আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১০

শ্রমিকদের জন্য হাসপাতাল থেকে ছুটে আসলেন সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ২৬ জুন, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিকেএমইএ’র সভাপতি ও সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান অসুস্থ্য অবস্থায় হাসপাতাল থেকে নিজ প্রতিষ্ঠানে এসে বলেন, বিকেএমইএ’র প্রত্যেক কারখানাকে বলবো চলতি মাসের পুরো বেতন যেন শ্রমিকদের দিয়ে দেয়। যাদের বোনাস পাওনা আছে তাদের যেন বোনাস দিয়ে দেয়। এটা আমার নির্দেশ। আশা করি আজ সোমবার মধ্যে আমাদের প্রাণপ্রিয় শ্রমিকদের পাওনা পরিশোধ হয়ে যাবে। গতকাল রোববার বিকেলে সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম এ্যাটায়ার্স লিমিটেডের শ্রমিকদের ছুটি প্রদান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তার কারখানার শ্রমিকদের চলতি মাসের বেতন, বোনাস ও ঈদের উপহার সামগ্রী দিয়ে ৭ দিনের ছুটি দিয়ে দেওয়া হয়। উইজডম এ্যাটায়ার্স লিমিটেডের শ্রমিকদের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাচ্চাদের পড়ালেখার সুযোগ করে দিয়েছে। বাচ্চাদের সুশিক্ষা দিতে না পারলে আয় করে কোনো লাভ হবে না। যাদের সন্তানরা ভালো নাম্বার পাবে তাদেরকে উউজডম এ্যাটায়ার্স লিমিটেড একটা ভিত্তি দিবে। তোমাদের বাচ্চাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আমার হায়াৎ গরিব মানুষের দয়ায়। ডাক্তার আমাকে বাঁচিয়ে রাখতে পারেনি। আমি ভালো সবাই ভালো। কথায় কথায় রাগ করে কারখানা থেকে বের হয়ে যাবে না। আমাকে জানালে সমস্যার সমাধান হয়ে যাবে। ঈদকে কেন্দ্র করে কোরাবানির বর্জ্য প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা যার যার কাজ। সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। আমরা নিজেরা পরিষ্কার থাকবো। আবার করোনা দেখা দিয়েছে। জীবনের অর্ধেক শেষ করে দেয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যার যার বাড়ির সামনে ময়লা জমে গেলে পরিষ্কার করতে হবে। বিভিন্ন জায়গায় কোরবানি দিবে কিন্তু নিজের বাড়ির লোকজন যেন অসুস্থ না হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা