আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:০৯

স্বর্ণ খোঁজার আড়ালে মাদক ব্যবসা

ডান্ডিবার্তা | ২২ জুন, ২০২৩ | ১২:১৯ অপরাহ্ণ

ডান্ডিবাকর্তা রিপোর্ট ‘স্বর্ণ খোঁজার পেশার আড়ালে মাদকের রমরমা ব্যবসা’ করতেন একটি চক্র। পরে সে সকল মাদক নিয়ে বিক্রি করতেন নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায়। মুন্সিগঞ্জের লৌহজং পূর্ব বুড়দিয়ার পয়সা কোল্ড স্টোরেজ এর সামনে থেকে গত মঙ্গলবার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের হেফাজত হতে সাড়ে ৩৪ কেজি গাঁজা, ৫টি আচরা, কৌশলে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত স্বর্ণ খোজার ৫টি খেচি এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৮৫ টাকাসহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খড়িয়ার মৃত জুলহাসের ছেলে বাগদাদ হোসেন (৩৫), মৃত ছয়ার আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে পেটু (৪২), মৃত মাজু মিয়ার ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৬), মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ মাসুদ (৪০) ও মো. মোতালেবের ছেলে মো. আমিনুল ইসলাম (২০)। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত স্বর্ণ খোঁজার পেশার আড়ালে তাদের ব্যবহৃত স্বর্ণ খোঁজার খেচিতে গোপনে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহণের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গত ২০ জুন গ্রেপ্তারকৃত আসামীদেরকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাথীন পূর্ব বুড়দিয়া পয়সা কোল্ড স্টোরেজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে আটক করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা