
ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্ক থামছেনা। একের পর এক আওয়ামীলীগ নেতারা উপজেলা আওয়ামীলীগের এই প্রস্তাবিত কমিটি নিয়ে আপত্তি তুলছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রস্তাবিত কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে নিজে প্রার্থীতা করার ইচ্ছা জানিয়ে গত শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার নিজ বাড়ি চামেলী ভিলাতে ঈদুল আযহা পরবর্তী পূনর্মিলনী ও মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি সোনারগাঁ উপজেলা প্রস্তাবিত কমিটিতে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিকে পদ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন। সাংবাদিকদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা সংক্রান্ত প্রশ্নের জবাবে কালাম বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ারে কখনো আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা হতে দেখিনি। এটা সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এই প্রস্তাবিত কমিটিতে মাদকসেবী, মাদক বিক্রেতা, হত্যা মামলার আসামী জায়গা পেয়েছেন।’ তিনি আরো বলেন, ‘যারা জীবনে ছাত্রলীগ, যুবলীগ করে নাই তাদেরকে কমিটিতে রাখা হয়ে। নতুন প্রস্তাবিত কমিটির অনেক সদস্যই বিতর্কিত। পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষুব্ধ, সংগঠনের নেতাকর্মীরা মনোক্ষুন্ন ও হতাশ হয়েছেন। এ ধরনের বিতর্কিত কেউ কোনোভাবেই সংগঠনের দায়িত্বশীল পদ-পদবিতে আসতে পারে না। তবে মাহফুজুর রহমান কালামের বক্তব্য নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আমরা যাচাই-বাছাই করে সদস্য দিয়েছি। কোনো মাদকসেবী, মাদক বিক্রেতাকে দেওয়া হয়নি। কালামের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কালামের অভিযোগের বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘আমরা ইউনিয়নগুলোর সম্মেলনকরে প্রস্তাবিক কমিটি করেছি। সেখানে তিনিও উপস্থিত ছিলেন। তাহলে সম্মেলনে উপস্থিত থেকে বাসায় সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করার কারণ কি। প্রস্তাবিত কমিটিতে যাদের নাম এসেছে তাদের উনিও চেনেন। তাহলে উনি বলুক কে কে মাদকব্যবসায়ী, কারা মাঠের রাজনীতিতে ছিল না। এসব মিথ্যাচার তিনি অকারণে করছেন। আর আমরা সাংবাদিকদের নানা নিউজের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত কমিটিতে কারা আছেন সেই নামগুলো দিয়েছি। গঠনতন্ত্রেও কোথায় আছে যে প্রস্তাবিত কমিটির ব্যক্তিদের পরিচয় করে দেওয়া যাবে না। এসব ভিত্তিহীন কথা উনি কেন বলছেন তার উত্তর উনিই ভালো দিতে পারবেন। কারা মাদকসেবী, মাদকবিক্রেতা, হত্যা মামলার আসামি তিনি সেই নামগুলো পরিষ্কার করেন।’ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ইসহাক মিয়া বলেন, এই প্রস্তাবিত কমিটিতে জীবনে জয় বাংলা বলেনি এমন লোকও আছেন। তবে কারা মাদকসেবী, মাদকবিক্রেতা এবং হত্যা মামলার আসামি তাদের ব্যাপারে খোঁজ নিয়ে বলতে পারবো। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল বলেন, কালাম ভাই বিজ্ঞ রাজনীতিক। তিনি জেনে শুনেই হয়তো বলেছেন। কমিটিতে যারা মাঠের রাজনীতি করেন তাদের আমি চিনি, বাকিদের সম্পর্কে সেভাবে বলতে পারবোনা। কালাম ভাই উনার আঙ্গিকে যেটা ভালো মনে করেছেন সেটিই বলেছেন। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি বলেন, কারা রাজাকার আছে সেটা আমরা বলতে পারবো না। খুনের মামলার আসামি, মাদকসেবী, মাদকবিক্রেতা কমিটিতে স্থান পেয়েছে কিনা এটা যারা কমিটি করেছে তারাই ভালো বলতে পারবে। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে যদি কারো নামে বিতর্ক উঠে এবং তা প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং যাচাই বাছাইয়ের করে কমিটি দেয়া হবে। কমিটির বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯