
ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে পুরোনো দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় দুই তরুণ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল শুক্রবার দুপুরে চনপাড়ার অফিস ঘাট সড়কে হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুদজন হলেন- পুনর্বাসন কেন্দ্রের চার নম্বর ওয়ার্ডের মৃত বাদল মিয়ার ছেলে বাবলু মিয়া (২০) ও ছয় নম্বর ওয়ার্ডের আজহার মোল্লার ছেলে মো. মাসুম (২২)। দুপুর দুইটার পর তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, বাবলু মিয়ার পায়ে এবং মাসুমের কোমড়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ বাবলু মিয়া বলেন, দদুপুরে জুমার নামাজ শেষে ৬ নম্বর ওয়ার্ডের অফিস ঘাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী মো. রায়হান ও তার অনুসারীরা আমাদের উপর হামলা চালায়। উপনির্বাচনে জয়নাল ভাইদর পক্ষে কাজ করছি বলে আমাদের উপর এ হামলা করা হইসে। রায়হান নির্বাচনে বিজয়ী সমসের আলীর ঘনিষ্ঠজন। আমাদের উপর হামলা করার আগে সমসের আলীর বিজয় মিছিলেও ছিল রায়হান ও তার লোকজন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, রায়হান ও তার লোকজন নামাজের পরপরই হামলা চালায়। হামলা থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় হামলাকারীদের গুলিতে দুদজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুদজনকে নিজের অনুসারী বলে দাবি করেছেন জয়নাল আবেদীন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে সমসের আলীর সাথে তার দীর্ঘদিনের বিরোধ। গত ১২ জুন কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে সমসের আলীর প্রতিদ্বন্দ্বী ছিলেন জয়নাল। নির্বাচনে পরাজিত হয়ে এলাকায় কোনঠাসা সে। জয়নাল বলেন, তার সাথে বিরোধের জেরেই তার অনুসারী লোকজনের উপর হামলা করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, সদ্য নির্বাচিত ইউপি সদস্য সমসের আলীর বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। থানায় তার বিরুদ্ধেও মাদক, ডাকাতি, মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার অনুসারী রায়হান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকা-ের পর রায়হানকে আটকও করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জামিনে বেরিয়ে আসলেও পুলিশের তৎপরতায় এলাকায় পুরোনো অবস্থান নিশ্চিত করতে পারেনি। সমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় পুরোনো আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে রায়হান। হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত মো. রায়হানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। জানতে চাইলে সদ্য নির্বাচিত ইউপি সদস্য সমসের আলী বলেন, দগুলির খবর শুনেছি। তবে এ ঘটনার সাথে নির্বাচন বা আমার কোন সম্পৃক্ততা নেই। রায়হানের বিষয়টিও আমি জানি না। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দগদ সার্কেল) আবির হোসেন বলেন, দগুলিতে দুদজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় অভিযুক্ত রায়হান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সে একাধিকবার গ্রেপ্তারও হয়েছে। হামলার ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯