আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১২

রাজীবকে কারণ দর্শানোর নোটিশ সঠিক

ডান্ডিবার্তা | ১৭ জুন, ২০২৩ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ষড়যন্ত্র ও অপতৎপরতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবকে কারণ দর্শানোর যে নোটিশ দেওয়া হয়েছে সেটা সঠিক ও এবং গতকাল শুক্রবার সাক্ষর নকল করে যে চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটা ‘ভুয়া’ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার রাজীবকে দেওয়া রিজভীর স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি ভূঁইফোড় সংগঠনের সাথে আপনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে আমরা গণমাধ্যমসহ বিভিন্ন তথ্যসূত্র থেকে জানতে পেরেছি। দল আরও অবহিত হয়েছে যে, আপনি শুধুমাত্র উক্ত সংগঠনের সাথে যুক্তই হননি, বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, নানাবিধ অপপ্রচার ও দলবিরোধী ষড়যন্ত্রে জড়িত আছেন। আপনার এহেন তৎপরতা শুধু সংগঠন বিরোধীই নয়, বর্তমান দুঃসময়ে দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং উল্লেখিত ষড়যন্ত্র ও অপতৎপরতার জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শিয়ে আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিষয়টি অতীব জরুরী। এদিকে গতকাল শুক্রবার দুপুরের পর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়ায়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শোকজের যে চিঠি দেওয়া হয়েছে ওইটার আসল নোটিশ। শুক্রবার যে নোটিশ ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বলেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে সে সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। ৫ দিনের মধ্যে সে যদি তার পক্ষে উপযুক্ত কারণ দেখাতে পারেন তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সে যদি আগামীকালের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলে তখন তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা