝিল আবাসিক এলাকায় অসংখ্য স্কুল-কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান অবস্থিত। এর ফলে এই আবাসিক এলাকায় রাজনৈতিক কর্মসূচি করলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই তাদের অন্যত্র অনুমতি দেওয়ার অনুরোধ করা হইল।এ ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কয়েকদিন আগে থানায় এ বিষয়ে একটি আবেদন করা হয়েছে। হীরাঝিলে কাউন্সিল করার বিষয়ে জেলা বিএনপি আমাদের কাছ থেকে লিখিত অনুমতি নেয়নি। এর ফলে এ বিষয়ে আমি অবগত নই। তাই আমি তাদের তাৎক্ষণিকভাবে পরামর্শ না দিয়ে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করতে বলি। সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেওয়া বা না দেওয়ার এখতিয়ার আমার নেই। এসব বিষয়ে জেলা পুলিশ সুপার যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমি খোঁজ নিয়ে জেনেছি হীরাঝিলের ওই স্কুলে সম্মেলন করার বিষয়ে বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি নেয়নি। এর আগে ফতুল্লা সম্মেলন নিয়েও এমন সমস্যার সৃষ্টি হয়। গত ১৩ জুন ছিল ফতুল্লা থানার কাউন্সিল কুতুবপুর ইউনিয়নের সিসিলি কমিউনিটি সেন্টারে হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন একই স্থানে আওয়ামী লীগ কর্মসূচির ডাক দিলে বিএনপি তাৎক্ষণিকভাবে সম্মেলনস্থল পরিবর্তন করে দেলপাড়া মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে সম্মেলন করে। এর ফলে দীর্ঘদিন পর হওয়া ফতুল্লা থানা বিএনপির কাউন্সিল জাঁকজমকভাবে করতে ব্যর্থ হন। একই আশঙ্কা দেখা দিয়েছে জেলা বিএনপির ক্ষেত্রেও। এরইমধ্যে কাউন্সিল করতে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা বিএনপি। সম্মেলনস্থল সাজানো শুরু করতে শুরু করেছে। কিন্তু অনুমতি না মিললে শেষ পর্যন্ত জেলা বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা তা সময়ই বলে দিবে। এদিকে এই দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি বলে জানা যায়। তাই এই সম্মেলন জেলা বিএনপির কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার অন্যতম সুযোগ হিসেবে নিচ্ছে। এর আগে ২০০৩ সালে জেলা বিএনপি’র সভাপতি ছিলেন অধ্যাপক রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ছিলেন তৈমূর আলম খন্দকার। ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের নাম আলোচনায় থাকায় ২০০৯ সালের ২৫শে নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপি’র সর্বশেষ সম্মেলনে তাকে বাদ দেয়া হয়। সর্বশেষ সম্মেলনে তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধরণ সম্পাদক করা হয়। কিন্তু দীর্ঘ ৭ বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। এর ফলে ২০১৭ সালের ১৩ই ফেব্রুয়ারি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ না দেখায় সাড়ে ৩ বছর পর জেলা কমিটি ভেঙে দিয়ে ২০২০ সালের ৩১শে ডিসেম্বর কেন্দ্র থেকে পুনরায় এডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দেয়া হয়। নির্দেশনা ছিল ৩ মাসের মধ্যে থানা,উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করতে হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এই আহ্বায়ক কমিটি সবগুলো ইউনিট কমিটি গঠনের কাজ শেষ করতে পারেনি। এরমধ্যে ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে মেয়র নির্বাচন করায় তৈমূর আলমকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় মনিরুল ইসলাম রবিকে। দুই বছরের মাথায় একই বছরের ১৫ নভেম্বর মনিরুল ইসলাম রবি ও মামুন মাহমুদের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে কমিটিতে ১ম যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মামুন মাহমুদ। অন্যান্য যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯