
ডান্ডিবার্তা রিপোর্ট আমের ভরা মৌসুম এখন। পাইকারি বাজার থেকে স্থানীয় পাড়া, মহল্লা সবখানেই যেন চলছে আমের রাজত্ব। নারায়ণগঞ্জের সড়ক, অলি-গলিতে বসেছে ভ্রাম্যমাণ আমের বাজার। কেউ বিক্রি করছেন ভ্যানে করে, আবার কেউ রাস্তার পাশে খোলা কেরেটে (প্লাস্টিকের বক্স) করে বিক্রি করছেন এই মৌসুমি রসালো ফল। আর এসব ব্যবসায়ীর মূল ক্রেতা হচ্ছে অফিস ফেরত কর্মজীবীরা। সারাদিন কাজ শেষ করে বাসায় ফেরার পথে চোখের সামনে আম দেখামাত্রই দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। এলাকাভেদে এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ী প্রতি কেজি হাড়িভাঙ্গা আম বিক্রি করছেন ৭০-৮০ টাকা, হিমসাগর ৮০-৯০ টাকা, আর আম্রপালি ৫০-৭০ টাকায়। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ভ্রাম্যমাণ আম বিক্রির এমন চিত্র দেখা গেছে। আম বিক্রেতা মো. বিল্লাল হোসেন জানান, বাড়ির মালিকের গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে তাদের আমের বাগান আছে। এ বছর আমের ফলন ভাল হওয়াতে তাকে দিয়ে বাসার নিচে আম বিক্রি করাচ্ছেন। আম্রপালি এবং হাড়িভাঙ্গা আম বিক্রি করছেন প্রতিকেজি ৭০ টাকায়। আর ল্যাংড়া প্রতিকেজি ৬০ টাকায়। বিল্লাল হোসেন বলেন, নিজস্ব বাগানের আম হওয়ায় পরিচিত লোকজনের কাছে বেশি বিক্রি হচ্ছে। যারা একবার কিনছেন ঘুরেফিরে তারাই বারবার নিয়ে যাচ্ছেন। দিনে গড়ে দেড়শ কেজি আম বিক্রি হয়। বর্তমানে ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা আমের সিজন শেষের দিকে। আম্রপালির সিজন শুরু হয়েছে কিছু দিন আগে। এই আম বাজারে আরও দুই থেকে আড়াই মাস পাওয়া যাবে। বর্তমানে আমের দাম কেমন জানতে চাইলে এই বেসরকারি চাকরিজীবী মাসুদুল আলম বলেন, শুনেছি ফলন ভালো হয়েছে। কিন্তু সে তুলনায় দাম বেশি মনে হচ্ছে। আমি আজ যে হিমসাগর আম কিনেছি, ছোটবেলায় জানতাম এটা গুটিআম। কিন্তু তারা এখন হিমসাগর বলে বিক্রি করছে। এটা প্রকৃতপক্ষে হিমসাগর না। রিকশাভ্যানে করে দেড় মাস যাবত আম বিক্রি করছেন মো. সজিব। এই মৌসুমে আম বিক্রি করে ভালই লাভ হয়েছে তার। গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার টাকা লাভ থাকছে। যে কারণে অনেকটাই খুশি। তিনি বলেন, এ বছর ভালই আম বিক্রি হয়েছে। আমরা রিকশাভ্যানে আম বিক্রি করি, তাই কম লাভেই ছেড়ে দেই। যে কারণে বেচা-বিক্রি ভালই হচ্ছে। বর্তমানে ৭০ টাকা কেজিতে হিমসাগর আম বিক্রি করছি। এই আমটা বাজারে অল্প কিছুদিন হয়েছে আসা শুরু করল। ঈদের পরও এই আম বাজারে পাওয়া যাবে। হিমসাগর আম খেতে অনেক ভাল এবং দামও তুলনামূলক কম, তাই ক্রেতাদের পছন্দের শীর্ষে এই আম।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯