আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

গ্রীন সিগনালের অপেক্ষায় মহানগর বিএনপি

ডান্ডিবার্তা | ১৮ জুন, ২০২৩ | ৮:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। এখন বাকি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মেলন। এদিকে ঈদের আগেই তৃনমূল চায় মহানগরের সম্মেলন সম্পন্ন করতে। এদিকে বিএনপি প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাচ্যুত অবস্থায় রয়েছে। যার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কাছ থেকে নির্যাতন মামলা-হামলার শিকার হতে হয়েছে এই দলের নেতাকর্মীদের। কিন্তু গত বছরের জুন-জুলাই মাস থেকে হঠাৎ রাজপথে গর্জে ওঠে বিএনপির নেতাকর্মীরা। সেই সাথে দলকে ও সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে ইতিমধ্যেই মূল দল ও অঙ্গ সংগঠনের যোগ্য নেতৃত্ব দ্বারা কমিটি গঠন করেছেন সুসংগঠিত করার লক্ষ্যে নিয়েই গত বছরের ১৩ সেপ্টেম্ববর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই সাথে অতি শীঘ্রই মহানগরের আওতাধীন সকল ইউনিটের কমিটি গঠনের অনুমোদন দেয় কেন্দ্র। সেই লক্ষে প্রায় ১০ মাসের মাথায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে গতিশীল করার লক্ষ্যে সরকার দলীয় নানা বাধাকে উপেক্ষা করেই মহানগর বিএনপির আওতাধীন ১৭টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন, ২টি থানা ও ১টি উপজেলা কমিটি সম্মেলনের মধ্যে দিয়ে সম্পন্ন করেছেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সেই সাথে মহানগরের কমিটি আরো শক্তিশালী করতে ইতিমধ্যেই মহানগর বিএনপির সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে মহানগর বিএনপির নেতৃবৃন্দের মাঝে। সকল নেতাকর্মীই চাইছে জেলা বিএনপির সম্মেলনের পর পরই ঈদুল আযহার আগেই যাতে মহানগর বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে দলীয় কার্যক্রমে আরো গতিশীল আন্দোলন সংগ্রাম করতে পারবে মহানগর বিএনপি। কিন্তু কিছু সূত্র বলছে, ঈদুল আযহার পর যাতে মহানগর বিএনপির সম্মেলন হয় এমনই চাচ্ছে আরেকটি পক্ষ। এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির গ্রীন সিগ্যানালের অপেক্ষায় রয়েছে তারা। কিন্তু রাজপথের পরীক্ষিত তৃণমূলের নেতাকর্মীদের দাবি, ঈদের আগেই যদি মহানগর বিএনপির কাউন্সিলের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে ঈদের পরে রাজপথে আরো জোরালোভাবে অবস্থান নিয়ে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে। দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে এড. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। তখন এই মহানগর বিএনপির কমিটি নিয়ে নানা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর দফায় দফায় বিশৃঙ্খলার দেখা দিলেও সকল বিষয়কে সাইড লাইনে রেখে কমিটি গঠনের ১০ মাসের মাথায় মহানগর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটি গঠন করতে সক্ষম হয়। এবার তৃণমূলের নেতাকর্মীরা মহানগর বিএনপির মূল কমিটি সম্মেলন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। আর জুন মাসের মধ্যেই সকল সম্মেলন আয়োজনের জন্য উতলা হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করা হয়েছিল। তখন থেকেই জেলা বিএনপির রাজনীতির মোড় ঘুরে যাওয়া শুরু করে। আর গিয়াস-খোকনের নেতৃত্বে ইতিমধ্যেই জেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিটের সুশৃঙ্খল কমিটি গঠন শুরু করে। আর ৮ মাসের মাথায় জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিট, ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়। তার সাথে সাথেই সম্মেলনের প্রস্তুতি নিয়ে শুরু করে। সেই লক্ষে ঈদের আগেই গতকাল শনিবার অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সফল সম্মেলন। এই সম্মেলনের পর পরই আর এই মাসের মধ্যেই মহানগর বিএনপির মূল কমিটির সম্মেলন চায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। কিন্তু মহানগর বিএনপি কয়েকজনের অভিমত, সম্মেলন যাতে ঈদের পরেই হয়। সকলের দাবি, তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া পাওয়াই যাতে মূল্যায়ন করা হয়। এমনটাই চাচ্ছে খোদ বিএনপির নেতাকর্মীরা। কিন্তু এবার কেন্দ্রের গ্রীন সিগন্যালের আশায় রয়েছে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তৃণমূলের দাবি, ঈদের পর নানা আন্দোলন নিয়ে রাজপথের কর্মসূচি আসবে বিএনপির সেই সময় যদি সম্মেলন নিয়ে মহানগর বিএনপির পরে থাকে তাহলে রাজনীতিতে অনেকটাই পিছিয়ে পরার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয় একটি পক্ষের ইচ্ছের জয় হয় নাকি তৃণমূলের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা