আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১০

অনৈক্যে পিছিয়ে না’গঞ্জ আ’লীগ

ডান্ডিবার্তা | ২৪ জুন, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অনৈক্যে পিছিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। ক্ষমতার সাড়ে ১৪ বছরেতো নয়ই, নির্বাচনী বছরেও পারেনি মূল দল কিংবা অঙ্গ সংগঠনগুলো গুছাতে। এ নিয়ে দলের তৃণমূলে চাপা ক্ষোভ রয়েছে। কিন্তু, তৃনমূলের দাবী বারবার উপেক্ষিত থেকেই যাচ্ছে। দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে, নির্বাচনের দিন সামনে যতো ঘনিয়ে আসছে নেতাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ততোই বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিতে সংশ্লিষ্টরা জানায়, তিনবার টানা ক্ষমতায় থেকেও দলের শীর্ষ নেতারা মূল দল কিংবা অঙ্গ সংগঠনগুলো নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। নতুন করে নেতা তৈরি হয়নি আওয়ামী লীগে। অনেক যোগ্যতা সম্পন্ন নেতা পদের বাইরে রয়েছে। সম্মেলনের ধারাবাহিকতা ধরে রাখা গেলে আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনে নতুন নেতৃত্ব গড়ে উঠতো। কিন্তু হয়েছে তাঁর উল্টোটা। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। প্রশ্ন উঠেছে দলের দায়িত্বশীল নেতাদের দায়িত্ববোধ নিয়েও। জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হলেও এখন পর্যন্ত পূর্নাঙ্গ কমিটি গঠন করতে পারেনি শীর্ষ দুই নেতা। পৃথক কমিটির তালিকা জমা দেয়ায় এ নিয়ে কেন্দ্রীয় নেতারাও ক্ষুদ্ধ। জেলা আওয়ামীলীগের দুই নেতার মধ্যে দ্বন্দ্ব প্রকাশের পাশাপাশি তাঁদের ব্যর্থতাও ফুটে ওঠেছে। এদিকে, পূর্ণাঙ্গ কমিটি করতে জেলা আওয়ামী লীগের দুই নেতাকে তাগিদ দিয়েছেন দলের হাইকমান্ড। দুই নেতা দুই মেরুর হওয়ায় জেলা আওয়ামীলীগের সম্মেলনের ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তা কয়েক মাস অতিবাহিত হয়েছে। দুই নেতার দ্বন্দ্বকে ঘিরে দলের সাধারণ নেতাকর্মীরা বিব্রত-বিরক্ত। দুই নেতার মতানৈক্যের ফলে জেলা আওয়ামীলীগ পিছিয়ে যাচ্ছে এমন দাবি আওয়ামীলীগের তৃনমূলের নেতাকর্মীদের। সূত্রমতে, জেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে দুই নেতা নির্বাচিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনে পিছিয়ে আছে দুই নেতা। নিজের বিরোধ নিয়ে ব্যস্ত থাকায় জেলা আওয়ামীলীগ পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না। ফলে সাংগঠনিক ভাবে ক্ষমতাসীন দলটি পিছিয়ে রয়েছে। ক্ষমতার স্বাদ উপভোগ করলের সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করতে কেউ দায়িত্ব নিয়ে কাজ করছে না। জেলা আওয়ামীলীগের পাশাপাশি মহানগর আওয়ামীলীগেও একই অবস্থা বিরাজ করছে। মহানগরের দুই নেতা দুই মেরুর হওয়াতে সমন্বয়হীনয় ভূগছে সংগঠনটি। মেয়াদ শেষ হওয়া মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন করতে পারছে না শীর্ষ দুই নেতা। ফলে সাংগঠনিক ভাবে দূবর্ল হয়ে গেছে মহানগর আওয়ামীলীগ। এখানেই শেষ নয়। মূল দলের পাশাপাশি অঙ্গ সংগঠনেরও একই হাল বিরাজ করছে। দীর্ঘদিন ধরে অঙ্গ সংগঠনগুলো থমকে আছে। ফলে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে না। দলের তৃনমূলের দাবি, নির্বাচনের বছরে দলকে চাঙা করতে ঐক্যের কোন বিকল্প নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা