
ডান্ডিবার্তা রিপোর্ট টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থেকেও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের গতি ফিরছে না। কেন্দ্রীয় ঘোষিত অনেক কর্মসূচিতেই তাদের অনীহা লক্ষ্য করা যায়। আর যেসকল কর্মসূচি পালিত হয় সেগুলোতে নেতাকর্মী সমর্থকদের তেমন একটা অংশগহণ থাকে না। এদিকে মাত্র কয়েকমাস বাকি রয়েছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের। নির্বাচন কেন্দ্রীক আন্দোলনে মাঠের প্রধান বিরোধীদল বিএনপি একের পর এক কর্মসূচীর মাধ্যমে আলোড়ন সৃষ্টি করলেও এর উল্টো পথে রয়েছে ক্ষমতাসীনদল আওয়ামীলীগ। নেতাকর্মীরা মনে করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের মধ্যে দূরত্ব থাকার কারনে ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অনেকটাই কোনঠাসা হয়ে রয়েছে। দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে গুরুত্বপূর্ণ পদে আশীণ থাকা এই দুই নেতার মধ্যে দূরত্ব কমিয়ে আনা না হলে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশংকা করা হচ্ছে। সূত্র বলছে, ২০০৮ সালের নির্বাচনে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে পরাজিত করার মধ্য দিয়ে প্রথমবার, এরপর ২০১৪ সালের দশম জতীয় সংসদ নির্বাচন বিএনপির বর্জনের মধ্য দিয়ে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিশাল ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় রয়ে গেছে আওয়ামীলীগ। আওয়ামীলীগ এই দীর্ঘ মেয়াদ ধরে ক্ষমতায় থাকার পরেও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের থানা কমিটিগুলোতে গতি ফিরেনি। একের পর এক দলীয় কার্যক্রমের মধ্য দিয়েই তাদের দিনকাল অতিবাহিত হচ্ছে। ফলে দীর্ঘ প্রায় দেড় যুগ আগের করা কমিটি দিয়ে চলছে থানা কমিটিগুলোর কার্যক্রম। আর এসকল কমিটিগুলো সভাপতি আর সাধারণ সম্পাদকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। আবার কোনটির ভারপ্রাপ্ত দিয়েই চলছে বছরের পর বছর। ফলে ক্ষমতায় থেকেও তৃণমূল পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ গতি ফিরে পাচ্ছে না। ফলে তাদের দলীয় ঘোষিত কর্মসূচিগুলো প্রায় ফাঁকা থাকে। সেই সাথে দলীয় কর্মসূচি নিয়ে শীর্ষ পর্যারের নেতাদেরও অনীহা লক্ষ্য করা যায়। সর্বশেষ বিএনপির ১০ দফা আন্দোলনের বিপরীতে শান্তি সমাবেশের মাধ্যমে জেলা আওয়ামীলীগ তাদের কর্মসূচী পালন করে আসছে। কেন্দ্রীয় ঘোষনা মোতাবেক কর্মসূচী পালন করা হলেও তা জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই এবং সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল স্বল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে আলাদা আলাদা ভাবে পালন করে আসছেন। আর এজন্যই কর্মসূচী পালন করতে গিয়ে দ্বিধাবিভক্তিতে পড়তে হচ্ছে দলীয় নেতৃবৃন্দকে। যার সূত্র ধরে সর্বশেষ জেলা আওয়ামীলীগের অনেক নেতা, কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের মধ্য দিয়েই এই শান্তি সমাবেশের র্যালী অনুষ্ঠিত হয়। কিন্তু এই র্যালীতে নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শীর্ষ পর্যায়ের নেতাদের চাইতে অন্য নেতাদের ভূমিকা ছিল বেশি। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপি ১০ দফা আন্দোলন পালন করে আসছেন বিএনপি নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দও তাদের কর্মসূচী পালন করে আসছেন। আন্দোলনের নামে বিএনপিসহ তাদের শরীকদলগুলো নির্বাচন কেন্দ্রীক কোন ধরনের নাশকতা না করতে পারে এজন্য কেন্দ্র থেকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সতর্ক থাকার পরামর্শসহ শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপির আন্দোলনকে জবাব দেওয়ার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। কেন্দ্রীয় কর্মসূচি শুরু হওয়ার প্রায় অনেকদিন অতিবাহিত হলেও নাম সর্বস্ব কর্মসূচী পালন করে আসছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের একাধিক শীর্ষ নেতা জানান, ‘কেন্দ্র থেকে নির্বাচন কেন্দ্রীক আন্দোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি ও জামায়াত শিবিরের অরাজকতারোধে সজাগ থাকার জন্য নির্দেশনা দেওয়া হলেও এ বিষয়ে জেলা পর্যায়ে এখন পর্যন্ত কেউ কিছু বলেননি। যতটুৃকুই কেন্দ্রীয় নির্দেশনা পালন করা হচ্ছে রাজণৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রাজনৈতিক গুরুত্বপূর্ণ জোন হিসেবে দেশব্যাপি পরিচিত নারায়ণগঞ্জে তেমন কর্মসূচী পালন করা হচ্ছে না। আর কি কারনে এমনটা হচ্ছে তাও আমরা জানি না। সভাপতি (আব্দুল হাই) ও সাধারণ সম্পাদক (আবু হাসনাত মো: শহীদ বাদল) জানেন হয়তোবা কি কারনে জেলা আওয়ামীলীগের করুন দশা! নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনমতো যেভাবে খুশি সেভাবেই দলকে পরিচালনা করে থাকেন। তারা দলীয় কোন বিষয় নিয়ে অন্যদের সাথে কথা বলেন না। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় নারায়ণগঞ্জ আওয়ামীলীগ প্রতিটি কর্মসূচী পালন করে আসছে। কিন্তু কর্মসূচী পালনকালে সময়ের ব্যবধানে হয়তো বা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদককে আমার পাশে পাই না। আর এ বিষয়টা দলীয় কোন্দল নয় বলেও তিনি দাবি করেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল দলীয় কোন্দলের বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছেন। পূর্বের যে কোন সময় থেকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অনেকটাই শক্তিশালী। পূর্বের মতই বিএনপি জামায়াত শিবিরের আন্দোলনের নামে নাশকতা প্রতিরোধে আওয়ামীলীগের প্রতিটি কর্মী প্রস্তুত রয়েছেন বলে তিনি দাবি করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯