আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৬

জিমখানায় পারিবারিক মাদক ব্যবসা

ডান্ডিবার্তা | ২৫ জুন, ২০২৩ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানায় বছরের পর বছর ধরে চলছে পারিবারিক মাদক কারবার। রেলওয়ে কোয়াটারে ভেতরে ও অলিতে গলিতে দিন রাত থাকে মাদক কারবারিদের পাইচারি। শুধু নতুন জিমখানাই নয় আশ পাশের এলাকতেও মাদক ছড়িয়ে দিচ্ছে দু’টি পরিবার। তাদেরকে একাধিবার গ্রেপ্তার করা হলেও জামিনে বেড়িয়ে ফের মাদক কারবার চালিয়ে যায়। প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের উপর চালানো হয় হামলা। খোঁজ নিয়ে জানা যায়, জিমখানায় যারা পারিবারিক ভাবে মাদক কারবার চালায় তারা হলো হাসি ও আলম চাঁদ অরফে আলেক। তারা তাদের ছেলে ও স্ত্রী সন্তানকেও মাদক বিক্রিতে জড়িয়েছে। জিমখানায় বানিয়েছে মাদককের সাম্্ররাজ্য। পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকা প্রবেশ কালে ঢাকা ডিবির হাতে ২৬ হাজার পিছ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল টিটু। সর্বশেষ গত বছরের ৬ জুলাই ৫৮০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তারও হয় সে। এরপর থেকেই বিভিন্ন কৌশলে জিমখানাসহ আশপাশের এলাকায় মাদক কারবার শুরু করে। টিটুর বিভিন্ন থানায় মাদকসহ সাতটি মামলা রয়েছে। তার ভাই মিঠুর বিরুদ্ধেও আছে পাঁচটি মামলা। টিটু ও মিঠুর মা হাসিনা ওরফে হাসিও জিমখানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। হাসিও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলো। পুলিশ আরও জানায়, একই এলাকার আরেব শীর্ষ মাদককারবারী আলম চাঁদ। তার স্ত্রী কিছুদিন আগে মাদকসহ গ্রেপ্তার হয়। তাদের স্বামী স্ত্রীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের ছেলে তানভীরও মাদক কারবারে জড়িত। সে গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। স্থানীয়রা জানান, পারিবারিক এসব মাদক কারবারীরা তযদিন জেলে থাকে ততদিন তাদের লোকজন মাদক ব্যবসা চালায়। তারা জমিনে বেড়িয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়ে। বলা যায় দিন রাত জিমখানায় চলে মাদকের বেচা কেনা। পুলিশ তাদের আটক করতে গেলে তারা আগেই খোঁজ পেয়ে যায়। জিমখানার চারপাশে বসিয়ে রাখে পাহাড়াদার। এমনকি পুলিশের সোর্সদের সাথেও তাদের সক্ষতা রয়েছে। এসব মাদক কারবারিদের উচ্ছেদ করা না হলে শহরের মাদক নির্মূল করা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে কথা হলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, জিমখানার মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে মাদক বিক্রি করে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা