
ডান্ডিবার্তা রিপোর্ট একদিকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যেতে প্রস্তুতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে, সরকারের পদত্যাগসহ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে চাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। আর এ লক্ষ্যে, জেলা থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা কমিটি গুলোকে ঢেলে সাজানোর পর গত শনিবার জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও এখনো তার পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। নির্বাচনের আগে হবে কি না তা নিয়ে রয়েছে নানা সংশয়। তবে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইতোমধ্যে জেলার নেতৃবৃন্দ তালিকা জমা দিয়েছে। কিন্তু তা এখনো পর্যন্ত অনুমোদন হয় নাই। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগের কমিটি হয় না দীর্ঘ দিন। বার বার যুবলীগের কমিটি গঠনের নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না। দলীয় কোন্দলের কারনে জেলা যুবলীগের কমিটি হচ্ছে বলে অভিযোগ তৃনমূল নেতা কর্মীদের। জানা গেছে, বিভিন্ন কারনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় কোন্দলসহ নানা কারণে কমিটি পূর্ণগঠনে আটকে রয়েছে। তাই একদিকে যেমন দূর্বল হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, অন্যদিকে হতাশ হয়ে পরছে তৃণমূলের নেতাকর্মীরা। পাশাপাশি দেখা দিচ্ছে নতুন নেতৃত্বের অভাব। এছাড়া পদপ্রত্যাশী নেতারা। জাতীয় নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে তৃণমূলকে ঢেলে সাজাচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে চলছে নেতৃত্ব বাছাই। পাশাপাশি সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কাজও করছে দলটি। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, নেতৃত্বের সংঘাত সবকিছু মিলিয়ে নির্বাচনের আগেই দলকে ঐক্যবদ্ধ করা দলটির অন্যতম লক্ষ্য। কিন্তু কতটুকু তা করতে পারবে এ নিয়ে রয়েছে শঙ্কা। তবে এই দিক দিয়ে জেলা যুবলীগকে ঢেলে সাজানোর কাজ শুরু করেও তা থমকে আছে। কিন্তু কেন থমকে রয়েছে তা বলতে পারছে তৃনমূল নেতা কর্মীরা। গত বছরের সেপ্টেম্বরে যুবলীগের বর্ধিত সভায় স্থানীয় থানা জেলা কমিটি গুলো করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু সেখানে এখনো পর্যন্ত কমিটি হওয়ার তেমন কোন আলোচনা নেই। দলীয় সূত্রমতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পদে আসার জন্য একাধিক পদপ্রত্যাশী ব্যক্তি মাঠে নেমে কাজ করে যাচ্ছেন। তাছাড়া দলকে সু-সংগঠিত করার জন্য নেতা কর্মীদের সক্রিয় রেখে যাচ্ছেন। সেই সাথে আগামী নির্বাচনে দলের জন্য এখন থেকে নৌকার ভোট চেয়ে যাচ্ছেন। জানা যায়, জেলা যুুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন একঝাঁক রাজপথ কাপানো তুখোঁড় নেতা। তবে জেলা যুবলীগে সভাপতি পদে আলোচনায় রয়েছে বেশ কয়েকজন নেতা। জেলা যুবলীগে সাধারণ সম্পাদক পদে বেশ লড়াই দেখা যাবে। জেলা যুবলীগে এমনটাই শোনা যাচ্ছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে আসতে একঝাঁক নেতা তৈরী রয়েছেন তবে এদের মধ্যে বেশ কয়েকজন এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হিসেবে রয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরিফুল হক, যিনি ছাত্রলীগ থেকে উঠে আসা একজন পরিক্ষিত কর্মী নারায়ণগঞ্জে শামীম ওসমানের ডাকা বেশ কয়েকটি জনসভায় ব্যাপক জনবল নিয়ে সমাবেশে তিনি তার শক্তি প্রদর্শন করেছেন। শুধু তাই নয় দলীয় যে কোন প্রোগ্রামে দলের স্বার্থে কাজ করে গেছেন। এমনকি ওয়ান ইলিভেনে দুই দুইবার গ্রেফতারও হয়েছেন। তাই বিভিন্ন সূত্রে জানা গেছে শরিফুল হক সাধারণ সম্পাদক পদে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তৃনমূলের পছন্দের তালিকাতেও তার নামটি রয়েছে। এছাড়া আলোচনায় রয়েছেন আরও বেশ কয়েকজন রাজপথ যুবলীগ নেতা জানে আলম বিপ্লব ও ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম। উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। তখন ওই সম্মেলনে আবদুল কাদির সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বৈরি সময়ে ওই সম্মেলনে ছিল আওয়ামীলীগের দুই পক্ষের অবস্থান। এছাড়াও সম্মেলনে প্রতিদ্বন্দ্বীতা করা জাকিরুল আলম হেলালকে করা হয় সিনিয়র সহ-সভাপতি, আসিফ হোসেন মানুকে সহ-সভাপতি ও শাহ নিজামকে করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো কমিটির কমিটির দেখা মিলছিল জেলা যুবলীগের। তৎকালীন সময়ে জেলা যুবলীগের কমিটিতে পদে নেতারা সকলেই মূল দলে ভিড়িয়েছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯