আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:০৯

না’গঞ্জে জমেছে ভ্রাম্যমাণ বাহারি আমের বাজার

ডান্ডিবার্তা | ২৪ জুন, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আমের ভরা মৌসুম এখন। পাইকারি বাজার থেকে স্থানীয় পাড়া, মহল্লা সবখানেই যেন চলছে আমের রাজত্ব। নারায়ণগঞ্জের সড়ক, অলি-গলিতে বসেছে ভ্রাম্যমাণ আমের বাজার। কেউ বিক্রি করছেন ভ্যানে করে, আবার কেউ রাস্তার পাশে খোলা কেরেটে (প্লাস্টিকের বক্স) করে বিক্রি করছেন এই মৌসুমি রসালো ফল। আর এসব ব্যবসায়ীর মূল ক্রেতা হচ্ছে অফিস ফেরত কর্মজীবীরা। সারাদিন কাজ শেষ করে বাসায় ফেরার পথে চোখের সামনে আম দেখামাত্রই দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। এলাকাভেদে এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ী প্রতি কেজি হাড়িভাঙ্গা আম বিক্রি করছেন ৭০-৮০ টাকা, হিমসাগর ৮০-৯০ টাকা, আর আম্রপালি ৫০-৭০ টাকায়। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ভ্রাম্যমাণ আম বিক্রির এমন চিত্র দেখা গেছে। আম বিক্রেতা মো. বিল্লাল হোসেন জানান, বাড়ির মালিকের গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে তাদের আমের বাগান আছে। এ বছর আমের ফলন ভাল হওয়াতে তাকে দিয়ে বাসার নিচে আম বিক্রি করাচ্ছেন। আম্রপালি এবং হাড়িভাঙ্গা আম বিক্রি করছেন প্রতিকেজি ৭০ টাকায়। আর ল্যাংড়া প্রতিকেজি ৬০ টাকায়। বিল্লাল হোসেন বলেন, নিজস্ব বাগানের আম হওয়ায় পরিচিত লোকজনের কাছে বেশি বিক্রি হচ্ছে। যারা একবার কিনছেন ঘুরেফিরে তারাই বারবার নিয়ে যাচ্ছেন। দিনে গড়ে দেড়শ কেজি আম বিক্রি হয়। বর্তমানে ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা আমের সিজন শেষের দিকে। আম্রপালির সিজন শুরু হয়েছে কিছু দিন আগে। এই আম বাজারে আরও দুই থেকে আড়াই মাস পাওয়া যাবে। বর্তমানে আমের দাম কেমন জানতে চাইলে এই বেসরকারি চাকরিজীবী মাসুদুল আলম বলেন, শুনেছি ফলন ভালো হয়েছে। কিন্তু সে তুলনায় দাম বেশি মনে হচ্ছে। আমি আজ যে হিমসাগর আম কিনেছি, ছোটবেলায় জানতাম এটা গুটিআম। কিন্তু তারা এখন হিমসাগর বলে বিক্রি করছে। এটা প্রকৃতপক্ষে হিমসাগর না। রিকশাভ্যানে করে দেড় মাস যাবত আম বিক্রি করছেন মো. সজিব। এই মৌসুমে আম বিক্রি করে ভালই লাভ হয়েছে তার। গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার টাকা লাভ থাকছে। যে কারণে অনেকটাই খুশি। তিনি বলেন, এ বছর ভালই আম বিক্রি হয়েছে। আমরা রিকশাভ্যানে আম বিক্রি করি, তাই কম লাভেই ছেড়ে দেই। যে কারণে বেচা-বিক্রি ভালই হচ্ছে। বর্তমানে ৭০ টাকা কেজিতে হিমসাগর আম বিক্রি করছি। এই আমটা বাজারে অল্প কিছুদিন হয়েছে আসা শুরু করল। ঈদের পরও এই আম বাজারে পাওয়া যাবে। হিমসাগর আম খেতে অনেক ভাল এবং দামও তুলনামূলক কম, তাই ক্রেতাদের পছন্দের শীর্ষে এই আম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা