আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৫

আপনাদের ভিসানীতি আপনাদের কাছেই রেখে দেন: খোকন সাহা

ডান্ডিবার্তা | ১৭ জুন, ২০২৩ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, ‘জতীয় ও আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও নেত্রীর (শেখ হাসিনা) বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ভিসানীতি চালু করা হয়েছে। আমেরিকা অনেক বড় বড় কথা বলে। যুক্তরাষ্ট্রে এমন কোন মাস নাই, যে মাসে স্কুলে ঢুকে বাচ্চাদের হত্যা করা না হয়। কোথায় আপনাদের গনতান্ত্রিক চর্চা, কোথায় আপনাদের মানবিকতা। আমি বলবো, মানবিক হন শেখ হাসিনার মতো। আপনাদের ভিসানীতি আপনাদের কাছেই রেখে দেন।’ চাষাঢ়ায় ২০০১ সালের ১৬ জুন স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় নিহতদের স্মরণে গতকাল শুক্রবার সকাল ১০টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে, খোকন সাহার নেতৃত্বে একটি বিশাল মিছিল পুরান কোর্ট এলাকা থেকে কালো পতাকা নিয়ে একটি মিছিল শহীদ মিনার পর্যন্ত গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করে। এসময় খোকন সাহা আরও বলেন, ‘আমরা গরিব রাষ্ট্র, তার পরেও নেত্রী রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। বহিঃবিশ্বের দেশ গুলোকে বলবো, কারো কথায় প্ররোচিত না হয়ে কোন কাজ আপনারা করবেন না। ৭১ সালে তো আপনারা আমাদের সাহায্য করেন না। কই, বাঙ্গালি জাতিকে তো দাবিয়ে রাখতে পারেন নাই। আমরা আগামীতে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছি। সারা পৃথিবিতে তত্বাবধায়ক সরকার বলতে কিছুই নাই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও নাই। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য আপনারা এ ধরনের কথা বলছেন।’ এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জিএম আরমান, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. অধ্যাপক আতিকুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রবীন নেতা এস এম পারভেজ, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ। আরও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো, জুয়েল হোসেন, আওয়ামী লীগ নেতা আল আমিন, আওয়ামী লীগ নেতা মো. নয়ন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী তানজিম কবির সজীব (সজু), মহিলা নেত্রী ডলি আক্তার, শিউলী আক্তারসহ অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা