আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১১

গোপালদীতে হালিম সিকদার জয়ী

ডান্ডিবার্তা | ২২ জুন, ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিপুল ভোটের ব্যবধানে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রার্থী এম এ হালিম সিকদার। তিনি পেয়েছেন ১৫ হাজার ৬৫ ভোট। আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনে গতকাল বুধবার রাতে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। তাঁর নিকটতম প্রার্থী তানভীর আহমেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট, এরপর জগ প্রতীক নিয়ে মো. আবুল মনসুর পেয়েছেন ১ হাজার ৭৬৬ ভোট ও মোবাইল ফোন প্রতীকে মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৩৬ ভোট। গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ২১ জুন গোপালদী পৌরসভার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল ২৩ মে, মনোনয়নপত্র বাছাই ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহার হয়েছে ১ জুন। রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, গোপলদী পৌরসভায় ভোটারের সংখ্যা ৩৫ হাজার ৬০৬ ভোট। পুরুষ ভোটারের সংখ্যা ১৮ হাজার ৫৬৬ এবং নারী ভোটারের সংখ্যা ১৭ হাজার ৭২। নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩টি সাধারণ মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটানির্ং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ র‌্যাব, বিজিবিসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। ভোটকেন্দ্রে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, গোপালদী পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করে সন্তুষ্ট প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বিকালে সাংবাদিকদের জানান, নির্বাচনে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা