
ডান্ডিবার্তা রিপোর্ট আগামি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠ এখন টান টান উত্তেজনা চলছে। ‘পলিটিক্যাল হান্টিং গ্রাউন্ড অব বেঙ্গল’ খ্যাত প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের রাজনীতি এখন টালমাটাল। একবার বিএনপি নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তার পরোক্ষনে ক্ষমতাসীন দলের নেতারাও ছেড়ে দেন না। তারা শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপির নৈরাজ্যকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে দাবী আওয়ামী লীগের নেতাদের।এদিকে আগামী নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিএনপি দুই দলই মাঠে রয়েছেন। বিএনপি পদযাত্রা করলে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেন। আর এই ভাবে তারা দুই দলই পৃথক ভাবে দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি রাজপথ দখলের নামে মুখোমুখি অবস্থান নিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে এবং ক্ষমতায় আসতে এ দুই দল রাজপথ দখলের নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পুরো দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল। দলীয় সুত্রমতে, বিভিন্ন সভা সমাবেশে বলে আসছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। নির্দলীয় সরকারের দাবি আদায়ে সরকার পতনে আন্দোলন করছে দলটি। আর এই সরকারের অধীনেই নির্বাচন আয়োজনে অনঢ় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিদ্যমান এই রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ-সমঝোতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপির অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে আক্রমণ শুরু করেছে। আর তারই ফলাফল হিসেবে দেশে সহিংসতা শুরু হয়েছে। তবে বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, বিএনপির কোনো কর্মসূচিতে তারা বাধা দিচ্ছে না। বরং বিএনপি লাশ ফেলে রাজনীতি জমাতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। অপরদিকে জুলাই মাসে এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে এমন মন্তব্য চড়াও ভাবে তারা প্রচার করছেন। এ জুলাই মাসেই সরকার পতনের এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি এমন কথা স্বীকার করেছে দলীয় নেতাকর্মীরা। রাজপথের কঠোর আন্দোলন গড়ে তুলতে উপযুক্ত সময় মনে করছে দলটির নিতিনির্ধারকরা। এর আগে রাজপথের সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রোডম্যাপ চূড়ান্ত করবে তারা। তবে এর আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর রাজনীতি মহলে ব্যপক আলোচনা হচ্ছে। দলীয় সূত্র জানায়, সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারী ব্যক্তি ও পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি। এতে সরকার চাপে পড়েছে বলে মনে করছে তারা। এ পরিস্থিতিতেই সরকারবিরোধী এক দফা আন্দোলনের এখন প্রকৃত সময় বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকরা। আর এই এক দফা আন্দোলনের জন্য অগ্রনী ভুমিকা পালনের জন্য প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি। কেন্দ্র ইতোমধ্যে বিএনপির সকল কর্মসূচিতে ঢাকার সভা সমাবেশে সবেচেয় বেশি ভুমিকা পালন করেছে। আর এজন্য তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশংসার অর্জন করেছে। গত ১৭ জুন জেলা বিএনপির সম্মেলন হওয়ার নতুন নেতৃত্বের মাধ্যমে তারা সাংগঠনিক ভাবে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে এ মাসে মাঠে নামছেন। জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক খোকন। তাদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত এক দফা আন্দোলনের জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি সু সংগঠিত হচ্ছে। কেননা জেলা বিএনপি ইতোমেধ্য তাদের সকল ইউনিট কমিটি সহ থানা উপজেলা এবং ইউনিয়েনের কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করে সাজিয়েছেন। তার বিপরীতে মহানগর বিএনপিও পিছিয়ে নেই। তারা ইতোমধ্যে সকল ওয়ার্ড কমিটি শেষ করে থানা কমিটিও শেষ করেছে। এখন মহানগরের বিএনপির সম্মেলন বাকি রয়েছে। তাও জুলাইয়ে হতে যাচ্ছে বলে জানান নেতৃবৃন্দ। অপরদিকে আওয়ামী লীগও বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করার জন্য শান্তি সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। ইতোমধ্যে জেলা মহানগর আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের বিপরীতে শান্তি সমাবেশ করেছে। আর তখন জেলা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপিকে কোন ধরনের বিশৃঙ্খলা করতে দিবে না বলে হুঙ্কার দিয়ে বক্তব্য রেখেছেন। আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় রাখার জন্য তারা রাজপথে থাকার জন্য অনড় রয়েছেন। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী নির্বাচনের জন্য জুলাই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ জুলাই মাসে বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনে যেতে পারে বলে আলোচনা হচ্ছে। আর এক দফা আন্দোলন হলে তখন নারায়ণগঞ্জ সহ সারা দেশে বিশৃঙ্খলা তৈরী হতে পারে। এই আন্দোলন নিয়ে বিএনপি আওয়ামীলীগ মুখো মুখি হতে পারে। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু জানান, বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। তারা ঈদের পর আবার বর্ষার পরে আন্দোলনে নামবে বলতে বলতে নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে আসে তাহলে তাদেরকে স্বাগত জানাই। তারা যদি আন্দোলনের নামে আগের মত মানুষের ক্ষতি করে জালাও পোড়াও করে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। এছাড়া বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করতে আমরা মাঠে আছি এবং থাকবো। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, বিএনপি ২০০৮ সাল থেকে বলে আসছে ঈদের পর আন্দোলন করবে। কিন্তু তাদের সেই আন্দোলন যে কি তারা নিজেরাও বুঝেনা। আর এক দফা আন্দোলন বলতে কি বুঝায় তারা নিজেরাও বোঝে না। আর ত্বত্তাবধায়ক সরকারের জন্য বিএনপি আদালতে গিয়ে ব্যর্থ হয়েছে। এছাড়া তারা যদি আন্দোলনের নামে মানুষের ক্ষতি করে তাহলে আমরা রাজপথে থেকে তাদের জবাব দিব। মহানগর বিএনপির সভাপিত এড সাখাওয়াত হোসেন খান বলেন, কেন্দ্র ঘোষিত যে কোন্দ আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। কেন্দ্র থেকে যদি এক দফা আন্দোলনের ঘোষনা করায় তাহলে সেই আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অগ্রনী ভুমিকা রাখবে। কেননা ইতোমধ্যে এই সরকার পতনের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। সেই সাথে মানুষের অধিকার আদায়ে রাজপথে সরকার পদত্যাগের দাবী জানাচ্ছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯