আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২২

রোগী সেবায় ডাক্তারদের আন্তরিক হতে হবে: সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ২১ জুন, ২০২৩ | ১০:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, ডাক্তারদের রোগী সেবাদানে আন্তরিক হতে হবে। ওষুধের চেয়ে রোগীরা ডাক্তারের আচরণে অনেকটা সুস্থ্যতা বোধ করেন। কারণ সরকারি হাসপাতালগুলিতে যারা আসেন তারা গরীব শ্রেনীর রোগী। তাই তাদের চিকিৎসা সেবাদানে ডাক্তাররা আন্তরিক হতেই হবে। রোগী সেবার নামে বানিজ্য নয়। একসাথে বসে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যায়। কারণ মানুষ ডাক্তারদের উপর অনেক আস্থা রাখে। গতকাল মঙ্গলবার দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেশ অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সহকারি কমিশনার (ভ’মি) মনসা রানী কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তা বেগম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, মহিলালীগ নেত্রী ইসরাত জাহান স্মৃতি। অনুষ্ঠানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন হাসপাতালের ইনচার্জ ডা. বেলায়েত হোসেন। তিনি বলেন, হাসপাতালে রোগীর সেবাদানের জন্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন। যেমন এক্স-রে মেশিন অকেজা, আল্ট্রা¯েœাগ্রাম, একটি এ্যাম্বোল্যান্সসহ কম্পিউটার ও এ্যাম্বোল্যান্স রাখার গ্যারেজ। যারা জরুরী হয়ে পড়েছে। তার বক্তব্যের পর এমপি সেলিম ওসমান এ সকল সমস্যা সমাধানের আশ্রাস দেন। এর আগে তিনি হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। স্কুলের অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নাসির উদ্দিন, জাকির হোসেন, মোজ্জামেল হক, আশরাফ উদ্দিন আশু হাজী, আওয়ামী লীগের নেতা ও স্কুল কমিটির সদস্য হাজী আব্দুস সামাদ, মহিলা প্রতিনিধি সিমলা আক্তার, শিক্ষক আব্দুল আউয়াল খোকন, মনির হোসেন, দেলোয়ার হোসেনসহ শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। স্কুলে প্রধান অতিথি হিসেবে সেলিম ওসমান বলেন, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি অসুস্থ। আর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন আমি চাই হাজ্বী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন এমপি মন্ত্রী কিংবা ডিসি হবে তাই তোমার সুন্দর মতো পড়া শোনা করবে ভবিষ্যৎ তোমারই ভালো রেজাল্ট করো আমি তোমাদের জন্য শিক্ষা সফর সহ যা কিছু দরকার স্কুলের জন্য আমি করবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি আরো বলেন, দেশ উন্নত হচ্ছে। উন্নত রাষ্ট্রের জন্য প্রয়োজন সু-শিক্ষা। একজন শিক্ষিত জাতীয় পারে সকল কিছুর পরিবর্তন ঘটাতে। শিক্ষার কোন বিকল্প নেই। যেমন সরকার নতুন ভবন দিয়েছে ঠিক তেমনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে এটাই আমার চাওয়া। সে সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম মৃধা, কুদ্দুস মৃধা, মহানগর ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজু আহমেদ সুজন, ফারুক প্রধান, আরাফাত কবির ফাহিম, পিয়াস মৃধা ও হাজ্বী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ শিক্ষার্থীবৃন্দ। সভাপতি মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা