আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩১

লাঙ্গলের বিরুদ্ধে সোচ্চার আ’লীগ

ডান্ডিবার্তা | ১৯ জুন, ২০২৩ | ১০:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামীলীগ নেতারা বিভিন্ন সভা সমাবেশে জোড়ালো বক্তব্য রেখে চলেছেন লাঙ্গলের বিরুদ্ধে। তারা এবার নারায়ণগঞ্জে ৫টি আসনের কোথায়ও লঙ্গলের প্রার্থী মেনে নেবে না। তারা বিএনপির বিরোধীরা চেয়ে লাঙ্গলের বিরুদ্ধে জোড়ালো বক্তব্য রাখে চলেছেন। আওয়ামীলীগ নেতারা এখন মনে করছেন বিএনপির চেয়ে তাদের মূল প্রতিপক্ষ জাতীয়পার্টি। তাই তারা আর নারায়ণগঞ্জে লাঙ্গলের স্থান দেবেন না বলে জোড়ালো ভ’মিকা রেখে চলেছেন। আবার অনেক নেতা মঞ্চে লাঙ্গলের বিরোধীতা করলেও সেই লাঙ্গলের এমপির দ্বারে দ্বারেই ঘুরে বেড়ানোর নজির অহরহ রয়েছে। এদিকে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেছেন, বন্দর উপজেলা ৫টি ইউনিয়নের মধ্যে মদনপুর ইউনিয়নে নৌকা ছাড়া বাকি ৪ ইউনিয়নেই লাঙ্গল মার্কা বিজয় হয়েছে। শুনলে লজ্জা লাগে। এর কারন একটাই আমাদের দলীয় এমপি নাই। আমার জেলার সেক্রেটারী শহিদ বাদল বলে গেছেন আমরা নৌকা চাই এই আসনে। সেনারগায়ে আওয়ামীলীগের ছড়াছড়ি অথচ আওয়ামীলীগের এমপি নাই। একমাত্র মহাজোট হওয়ার কারনে আমরা তা মেনে নিয়েছি। কিন্তু লাঙ্গলের যে অবস্থা তাদের মধ্যেই দুই ভাগ। আওয়ামীলীগের সাথে যদি লাঙ্গল মার্কা নির্বাচন করে তবে থেকে ৩ পার্সেন্ট বেশি তারা পাবে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব অন্তত নারায়ণগঞ্জে ৫টি আসনে নৌকা দেন। নারায়ণগঞ্জে আওয়ামীলীগ অনেক শক্তিশালী। আর আমরা লাঙ্গলের কাধে ভর করে চলতে চাই না। গত শনিবার বিকেলে বন্দর ইউনিয়নস্থ কুশিয়ারা মালেক উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে যারা আওয়ামীলীগের দায়িত্ব পাবেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। দলকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ করুন। সামনে আমাদের কঠিন সময়। আমাদের মধ্যেই মিশে আছে জামাত বিএনপির লোক। আমাদের মধ্যেই কোন না কোন নেতাকে ম্যানেজ করে তারা কৌশলে পদ পেয়ে যায়। খবরদার আওয়ামীলীগে যাতে জামাত বিএনপি প্রবেশ করতে না পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। পূণরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. শহিদ হাসনাত মোহাম্মদ বাদল। বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এমএ সালাম, ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সালাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বন্দর থানা আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির এলিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ বাবু, আব্দুর রইফ, সাহাদাৎ হোসেন, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়সাল কবির, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম, হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন প্রমূখ। উল্লেখ্য, প্রথম অধিভেশন শেষে দ্বিত্বীয় অধিভেশনে এমএ রশিদের সভাপতিত্বে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডে ২৭০জন ভোটারের মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক মোট ৫জন প্রার্থীকে নিয়ে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শেষে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ১নং ব্যালট নং জাকির হোসেন পনির পেয়েছে ৪ ভোট। অপর সভাপতি প্রার্থী ২নং ব্যালট নং নুরুজ্জামান মোল্লা পেয়েছে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। এদিকে বন্দর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থী ১০নং ব্যালট নং এ্যাড. জাহাঙ্গীর আলম পেয়েছে ৭৫ভোট। প্রতিদ্বন্দী প্রার্থী ১১নং ব্যালট নং এ্যাড.তাজুল ইসলাম ৯৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এবং সাধারন সম্পাদক বাদল মিয়া ৫ ভোট পেয়ে ৩য় হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা