আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১২

বিদ্যুৎ মিস্ত্রি জুয়েলের অবৈধ বিদ্যুৎ বানিজ্য

ডান্ডিবার্তা | ১৯ জুন, ২০২৩ | ১০:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে জুয়েল (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি। সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কতিপয় লাইনম্যান, মিটার রিডার ও দালালদের মধ্যস্থতায় তার এই অবৈধ সংযোগ বানিজ্য চলছে বলে একাধিক সূত্র জানায়। এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে আর অল্প দিনেই দিন মুজুর থেকে অর্থ বিত্তের মালিক বনে গেছেন জুয়েল। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ মিস্ত্রি জুয়েল কয়েক বছর আগেও প্লাস স্ক্রু ড্রাইভার নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন। এ সুবাধে আটি ওয়াবদা কলোনী এলাকায় তাকে মিস্ত্রি জুয়েল বললে সবাই এক নামে চিনে। মহল্লায় মহল্লায় বিদ্যুতের কাজ করতে গিয়ে তার সাথে সখ্যতা গড়ে উঠে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কিছু অসাধু কর্মকর্তা, মিটার রিডার, লাইনম্যান ও বিভিন্ন দালালের। এ সুবাধে জুয়েল নিজ নামে ও বেনামে মিটার নামিয়ে এবং গোপনে মিটার বাইপাস করে অবৈধ বিদ্যুৎ বানিজ্য শুরু করে। নিজ নামের মিটারটি আবাসিক মিটার হলেও তিনি বানিজ্যিকভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছেন। ওই মিটার দিয়ে ওয়াবদা কলোনি বউ বাজারে হোটেল চা দোকান, ফার্মেসি, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছেন। এছাড়াও বউ বাজার করিম হোটেলের পিছনে কবিরের বাড়ি, নবির হোসেনের বাড়ি, জালুর বাড়িসহ ৮/১০টি বাড়িতে রুম প্রতি বিদ্যুত ভাড়া দিয়ে আসছেন। সবার কাছ থেকে কমার্শিয়াল হারে ইউনিট প্রতি বিল আদায় করছেন। অন্যদিকে বিভিন্ন অটোর গ্যারেজেও বেনামে মিটার দিয়ে বিদ্যুৎ চুরি করছেন জুয়েল। ওইসব অটো গ্যারেজের মিটার দিনের বেলায় অফিস চলাকালিন সময়ে স্বাভাবিকভাবে চললেও অন্ধকার নামলেই চলে ভিন্ন সিষ্টেমে। এতে বিদ্যুৎ খরচ হলেও মিটারের রিডিং স্বাভাবিক থাকে। এরফলে বাইপাস করে বিদ্যুৎ চুরি ও আবাসিক মিটার দিয়ে কমার্শিয়াল হারে বিদ্যুৎ বিল নিয়ে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এছাড়াও বিভিন্ন বাসাবাড়িতেও অবৈধ সংযোগ দিয়ে মাসিক চুক্তিতে টাকা নেয়। বিদ্যুতের কর্মকর্তা, মিটার রিডার, লাইনম্যান ও দালাল ম্যানেজের মাধ্যমেই জুয়েলের এই অবৈধ বিদ্যুৎ বানিজ্য চলছে। স্থানীয়রা জানান, একজন প্রভাবশালীকে বাপ ডেকে এলাকায় রাম রাজত্ব চালাচ্ছে জুয়েল। ওই প্রভাবশালীর ভয়েও কেউ কিছু বলতেও সাহস পায়না। গত ১০ জুন সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিদ্যুৎ অফিস থেকে অভিযান চালিয়ে অবৈধ সংযোগের আলামত পেলেও ওই সংযোগগুলো বহাল তবিয়তে চলছে। সাধারন মানুষের মতে লোক দেখানোর জন্য এ অভিযান। এ বিষয়ে জানতে জুয়েলের সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন আপনি সরাসরি আসেন আপনার সাথে কথা বলবো। অপরদিকে গত শনিবার আটি ওয়াবদা কলোনী এলাকায় অভিযানে যাওয়া ডিপিডিসির অভিযান সুপারভাইজার মো. সুমনের মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। তবে তার সাথে যাওয়া লাইন সুপারভাইজার আউয়ালের মোবাইলে ফোন দিলে তিনি বিষয়টি শুনার পর বলেন কথা বুজা যাচ্ছেনা আমি ফোন দিতেছি। পরে তিনি আর ফোন দেননি। অপেক্ষার পর আবার তার মোবাইলে ফোন দিলে তিনি আর ফোনও রিসিভ করেননি। এরপর কিছুক্ষন পর ফের মো. সুমনের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। এদিকে এ অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নকরণ, বিদ্যুৎ চুরি রোধ ও সরকারের রাজস্ব রক্ষার্থে ডিপিডিসির উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা