আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১২

বিএনপিতে অপরাজনীতি শুরু!

ডান্ডিবার্তা | ২৬ জুন, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপির একটি স্বার্থলোভী অংশ অপ-রাজনীতির শিকার হয়েছে নারায়ণগঞ্জে জনপ্রিয় বাঘা বাঘা শীর্ষ নেতৃবৃন্দরা। ইতিমধ্যে বিএনপির ও যুবদলের মুষ্টি কয়েক নেতৃবৃন্দর কু-য়ের শিকার হয়েছেন অধ্যাপক মামুন, জাহিদ হাসান রোজেল এবং মাশুকুল ইসলাম রাজিবের মত রাজপথ কাঁপানোর রাজনৈতিক নেতৃবৃন্দদের পর এবার মাইনাসের চেষ্টা চলছে কর্মীবান্ধ নেতা বিএনপির কার্যনিবার্হী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে নিয়ে ষড়যন্ত্রের খেলায় মেতেছে নিজ দলের একটি স্বার্থ লোভী নেতৃবৃন্দ। একটা সূত্রে জানা গিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুব ঘনিষ্ঠ ও বিশ্বস্ত লোক বলে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দদের কাছে প্রচার করে বেড়াচ্ছে দলের স্বার্থ লোভী নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জ বিএনপিতে নজরুল ইসলাম আজাদের শক্ত একটা অবস্থান রয়েছে। বিশাল কর্মী সমর্থক রয়েছে জেলা জুড়ে। আজাদকে কোনঠাসা করে জেলা বিএনপি’র একক নিয়ন্ত্রণ নিতেই এবার আজাদকে টার্গেট করেছে তাঁর প্রতিক্ষরা। সূত্র জানায়, নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চায় এমন যে ক’জন নেতা রয়েছে তাঁদের মধ্যে অন্যতম হচ্ছে মোস্তাফিজুর রহমান দিপু ভূইঁয়া। তাঁর সাথে যোগ দিয়েছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।জেলা বিএনপি’র সভাপতি গিয়াসউদ্দিনকে ম্যানেজ করে জেলা বিএনপি’র নিয়ন্ত্রক হতে চাচ্ছেন। এটা করতে গিয়ে একের পর এক সক্রিয় এবং জনপ্রিয় কর্মীবান্ধব নেতাকে টার্গেট করে মাইনাসের চেষ্টা করছে। ইতোমধ্যে অধ্যাপক মামুন মাহমুদ, জাহিদ হাসান রোজেল এবং মাশুকুল ইসলাম রাজিবকে মাইনাস করে সফলও হয়েছেন। প্রথম ধাপে সফল হওয়ায় এবার টার্গেট করেছে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। জেলা ও মহানগর বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সূত্রে জানা যাচ্ছে, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বিভিন্ন মহলে বলছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের কথা হয়েছে সে আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব অচিরেই নজরুল ইসলাম আজাদকে দল থেকে মামুন মাহমুদ, রোজেল ও রাজিবদের যেভাবে শেষ করা হয়েছে ঠিক একইভাবে আজাদকে শেষ করা হবে। এই ব্যাপারে বিভিন্ন গণমাধ্যম তাদের কাছ থেকে কনফার্ম হয়েছেন। বিএনপি’র রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান দিপু ভূইঁয়া পুরো বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। মূল দলের পাশাপাশি অঙ্গ সংগঠনেও নিজের আধিপত্য বিস্তারে সর্বোচ্চ চেষ্টা করছেন। জেলা বিএনপি’র প্রধানকর্তা হতে গিয়ে বিএনপির রাজনীতিতে কোন্দল সৃষ্টির চেষ্টা করছেন দিপু ভূইঁয়া এমন দাবি দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের। উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর গত ১৭ জুন জেলা বিএনপির সম্মেলনের মধ্যদিয়ে গিয়াসউদ্দিনকে সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা