
ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইাজার উপজেলার কালাপাহাড়িয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আসামীর কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে হাত ও মুখ বেধে জোরপূর্বক ধর্ষণের দায়ে থানায় মামলা দায়েরের ৩দিন পর আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত শনিবার দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্ৰেপ্তার করা হয়। ধর্ষিতার মা সাফিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। তার গ্রেপ্তারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং স্কুলের ম্যানেজিং কমিটি বরাবরে স্মারকলিপি প্রদান করে। এ সময় কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফাইজুল হক ডালিম তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২০) জুন রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায় এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন কুপ্রস্তাব দিত মধ্যারচর গ্রামের রাজ্জাক ওরফে রেজেকের বখাটে ছেলে শাকিল। তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মঙ্গলবার রাতে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহিরে গেলে শাকিল তার ২-৩ জন বন্ধুর সহায়তায় ওই ছাত্রীকে মুখ চেপে ধরে ছাত্রীর বাড়ির পশ্চিম দিকে ফাঁকা ঘর বিটায় নিয়ে গিয়ে মুখ ও হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ ঘরের ভিতর না দেখে বাড়ির লোকজন বাহিরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পশ্চিম দিকে ফাঁকা ঘর বিটায় তাকে অজ্ঞান ও অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পান। ওখান থেকে তাকে উদ্ধার করে ঘরে এনে সেবা-যতœ করার পর তার জ্ঞান ফিরে। তার অবস্থা খারাপ দেখে পরের দিন বুধবার রাতে স্বজনরা তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। হাসপাতালে তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯