আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১১

জীমখানার মাদক ব্যবসায় অঞ্জনের দখলে

ডান্ডিবার্তা | ০৫ জুলাই, ২০২৩ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জীমখানা বস্তির কালামের ছেলে ও জুয়ার আসরের পরিচালনাকারী আনিসের ছোট ভাই অঞ্জন এখন নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় মাদকের সম্রাজ খুলে পরিচালনা করছেন। উল্লেখ্য যে মাদক কারবারি জুয়ার আসরের দালাল অঞ্জন নারায়ণগঞ্জ শহরের জীমখানা এলাকা থেকে তার মাদক বানিজ্য শুরু করে তার পর থেকে আর থামা হয় নি মাদক কারবারি অঞ্জনের মাদকের বানিজ্য। সূত্র অনুসারে জানা যায় অঞ্জন তার ব্যবসা পরিচালনা করতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের কিছু অসাধু ব্যাক্তির নাম ভাঙিয়ে প্রশাসনিক সুবিধা ভোগ করেন বলে জানিয়েছেন একটি সূত্র। জুয়ার আসর চালানোর জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে বেশ বন্ধুর মতই চলাচল করেন অঞ্জন যার ফলে সাধারণ মানুষ তাকে নিয়ে সবসময়ই আতঙ্কে থাকেন। শহরের জীমখানা, বাবুরাইল,কাশিপুর, জল্লারপাড়া,পাইকপাড়া, আলআমিন নগর, মুসলিম নগর, ডিগ্রিচর,হাটখোলা জুড়ে গড়ে তুলেছেন মাদকের এক বিশাল নের্টওয়ার্ক। ব্যবসা পরিচালনা করতে কোনো প্রকার যেনো সমস্যার সৃষ্টি না হয় তার জন্য সে উল্লেখ এলাকাগুলোতে থাকা অন্য মাদক ব্যবসায়িদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে সহয়তা করে এই অঞ্জন এবং এতে করে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গভীর সম্পর্ক হয় তার। এই সুযোগেই নিশ্চিন্তমনে মাদক বানিজ্য করেন অঞ্জন। বেশ কিছুদিন আগে তার সম্মন্ধী মোঃ কাইউম ডিবি পুলিশের কাছে নিজের বসত বাড়ি থেকে পাঁচ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার হয় তার সঙ্গে কথা এক সঙ্গি সহ যেটা মাদক ব্যবসায়ি অঞ্জনের বসত বাড়ি। এখন উল্লেখ এলাকাগুলোর নিরিহ মানুষদের একটাই দাবি যে অনীতিবিলম্বে এই মাদক সম্রাট অঞ্জন কে আইনের আওতায় আনলেই নারায়ণগঞ্জ বাসির শান্তি ও যুব সমাজকে ধংশের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন নারায়ণগঞ্জের সুশীলসমাজের প্রতিনিধি গন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা