আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৯

ত্যাগী নেতারা পুরস্কৃত হবেন কবে?

ডান্ডিবার্তা | ২০ জুন, ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শামীম ওসমানকে ঠেকাতে গিয়ে মধ্যরাতে কোরবানী হয়েছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এড.তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তে সিটি করপোরেশনের নির্বাচন থেকে সরে গিয়ে ডাঃ সেলিনা হায়াত আইভীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র হওয়ার সুযোগ করে দেন বিএনপির নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত এড. তৈমুর আলম খন্দকার। সর্বশেষ সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিস্কৃত হয়েছেন তিনি। দলের সিগনাল পেয়ে নির্বাচনে অংশ নিলেও পরবর্তীতে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দলের সব পদ হারাতে হয়। তৈমুর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়টি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও জানেন না। সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তৈমুরের খোঁজ নিয়েছেন তিনি। দলের বাইরে রয়েছে মহানগর বিএনপির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক এটিএম কামাল। সম্প্রতি জেলা বিএনপির কাউন্সিলের আগে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা প্রত্যাহার করে গোলাম ফারুক খোকনকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে সুযোগ করে দিয়েছেন মাশুকুল ইসলাম রাজিব। প্রশ্ন উঠেছে, দলের জন্য ত্যাগ স্বীকার করে এর প্রতিদান হিসেবে কি পাচ্ছেন এসব নেতারা? দলের ত্যাগী এবং কর্মীবান্ধব নেতাদের বহিষ্কার কিংবা যোগ্য পদে আসতে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন প্রশ্ন বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের। সূত্রমতে, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ বিএনপিকে চাঙ্গা রাখতে গুলিরমুখে দাঁড়িয়েছে, গুলিও খেয়েছে। কিন্তু দল তাঁর অবদানের কথা অস্বীকার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৈমুর আলমের পুরো পরিবার বিএনপির জন্য নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত। সেই পরিবার এখন কোনঠাসা করে রেখেছে এমন অভিযোগ তৈমুর অনুসারীদের। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। সর্বশেষ নাসিক নির্বাচনে তৈমুর আলমের পক্ষ নেয়ার অভিযোগে তাকেও দল ছাড়া করা হয়। তবে রহস্যজনক কারণে তৈমুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মনিরুল আলম রবি এখনো বিএনপিতে বহাল রয়েছে। সর্বশেষ দলের জন্য ত্যাগ স্বীকার করেছে সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব। এখন প্রশ্ন উঠেছে দলের জন্য ত্যাগ স্বীকার করা এসব নেতারা কবে পুরস্কৃত হবেন?




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা