
প্রেস বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাতের সময় বলেন, এই শহরের উন্নয়নের স্বার্থে সকলের সাথে বসবো, কথা বলবো এবং কাজ করবো। তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গতকাল রবিবার দুপুরে নগরভবনে মেয়রের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি আমার বাবার আদর্শের অনুসারী হয়েই কাজ করি এই শহরে। কারো সাথে আমার কোনো শত্রুতা নেই, বন্ধুত্ব সকলের সাথে। ব্যক্তিগত ভাবে কারো সাথে আমার কোনো রেষারেষি নেই। এই শহরের সকল মানুষের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। তিনি আরও বলেন, মাঝে মাঝে সত্য কথা বলতে হয়, আর ঐ সত্য কথা বলার কারণে হয়তো বন্ধুত্বের সংখ্যা কমে যায়। কিন্তু সত্য থেকে আমি সরে আসতে পারবো না, সত্য অনেক কঠিন। তার মানে এই না যে, নারায়ণগঞ্জের স্বার্থে কারো সাথে বসবো না, কথা বলবো না, তা কিন্তু নয়। তার প্রমাণ কিন্তু আপনারা একাধিকবার পেয়েছেন। আমার এই আসনের এমপি, সেলিম ওসমান সাহেব কিন্তু সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন। এছাড়া ২০০৪ সালে যখন বন্যা হলো, তখন কিন্তু মাসুদ (সাংবাদিক আবু সাউদ মাসুদ) ভাই ও দিপু (সাংবাদিক আরিফ আলম দিপু) ভাইকে সাথে নিয়ে সেলিম ভাই (সেলিম ওসমান) এসে নারায়ণগঞ্জ পৌরসভায় ১০০০ টন চাল ও দুধ দিয়ে গেছেন। নারায়ণগঞ্জের স্বার্থের জন্য আমি কখনো পিছ পা হইনি। তাঁর সাথে সাক্ষাত করতে আসায় প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন পরিষদের পক্ষে নেতৃত্ব দেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট উপহার প্রদান করেন। সাক্ষাতকালে প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পূর্বে আমাদের প্রধান প্রতিশ্রুতি ছিলো নারায়ণগঞ্জের উন্নয়ণে দলমত নির্বিশেষে আমরা সকলকে নিয়ে কাজ করবো। আমাদের এই প্রতিশ্রুতিতে আস্থা রেখে ভোটাররা তাঁদের মূল্যবান ভোট প্রদান করে আমাদের পূর্ণ প্যানেলকে বিশাল ভোটের ব্যবধানে নিরঙ্কুশভাবে জয়ী করেছেন। ফলে প্রেস ক্লাবের উন্নয়নে আমাদের দায়িত্বও বেড়ে গেছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়নে আমরা আপনাকে পাশে চাই। সাংবাদিকদের কল্যাণে একটি কল্যাণ ফান্ড করার প্রতিশ্রুতিও নির্বাচনী ইশতেহারে ছিলো উল্লেখ করে সাংবাদিক কল্যাণ ফান্ডে সহযোগিতা করার দাবি তুলে ধরে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সবসময় পাশে পাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, আবু আল আমিন খান মিঠু, স্থায়ী সদস্য প্রণব কৃঞ্চ রায়, মো: শফিকুল ইসলাম, হাসান উল রাকিব প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯