আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৯

না’গঞ্জ জুড়ে ঈদুল আজহার আমেজ শুরু

ডান্ডিবার্তা | ২০ জুন, ২০২৩ | ১১:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট চাঁদ দেখা গেছে আর মাত্র ১১দিন পর মুসলমাদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এরই মাঝে নারায়ণগঞ্জ জুড়ে বইতে শুরু করেছে ঈদের আমেজ। ঈদকে কেন্দ্র করে সিটি এলাকাসহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। আর হাটে ভিড় জমাচ্ছে পশু প্রেমিরা। নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা ডিআইটি মাঠ, ২নং ঢাকেশ্বরি, নবীগঞ্জ গুদারাঘাট, সৈয়দপুর কয়লার ঘাট ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। আর কয়েকদিনের মধ্যে ধারাবাহীক ভাবে পাটে পশু আসা শুরু করবে বলে মানে করছেন সংশ্লিষ্ঠরা। এদিকে, হাটের বহুদিন আগ থেকেই জমে উঠেছে নারায়ণগঞ্জের বিভিন্ন এগ্রো ফার্ম। সরাসরি ফার্মে গিয়ে কোরবানির পশু কেনার পাশাপাশি অনলাইনেও কেনার ব্যবস্থা রয়েছে এসকল এগ্রো ফার্মে। তাই, অনেকে আগে থেকেই দিয়ে রেখেছেন কোরবানির পশুর বুকিং। অন্যদিকে, এবার নারায়ণগঞ্জ সিটি এলাকায় বসবে ১৮টি কোরবানির পশুর হাট। ইতিমধ্যেই হাটের ইজারার জন্য দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। তিন দিনের জন্য এ সব হাটের অনুমোতি দেয়া হবে। হাট গুলো হলো-নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডে সিআই খোলা বালুর মাঠ, ৩নং ওয়ার্ডে সানারপাড় লিথি গার্মেন্টস সংলগ্ন মৌলতী মো. ফজলুর রহমান এর খালি জায়গা, একই ওয়ার্ডে মাদানী নগর ব্রীজ সংলগ্ন আল-আমিন গার্মেন্টস এর পশ্চিম পাশের বালুর মাঠ, ৪নং ওয়ার্ডের তাজ জুট বেকিং লি. এর পশ্চিম পাশের খালি মাঠ, টাইগার অয়্যার রি-রোলিং মিলস এর মাঠ, ৫নং ওয়ার্ডের ওমরপুর সিদ্ধিরগঞ্জ বাজার রোডের পাশে জালাল উদ্দিন সাহেবের বালুর মাঠ, ৭নং ওয়ার্ডে নাভানা সিটির বালুর মাঠ, ৮নং ওয়ার্ডে গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলস এর খালি মাঠ (রেল-লাইনের পশ্চিম অংশ), ৯নং ওয়ার্ডে জালকুড়ি উত্তর পাড়া দশ পাইপ সংলগ্ন মোতালিব বেপারীর বালুর মাঠ, ওয়াপদা রোডের উত্তর পাশ্বের হাসনাত খিরত আলী মসজিদ সংলগ্ন বালুর মাঠ, ১৯ নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের পেছনে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, ২০নং ওয়ার্ডে সোনারকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, ২১নং ওয়ার্ডে স্কুল ঘাট সংলগ্ন বালুর মাঠ, ২৩নং ওয়ার্ডে পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা, কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি জায়গা, ২৪নং ওয়ার্ডে কাইতাখালি গোলন্দাজ সাহেবের খালি জায়গা, নবীগঞ্জ গুদাড়াঘাট সংলগ্ন খালি জায়গা (খেলার মাঠ ব্যতিত) ও ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা। এদিকে, কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামারিরা। কোরবানির পশু কাটাকাটিতে প্রয়োজন ধারালো দা, বটি, চাপাতি ও ছুরি। পশু জবাইয়ের সরঞ্জামাদি কয়লার চুলায় দগদগে আগুনে গরম পেটানোর টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কালির বাজারের বিভিন্ন কামারশালা। জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা