আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৯

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীরা দাপুটে!

ডান্ডিবার্তা | ২০ জুন, ২০২৩ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও আসামি গ্রেফতার করছে না সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। কোনো এক অদৃশ্য ক্ষমতাবলে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবী ভুক্তভোগীর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো: জহিরুল ইসলাম (৩৬) নামের এক ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়ীক দেনা পাওনা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১২ জুন রাত সাড়ে ৮ টায় তার নাসিক ৮নং ওয়ার্ডস্থ এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় কিশোরগ্যাং লিডার সন্ত্রাসী ইফতিসহ তার ২০-২৫ জন সহযোগী। উক্ত হামলায় ভুক্তভোগী জহিরুল ইসলামসহ তার কর্মচারীরা গুরুতর আহত হন এবং হামলায় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।পাশাপাশি তার অফিসের ক্যাশ বক্সে থাকা নগদ ৯ লাখ ৭০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যান সন্ত্রাসীরা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। ঘটনার তদন্ত করে চার জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত করে ভুক্তভোগী জহিরুল ইসলাম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, নাছিরের ছেলে কিশোর গ্যাং লিডার ইফতি(২৫) ও তার ভাই দিপ্তি (২১), বুলবুলের ছেলে মাসুম (২০), সিফাত (২০) সহ অজ্ঞাত ১৫/২০ জন। এদিকে মামলা দায়েরের একসপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এতে নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন হামলার শিকার হওয়া ব্যবসায়ী। এমন ভয়াবহ হামলা চালিয়েও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াতে দেখে জনমনে তৈরি হয়েছে নানান প্রশ্ন। সচেতন মহলে চলছে তুমুল আলোচনা -সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন যাবত নিজের আধিপত্য তৈরির জন্যে নানান অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে সন্ত্রাসী ইফতি বাহিনী। মারামারি, মাদকের কারবার নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ সকল প্রকার অপকর্মে সরাসরি জড়িত সে। মূলত প্রভাবশালী নেতাদের সহযোগী হিসেবে নিজেদের পরিচয় দেন ইফতি বাহিনী। তার বিরুদ্ধে কথা বললেই হতে হয় হামলাসহ নানা হয়রানির শিকার। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ভুক্তভোগী মো: জহিরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন যাবত শান্তিপ্রিয় ভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। ঐদিন হঠাৎ সন্ত্রাসী কিশোরগ্যাং লিডার ইফতি তার সহযোগীদের নিয়ে এসে আমার প্রতিষ্ঠানে হামলা চালায়। পরবর্তীতে আমি তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। তবে একসপ্তাহ পার হয়ে গেছে অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। উল্টো আমাকেই নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশ্বাস রেখে আমরা সাধারণ মানুষ ব্যবসা করে থাকি। আমাদের নিরাপত্তা তো তারাই দিবেন। আমি চাই হামলাকারীদের শাস্তির আওতায় আনা হোক।মামলা হওয়া সত্বেও আসামি কেনো গ্রেফতার করা হচ্ছে না জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা