আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৭

কেন্দ্রের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি!

ডান্ডিবার্তা | ২৫ জুন, ২০২৩ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে রাজপথে সক্রিয় হয়ে উঠেছে নারায়ণগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা পালনে নারায়নগঞ্জের রাজনীতিতে বিভিন্ন কর্নসূচী পালনের মাধ্যমে তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ৫ মাসেরও কম সময় বাকি রয়েছে নির্বাচনের। আর নির্বাচনকে ঘিরে বিএনপির তৎপরতার প্রভাব দ্বাদশ নির্বাচনে ইতিবাচক হিসেবে কাজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।বিএবপির রাজনৈতিক তৎপরতায় উজ্জীবিত বিএনপির তৃনমূল। নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত এ ধারাবাহিকতা বজায় থাকলে দ্বাদশ নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি সন্তোষজনক অবস্থান কেন্দ্রকে উপহার দিতে পারবে বলেও ধারনা করা হচ্ছে। সূত্রমতে, দীর্ঘদীনের ঘরবন্দী রাজনীতি থেকে এখন মাঠে আসতে শুরু করেছে দলের ত্যাগী কর্মীরা। ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পাল্টাপাল্টি কর্মসূচী দিয়ে আলোচনায় এসেছে নারায়নগঞ্জ বিএনপি। এদিকে, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি। নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা দলীয় কর্মসূচির পালনের পাশাপাশি তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছে। আর এই জন্য তাদের হামলা, মামলা, হয়রানী ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ ও আভ্যন্তরিণ কোন্দল নেতাকর্মীদের বিভক্ত করে রেখেছে। ফলে ঐক্যবদ্ব রাজনীতি থেকে অনেকটা পিছিয়ে যায় তারা। তাই সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন সংগ্রামকে বেগমান করতে হলে বিএনপির শীর্ষনেতাদের এক মঞ্চে আসা জরুরী বলে মনে করে তৃণমূল নেতাকর্মীরা। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে। কে শোনে কার কথা। কে তাদের এক মঞ্চে নিয়ে আসবে। কিন্তু শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখা গিয়েছে। কেন্দ্রের ১০ দফা আন্দোলনের কর্মসূচীর অংশহিসেবে একের পর এক সভা সমাবেশ করে আসছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আর এর নেপথ্যে কঠোর ভুমিকা পালন করেছেন কেন্দ্র। কেন্দ্রের চাপে জেলার ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন বলে সূত্র জানিয়েছে। সূত্রমতে, ঢাকা বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি আদায়ে রাজপথে থাকার নির্দেশনা আসে দলের পক্ষ থেকে। কেন্দ্রের নির্দেশনা পালনে একের পর কর্মসূচী পালন করে আসছে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। অব্যাহত কর্মসূচী পালনের মধ্যদিয়ে রাজণৈতিক ভাবে লাইম লাইটে চলে আসেন নারায়নগঞ্জ বিএনপি। এরই ধারাবাহিকতায় আলোচিত এ জেলায় নারায়নগঞ্জ আওয়ামীলীগের সাথে টেক্কা দিয়ে রাজপথে সমাবেশের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ বিএনপিকে দেখতে পেয়েছে নারায়নগঞ্জের মানুষ। এসময় কেন্দ্রীয় নির্দেশনা পালনে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা গেছে জেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক বিএনপির এমপি গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মনিরুল ইসালাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ কান টিপুসহ একাধিক নেতৃবৃন্দকে। অতীতের আন্দোলনগুলোতে তাদেরকে একসাথে দেখা যায়নি। এই নেতাদের মধ্যে নানা মত পার্থক্য ও আভ্যন্তরিন বিরোধ ছিল চোখে পড়ার মতো। যার ফলে দলের সাংগঠনিক ভীত নড়বড়ে হয়ে পড়ে। সম্প্রতি তাদের একসাথে রাজপথে দেখতে পেয়ে তৃনমূল বিএনপির নেতৃবৃন্দের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল। এদিকে শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধ দেখে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করে তোলে। যার প্রভাব পড়বে আগামীদিনের আন্দোলন সংগ্রামে। কারণ এতোদিন ধরে তারা দেখে এসেছে গিয়াস উদ্দিন ও মামুন মাহমুদের মধ্যে বিরোধ। দলীয় সূত্রমতে, আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের চাঙ্গা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চলমান কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের প্রতিটি বিভাগে গণসমাবেশ করছে দলটি। দ্বাদশ নির্বাচনের আগ-মুহুর্তে কেন্দ্রীয় নির্দেশনা পালন ও আন্দোলন কর্মসূচী সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের বিএনপির শীর্ষ নেতাদের তিনি এক মঞ্চে উঠার নির্দেশ দিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা