আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১০

ফের চনপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

ডান্ডিবার্তা | ২৪ জুন, ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে পুরোনো দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় দুই তরুণ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল শুক্রবার দুপুরে চনপাড়ার অফিস ঘাট সড়কে হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুদজন হলেন- পুনর্বাসন কেন্দ্রের চার নম্বর ওয়ার্ডের মৃত বাদল মিয়ার ছেলে বাবলু মিয়া (২০) ও ছয় নম্বর ওয়ার্ডের আজহার মোল্লার ছেলে মো. মাসুম (২২)। দুপুর দুইটার পর তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, বাবলু মিয়ার পায়ে এবং মাসুমের কোমড়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ বাবলু মিয়া বলেন, দদুপুরে জুমার নামাজ শেষে ৬ নম্বর ওয়ার্ডের অফিস ঘাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী মো. রায়হান ও তার অনুসারীরা আমাদের উপর হামলা চালায়। উপনির্বাচনে জয়নাল ভাইদর পক্ষে কাজ করছি বলে আমাদের উপর এ হামলা করা হইসে। রায়হান নির্বাচনে বিজয়ী সমসের আলীর ঘনিষ্ঠজন। আমাদের উপর হামলা করার আগে সমসের আলীর বিজয় মিছিলেও ছিল রায়হান ও তার লোকজন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, রায়হান ও তার লোকজন নামাজের পরপরই হামলা চালায়। হামলা থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় হামলাকারীদের গুলিতে দুদজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুদজনকে নিজের অনুসারী বলে দাবি করেছেন জয়নাল আবেদীন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে সমসের আলীর সাথে তার দীর্ঘদিনের বিরোধ। গত ১২ জুন কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে সমসের আলীর প্রতিদ্বন্দ্বী ছিলেন জয়নাল। নির্বাচনে পরাজিত হয়ে এলাকায় কোনঠাসা সে। জয়নাল বলেন, তার সাথে বিরোধের জেরেই তার অনুসারী লোকজনের উপর হামলা করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, সদ্য নির্বাচিত ইউপি সদস্য সমসের আলীর বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। থানায় তার বিরুদ্ধেও মাদক, ডাকাতি, মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার অনুসারী রায়হান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকা-ের পর রায়হানকে আটকও করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জামিনে বেরিয়ে আসলেও পুলিশের তৎপরতায় এলাকায় পুরোনো অবস্থান নিশ্চিত করতে পারেনি। সমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় পুরোনো আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে রায়হান। হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত মো. রায়হানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। জানতে চাইলে সদ্য নির্বাচিত ইউপি সদস্য সমসের আলী বলেন, দগুলির খবর শুনেছি। তবে এ ঘটনার সাথে নির্বাচন বা আমার কোন সম্পৃক্ততা নেই। রায়হানের বিষয়টিও আমি জানি না। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দগদ সার্কেল) আবির হোসেন বলেন, দগুলিতে দুদজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় অভিযুক্ত রায়হান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সে একাধিকবার গ্রেপ্তারও হয়েছে। হামলার ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা