আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:০৯

জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

ডান্ডিবার্তা | ২৪ জুন, ২০২৩ | ১২:১০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ওই সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সকালে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ। পরবর্তীতে সহস্রাধিক মানুষের সমাগম হয়ে একটি আন্দন র‌্যালী করেন। র‌্যালীটি কালির বাজার নবাব শায়েস্তা খান সড়ক হয়ে বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেইট দিয়ে ঘুরে নগরীরর চাষাঢ়া অতিক্রম করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে মহানগরের সভাপতি নির্বাচিত হয়েছেন বিষ্ণু পদ সাহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুশিল দাস। এছাড়া জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক হয়েছেন শিখন সরকার শিপন। প্রধান অতিথি এমপি শামীম ওসমান বলেন, ছোট একটি দেশ, বাংলাদেশ। ১৮ কোটি মানুষের দেশ। আজকে বাংলাদেশকে প্রধানমন্ত্রী কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন। পদ্মা সেতু নির্মাণের সময় বাংলাদেশকে টাকা দেয়নি বিশ্ব ব্যাংক কিন্তু নিজের অর্থে সে সেতু আজ হয়েছে। সারাবিশ্ব আজকে বুঝতে পেরেছে, বাংলাদেশ কারো পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায়নি। বাংলাদেশ তাঁর নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। করোনা ভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কিছুটা পিছিয়েছে, নাহলে এতদিনে জিডিপি ১০ শতাংশে নিয়ে দাঁড় করাতেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি। ভারতের একটা বিশাল বর্ডার আমাদের সাথে আছে, এক শ্রেণির মানুষ আছে বিপদে পড়লে জমি বিক্রি করে খায়, এদেশের কিছু মানুষ অভাবে পড়লে দেশ বিক্রি করে খায়। তারা চেষ্টা করছে এই দেশটাকে আরেকবার এমন একটি জায়গায় নিয়ে যেতে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায়, এখানে কেউ কেউ ব্যাজ করে ২ টা জায়গাকে কন্টল করতে পারে। আগামী জুলাই মাস থেকে হয়তো দেশটাকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সহ-সভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বাংলাদেশ ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা