
ডান্ডিবার্তা রিপোর্ট এবার নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ঐতিহাসিক লক্ষ্মীনারায়ন কটন মিলস্ দূর্গা মন্দির ভাঙ্গার অভিযোগ উঠেছে। এই মন্দিরে লক্ষ্মীনারায়ণ কটন মিলের শেয়ারহোল্ডার, স্থানীয় এলাকাবাসী ও ভক্তবৃন্দ দীর্ঘ প্রায় ৮০ বছর যাবত দুর্গা পূজাসহ অন্যান্য পূজা অর্চনা করে আসছে। কিন্তু ২০১২ সালে মিলের অভ্যন্তরে বসবাসরত শেয়ার হোল্ডারদের উচ্ছেদ করার পর থেকে তাদের মন্দিরে প্রবেশ ও পূজা-অর্চনা করতে অনুমতি নিতে হয় নীট কনসার্ন গ্রুপের। স্থানীয় ভক্তবৃন্দ ও শেয়ারহোল্ডারদের অভিযোগের প্রেক্ষিতে মন্দির পরিদর্শন করেন নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দের সাথে নীট কনসার্ন গ্রুপের বাক-বিতন্ডা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন দ্রুত মন্দির সংস্কার করে নিয়মিত পূজা-অর্চনা শুরু করার ঘোষণা দেন। ভক্তবৃন্দরা জানান, আগে যখন খুশি মন্দিরে পূর্জা-অর্চনা করে যেত কিন্তু নীট কনসার্নের লোকজন প্রবেশ গেট বন্ধ করে রাখায়, এখন আর ভক্তবৃন্দ নিয়মিত মন্দিরে প্রার্থনা সুযোগ পায় না। কিছুদিন আগে দেখা গেছে মন্দিরটি ভেঙ্গে পরে আছে। মন্দির কমিটির লোকজন মন্দিরের প্রবেশ করে সংস্কারের ব্যবস্থা করতে চাইলে আমাদের মন্দির সরিয়ে নিতে বলা হচ্ছে। আমরা সংস্কার করে নিয়মিত পুজা-অর্চনা করতে চাই। ভক্তবৃন্দরা আরও জানান, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীনারায়ন কটন মিলস্ মিলের শ্রমিক-কর্মচারীদের মাঝে হস্তান্তর করেছেন। সেই আদেশে স্পষ্টভাবে লেখা আছে মসজিদ, মন্দির ও জলাশয় সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তাহলে আমাদের কেন মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা করতে দেওয়া হয় না। হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘেœ মন্দিরে প্রবেশ করতে পারে এবং নিয়মিত মন্দিরে প্রার্থণার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগেও ২০১৪ সালে স্বরসতি পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা করেছিল অবৈধ পর্ষদ ও নীট কনসার্ন গ্রুপের সন্ত্রাসী বাহিনী। তারপর থেকে পূজা উদযাপন পরিষদ ও জেলা প্রশাসকের মধ্যস্ততায় দূর্গা পূজা, লক্ষ্মী পূজা ও শ্যামা কালী পূজা করে আসছে মিলটির শেয়ারহোল্ডার ও ভক্তবৃন্দ। এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শিখণ সরকার শিপন বলেন, এ মিলের প্রতিষ্ঠালগ্ন থেকেই এখানে মন্দির এবং সেই মন্দিরে পূজা অর্চণা হয়ে আসছে। এরপর এটাকে জাতীয়করণ হইছে। তারপর এটা পাবলিকের কাছে দিছে, এরপর আবার পাবলিকের কাছ নিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেয়ার হোল্ডারদের কাছে দিছে। নীট কনসার্ন কিছু সেয়ার-হোল্ডার কিনা দেয়াল-টেয়াল দিয়ে মালিক সেজে মন্দিরের কাছে বাধার সৃষ্টি করছে। ওয়াল-টোয়াল টাইন্না ভেকু দিয়া তারা মন্দিরটারে ভাইঙ্গা দিছে। আমি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। এটাতো ঠিক না। এ জায়গাটা উন্মুক্ত থাক। আমি এটার তীব্র নিন্দা জানাইছি, প্রতিবাদ জানাইছি। তিনি আরও বলেন, তাদের জবরধস্তির জন্য এ মন্দিরে আমরা বিগ্রহ স্থাপন করতে পারিনা, পূজা-অর্চনা করতে পারিনা। আজ নিজে সরেজমিনে সেখানে গিয়েছি এবং বইলা দিয়া আসছি, আমার ভক্তবৃন্দদের যেন এখানে বাধা দেয়া না হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ আমার সাথে তাদের বাক বিতন্ডা হয়েছে। হবেই তো, এটাতো তাদের সম্পত্তি না। সে মিল নিছে, মিল চালাক। সে আমার মন্দিরে আসবে কেন? আমি এ বিষয়ে আগামীকাল জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও স্থানীয় এমপি সাহেবকে অবগত করবো। সামনে আমাদের সম্মেলন, সেখানে এ বিষয়টা উপস্থাপন করবো। এটা নিয়া যদি তারা আরও বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯