আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৫

রূপগঞ্জে শীতলক্ষ্যা তীরের ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডান্ডিবার্তা | ২০ জুন, ২০২৩ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অভিযান চালিয়ে ৮টি অবৈধ বালুর গদিসহ ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় ৫ টি নৌযানের বিরুদ্ধে ২টি মামলাসহ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নদীর প্রায় ১ কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ১টি এক্সাভেটর (ভেকু) দিয়ে নদী ভরাট করে বালুর ব্যবসা পরিচালনা করায় ৮টি বালুর গদি উচ্ছেদের পাশাপাশি ভরাটকৃত অংশ অপসারণ করা হয়। এসময় একটি ক্রেন, ৮টি বাশের জেটি, পাকা দেয়ালসহ ২২টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর প্রায় ১ কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, এলোপাথাড়ি বার্থিং, মাস্টার সনদ না থাকাসহ নানাবিধ অভিযোগে ৫টি নৌযানের বিরুদ্ধে মেরিন আদালতে মামলাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এমভি তরী তপু ২ কে ৩০ হাজার টাকা, এমভি নওরীন ২ কে ৩০ হাজার টাকা, এমভি খাদিজাকে ১০ হাজার টাকা, এমভি শাফায়েতকে ২০ হাজার টাকা এবং এমভি দিলশাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। গতকাল সোমবার দ্বিতীয় দিনের অভিযানে নদীর পূর্ব তীরে রূপগঞ্জের রূপসী এলাকয় ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় ১ কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা