আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৯

মহানগর বিএনপির সম্মেলন নিয়ে যে সকল বাধা

ডান্ডিবার্তা | ২২ জুন, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মেলন কোরবানি ঈদের আগে হচ্ছে না শোনা গেছে। ঈদের পরই দুই পক্ষকে সমঝোতায় এনে তাদের মধ্যে সম্মেলন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নেতারা। সরকার পতন আন্দোলনে মহানগর বিএনপিকে শক্তিশালী করার জন্য দুই পক্ষকে একত্রে করার নির্দেশ দেওয়া হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সদর, বন্দর থানা ও উপজেলা কমিটি ও ওয়ার্ড সম্মেলনে যাদের নির্বাচিত করা হয়েছে তাদের সংগঠনকে শক্তিশালী করার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে বিদ্রোহী গ্রুপের যে সব ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হয়েছে সেখানে প্রবীণদের সাথে নবীনদের একত্রে করা হয়েছে বলে জানা গেছে। মহানগর বিএনপির সম্মেলনে সভাপতি পদে আলোচনায় উঠে এসেছেন আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকটে সরকার হুমায়ূন, আব্দুর সবুর খান সেন্টু, হাজী নুরুউদ্দিন (অব্যাহতিপ্রাপ্ত) ও আতাউর রহমান মুকুল (অব্যাহতিপ্রাপ্ত)। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক ফতেহ আলী রেজা রিপন, এম এইচ মামুন, সদস্য কাউন্সিলর শওকত হাসেম শকু, আমিনুল ইসলাম মিঠু ও বন্দর থানা বিএনপির সভাপতি কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ। মহানগর বিএনপির দুই পক্ষের সম্মিলিত কাউন্সিলর এর মাধ্যমে নির্বাচন করা হলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হতে পারে। ২০২২ সালে ১৩ সেপ্টেম্বরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে যারা আছেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান মুকুল, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন, যুগ্ম আহ্বায়ক আবু কাওসার আশা, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের ৬ দিনের মাথায় ৪ যুগ্ম-আহ্বায়কসহ ১৫ নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন, আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশা, সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, ফারুক হোসেন, হাজী ফারুক হোসেন, হান্নান সরকার, আওলাদ হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু। মহানগর বিএনপির একাধিক নেতা সূত্রে জানা গেছে, মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্যে সকলেই সক্রিয় রয়েছেন। দুইটি গ্রুপ হওয়ায় প্রতিযোগিতা দৌড়ে সকলে একত্রে রয়েছেন। এর মধ্যে সাখাওয়াত-টিপু নেতৃত্বে থানা, উপজেলা ও ওয়ার্ড কমিটি সম্মেলনে গঠন করা হয়েছে, সেখানে অনেক প্রশ্নবিদ্ধ রয়েছে। তারাই আগামীতে মহানগরের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারে সে জন্য এভাবে সম্মেলন পরিচালনা করা হয়েছে। বিএনপি রাজনীতি ধ্বংস করে, নিস্ক্রিয় নেতাদের হাতে বিএনপির ওয়ার্ড কমিটিগুলো তুলে দেয়া হয়েছে। সকল তালিকা ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে উপস্থাপন করা হয়েছে। সাখাওয়াত-টিপুর হাতে করা দুইটি থানা, একটি উপজেলা ও ওয়ার্ড কমিটি যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন তাদের অনেকেই বিএনএফ, বিদিশা এরশাদের দল ও নিস্ক্রিয় নেতা। এসব নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় থাকার জন্য মাঠে নেমেছেন। ইতিমধ্যে বিএনএফ জেলা সদস্য সচিব বতর্মানে জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অন্যদিকে বিএনএফ জেলা আহবায়ক আবু আল ইউসুফ খান, যুগ্ম আহবায়ক আনোয়ার প্রধানসহ কয়েকজনের নামে কারণ দর্শানো নোটিশের অপেক্ষায় রয়েছে নেতা-কর্মীরা। তারা আরো জানান, মহানগর বিএনপিকে শক্তিশালী করার জন্য আহবায়ক কমিটির সকল সদস্য প্রস্তুত রয়েছে। এখানে মূলধারা ও বিদ্রোহী গ্রুপ বলতে কিছু থাকবে না। সকলের ঐক্যভাবে মহানগর বিএনপিকে একত্রিত করা হবে। আহবায়ক কমিটি গঠনের পর থেকে সাখাওয়াত ও টিপুর একক ক্ষমতায় কমিটিগুলো দেয়া হয়েছে। নিজেদের পছন্দের লোকদের থানা, উপজেলা ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। মহানগর বিএনপির ৪১ সদস্য ছাড়া আরো অনেক শক্তিশালী নেতা রয়েছে দায়িত্ব নেয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে তার টিম দিয়ে মহানগরের সকল বিষয় খোঁজখবর নিয়েছেন। মূলধারা বিএনপি চলছে মহানগর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল (একাংশ) নেতাদের নিয়ে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা