
ডান্ডিবার্তা রিপোর্ট সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পূর্বের কমিটিতে বহাল থাকা জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই এবং আবু হাসনাত শহীদ বাদলকে সাধারন সম্পাদক করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। সম্মেলনের কয়েকদিন না পেরুতেই আংশিক কমিটির প্রভাবশালী দুই নেতার মধ্যে দ্বন্ধের বিষয়টি নেতা কর্মীদের মাঝে ফুটে উঠে। জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক পৃথকভাবে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এঘটনার পর থেকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃত্বে বলয় ভিত্তিক ভাবে পরিচালিত হয়ে থাকে। এরপর থেকে আলাদা আলাদাভাবে দলীয় কর্মসূচীগুলো পৃথক ভাবে পালন করে আসছে সভাপতি ও সাধারন সম্পাদকের বলয়ে থাকা নেতৃবৃন্দ। সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে দায়িত্বহীন এমন কর্মকান্ডের ফলে অনেকটা হতাশ হয়ে পড়ে জেলা আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দ। এমনকি চলতি বছরের ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় আলাদা আলাদা ভাবে। সম্মেলন হওয়ার পর থেকে জেলা আওয়ামীলীগের এ অবস্থা চলমান থাকায় নারায়ণগঞ্জের রাজনীতি আওয়ামীলীগের নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে তৃণমূল আওয়ামীলীগের পক্ষ থেকে। অপরদিকে জেলা আওয়ামীলীগের প্রভাবশালী এ দুই নেতার কোন্দলের প্রভাব ছড়িয়ে পড়ছে আওয়ামীলীগের রাজনীতিতে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে যাচ্ছে মাঠের প্রধান বিরোধীদল বিএনপি। ১০ দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচীগুলোতে নারায়ণগঞ্জ বিএনপি যেখানো তাক লাগানো সমাবেশের মাধ্যমে নারায়ণগঞ্জের রাজপথ দখলে নিয়ে যাচ্ছে অপরদিকে বিএনপির নৈরাজ্য প্রতিরোধে জেলা আওয়ামীলীগের সভাগুলোতে কর্মীর চেয়ে নেতাদের সংখ্যাই চোখে পড়ছে। মূলত কর্মীহীনভাবে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের কর্মসূচী নাম সর্বস্ব পালন করে আসছে। আর এর ফলে দলতো চাঙ্গা হচ্ছেই না উল্টো তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে যাচ্ছে। এক সময়ের আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ বিএনপির ঘাটিতে পরিনত হচ্ছে। দ্বাদশ নির্বাচনের আগমুহুর্তে জেলা আওয়ামীলীগের প্রভাবশালী এ দুই নেতার দ্বন্ধ নিরসন করা না হলে এর প্রভাব নির্বাচনে পড়ার শংকা প্রকাশ করা হচ্ছে দলের সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে। এদিকে, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের মধ্যে মত বিরোধের বিষয়ে জানতে চাওয়া হলে জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, আমাদের মাঝে কোন্দল নেই। আমরা একসাথেই সাংগঠনিক কার্য্যক্রম পরিচালনা করার উদ্যোগও গ্রহন করে থাকি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সঠিক সময়ে সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল দলীয় কর্মসূচীতে পাওয়া যায় না। এদিকে পূর্ব নির্ধারিত সময়ে আমরা উপস্থিত হয়ে যখন মিছিল নিয়ে রাজপথে অবস্থান করি তখন শুনতে পাই সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল নাকি পৃথকভাবে কর্মসূচী পালন করেছেন। তবে, যাই হউক’ এটাকে আমরা কোন্দল বলতে পারি না। মূলত আমি সঠিক সময়ে উপস্থিত থাকলে বাদলকে কর্মসূচীতে দেখতে পাই না। আর এটা আমার দুর্ভাগ্য। অপর এক প্রশ্নে আঃ হাই বলেন, এ বিষয়ের প্রভাব সাধারন নেতদাকর্মীদের মাঝে পড়বে না। জেলা আওয়ামীলীগের পূনাঙ্গ কমিটি গঠন হওয়ার পর দলের মধ্যে যে অরাজকতা দেখা যাচ্ছে তা আর থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের সাথে যোগযোগ করার চেষ্টা করে হলেও তিনি তারি ব্যাক্তিগত মোবাইল ফোনটি রিসিভ করেননি। সূত্রমতে, দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সকল জেলার কমিটি ঢেলে সাজানোর নির্দেশনা আসে আওয়ামীলীগের হাই কমান্ড থেকে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই গত বছরের অক্টোম্বর নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পূর্বের কমিটির দায়িত্বে থাকা সভাপতি আঃ হাই এবং সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলকে বহাল রেখে আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রমুখ বক্তব্য রাখেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯