আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

না’গঞ্জে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে

ডান্ডিবার্তা | ২১ জুন, ২০২৩ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ-বিএনপির বাইরে বহু রাজনৈতিক দল। এক্ষেত্রে সবচেয়ে বেশি নজর কাড়ছে ইসলামি বিভিন্ন সংগঠন বা দলগুলো। নারায়ণগঞ্জেও এর ব্যতিক্রম নয়। হটাৎ করেই ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে ইসলামি আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলাম, হেফাজতে ইসলামের মতো বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল। খোঁজ নিয়ে জানা গেছে, আগে অভ্যন্তরে ঐক্য-অনৈক্য থাকলেও, সম্প্রতি বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার পর প্রকাশ্যে ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে দল গুলো। এ নিয়ে গত, ১৫ জুন জমিয়েতে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের ব্যানারে এক আলোচনা সভার আয়োজনও করা হয়। সেখান নারায়ণগঞ্জের ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক হেফাজত নেতা ও জমিয়েতে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। এসময় তার কথার সাথে একমত প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। আলোচনা সভার পরের দিন, শুক্রবার বাদ জুম্মা নগরী ডিআইটি মসজিদে সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় এক সমাবেশের আয়োজন করে ইসলামি আন্দোলন। যাতে অতিথি হিসেবে যুক্ত হয় নারায়ণগঞ্জের বহু রাজনৈতিক দলের নেতাকর্মী। ঐক্যবদ্ধ হওয়াসহ একসাথে আন্দোলন সংগ্রামের বিভিন্ন বার্তাও শোনা যায় ওই সমাবেশ থেকে। সুত্র মতে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে ইসলামি দলগুলো। আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি আলাদা ভাবে নিজেদের অবস্থান তৈরি করতে চাচ্ছে সংগঠন বা দল গুলোর নীতি নির্ধারকরা। অতীত অভিজ্ঞতায় তারা দেখেছে ‘একলা চল’ নীতির ফল ভালো হয়নি ইসলামী দলগুলোর। তাই আগামীতে জোটবদ্ধ হয়ে নির্বাচনি লড়াইয়ে নামার বিষয়ে জোর দিচ্ছে তারা। এ বিষয়ে এক বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জে আগের চেয়ে আরও গতিশীল হয়ে হেফাজত জাগবে। আগে যে রূপ ছিলো তার চেয়ে বেশি গতিতে আমাদের মাঠে-ময়দানে দেখতে পারবেন। ইসলামি আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, ওলামা পরিষদ; আমরা একত্রিত হয়ে কাজ করলে, সামনের বাংলাদেশ ইসলামের পক্ষেই হবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা