আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১১

দুদক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ১৮ জুন, ২০২৩ | ৮:৫১ পূর্বাহ্ণ

সোনারগাঁ প্রতিনিধি দীর্ঘদিন যাবত দুদক কর্মকর্তা ও ডিবি পুলিশ আতঙ্কে বসবাস করছেন সাধারণ আমজনতা। গ্রেপ্তারের ভয়ে দিনরাত সতর্কতার সাথে অবস্থান করছে অনেকেই। বিশেষ প্রয়োজন ছাড়া মহল্লার রাস্তায় কেউ বের হচ্ছে না আবার অনেকে নিজ বাড়িতে রাতে ঘুমাতেও ভয় পাচ্ছেন। অথবা কেউ দাবিকৃত চাঁদার টাকা যোগান দিতে না পেরে বিভিন্ন জনের নিকট দেন দরবার করছেন। বিগত একমাস যাবত এভাবেই দিন পার হচ্ছে সোনারগাঁ উপজেলার পৌরসভার ষোলপাড়া এলাকার সাধারণ জনগণের। স্থানীয় বাসিন্দা মজিবর ও সানাউল্লাহর সাথে কথা বলে জানা যায়, গত ৭’ই মে দুপুর আনুমানিক এক ঘটিকার সময় প্রায় ৮ থেকে ১০ জন পুলিশের গোয়েন্দা বিভাগের পোশাকের আদলে পোশাক পরিধান করে ষোলপাড়া এলাকার আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় সংলগ্ন একটি লিচু বাগানে এসে উপস্থিত বাগান পাহারাদার ও বাগানিদের মধ্যে বেশ কয়েকজনকে ধরপাকর করতে থাকে। কেউ পরিচয় জানতে চাইলে মোঃ দেলোয়ার হুসাইন ও জীবন আহমেদ বলে, আমরা সকলেই ডিবি পুলিশের লোক। অন্যদিকে প্রতারনা চক্রের প্রধান মোক্তার হোসেন মুক্তাদি নিজেকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং ঢাকার সেগুনবাগিচার দুদক কার্যালয়ের চতুর্থ তলায় তার চেম্বার বলেও জানায়। তাছাড়া এই চক্রটি আসারও এক ঘন্টা পর ‘জান্নাত জাহা’ নামের চক্রের আরো এক নারী সদস্য স্কুটি চালিয়ে এসে তাদের অবস্থান নির্ণয় করে সবকিছু পর্যালোচনা করার চেষ্টা করে। অতঃপর তাদের মৌখিক পরিচয় পেয়ে উপস্থিত পাহারাদার ও বাগানিদের মধ্যে কয়েকজন দৌড়ে পালাতে গিয়ে আহত হয়। আর বাকিদের চারিদিক থেকে ঘেরাও করা হয়। এমনকি পাশে দিয়ে হেঁটে যাওয়া একজন বয়স্ক পথচারীকেও ঐ ঘেরাও বেষ্টনীর ভেতর আনা হয়। এরপর চলতে থাকে লিচু বাগানের জমি সংক্রান্ত প্রতিপক্ষের বিরোধের বিষয়ে জেরা। ঘটনার এক পর্যায়ে আরো কিছু এলাকাবাসী এগিয়ে এসে তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে। ফলে চক্রটি এলাকাবাসীর উপর চড়াও হয়। অবশেষে কোন উপায়ান্তর না পেয়ে কেউ কেউ নিজেদের সাংবাদিক বলে দাবি করে তবে চক্রের প্রধান মোক্তার হোসেন মুক্তাদি দুদকের কর্মকর্তার পাশাপাশি নিজেকে সাংবাদিক বলেও পরিচয় দেয়। অতঃপর চক্রটি স্থানীয় বাসিন্দাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে জমি সংক্রান্ত বিরোধের সমাধান করে দিবে বলে স্থানীয় বাসিন্দা আজিজ, সানাউল্লাহ, মজিবর ও সবুজসহ আরও কয়েকজনের নিকট প্রায় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দাবিকৃত ৫ লক্ষ টাকা সহ পৌরসভার হাতকোপা এলাকায় অবস্থিত নতুন ব্রিজের উল্টোদিকে দোতলা বিশিষ্ট একটি ভবনে তাদের ব্যক্তিগত কার্যালয়ে (যাহা বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের একটি শাখা হিসেবে সাইনবোর্ড লাগানো) দ্রুত যোগাযোগ করতে বলে চলে যায়। অন্যথায় তাদের প্রশাসনিক ক্ষমতা বলে গ্রেপ্তার করে আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে বলে জানায় এমনকি প্রাণনাশের হুমকি দিতেও ছাড়েনি। এমতাবস্থায় স্থানীয় বাসিন্দাগণ আতঙ্ক ও ভীতসন্ত্রস্ত হয়ে মোঃ আব্দুল আজিজ কে বাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের এক মাস পার হলেও থানা কর্তৃক কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানা যায়। উল্টো ওই প্রতারক চক্রটি প্রতিনিয়ত এলাকায় গিয়ে অথবা মোবাইলে স্থানীয় বাসিন্দাদের নিকট দাবিকৃত ৫ লক্ষ টাকার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে বলে দাবী এলাকাবাসীর। উল্লেখ্য, সকলের পরিচয় পাওয়া না গেলেও কুমিল্লার বাসিন্দা মুক্তার হোসেন মুক্তাদি, জীবন আহমেদ ও জান্নাত জাহা তারা একে অপরের ভাই বোন বলে জানা গেছে এবং সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ঘর জামাই ঢেউটিন ব্যবসায়ি মোঃ দেলোয়ার হুসাইন বরিশালের বাসিন্দা। গোপন সূত্রে জানা যায়, গত কয়েকবছর যাবদ মোক্তার হোসেন মুক্তাদি তার দল বল নিয়ে সোনারগাঁ সহ আসপাশের বিভিন্ন এলাকায় কখনো ডিবি, কখনো দুদক কর্মকর্তা, কখনো এডভোকেট আবার কখনো সিনিয়র সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং করে অর্থ উপার্জন করে যাচ্ছে। সোনারগাঁ থানা সহ বিভিন্ন থানায় রয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। গত কয়েকমাস পূর্বে কুমিল্লার মেঘনা থানায়ও নারী কেলেঙ্কারির অভিযোগের সন্ধান পাওয়া যায় মুক্তাদি ও দেলোয়ারের বিরুদ্ধে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা