আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

মহাসড়কে টিআইয়ের বিরুদ্ধে হকারদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০৫ জুলাই, ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘আমার মানুষ, আমরা বাঁচতে চাই’ শ্লোগানে কাঁচপুর হাইওয়ে থানার সিদ্ধিরগঞ্জ শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) একে এম শরফুদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শিমরাইল মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ মহাসড়ক মুক্ত রেখে এরপাশের ফুটপাতে তারা দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছেন। শিমরাইল ফাঁড়িতে টিআই শরফুদ্দিন যোগদানের পর তাদের কাছে মাসোহারা দাবি করলে তারা বিশ হাজার টাকা করে দিতো। পরে আবারও উচ্ছেদ আর মারধর করে মাসোহারা বৃদ্ধি করেছেন মাসে ৫০ হাজার টাকা। আরও বৃদ্ধি করতে ঈদুল আজহার দুইদিন পর থেকে ফুটপাতের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের লাঠিপেটা ও মালামাল নষ্ট করছেন নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার সিদ্ধিরগঞ্জ শিমরাইল ক্যাম্পের টিআই(প্রশাসন) একে এম শরফুদ্দিন। ফুটপাতই নয় পরিবহন খাতসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় থেকে তিনি মাসিক উৎকোচ বাণিজ্য করছেন কমপক্ষে ১৬ লক্ষাধিক টাকা। নিয়মিত মাসোহারা নিয়েও কিছুদিন পরপর ফুটপাত ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মারধর করেন। তারা আরও বলেন সরকারের প্রয়োজনে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান হলেও পরে আবার দোকানপাট বসানো হয়। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশ হাইওয়ে পুলিশের অধীনে চলে যাওয়ার পর থেকেই ফুটপাতের হকার ও পরিবহন শ্রমিকদের উপর চাঁদার খরগ ও নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বিশেষ করে টিআই হিসেবে শরফুদ্দিন যোগদান করার পর থেকেই দফায় দফায় বাড়াতে থাকে ফুটপাত ও পরিবহণ সেক্টরের চাঁদা। ফুটপাত ব্যবসায়ী জামাল জানায়, টিআইকে দেওয়া হত মাসে ২০ হাজার টাকা। কিছুদিন পর পর উচ্ছেদ ও মারধর করে তা ৫০ হাজার করেন তিনি। ঈদুল আজহার পর থেকে মাসোহারা বাড়ানোর দাবিতে তিনি আবার প্রতিদিন দোকানপাট ভাঙচুর, মালামাল নষ্ট ও ব্যবসায়ীদের লাঠিপেটা করছেন। নিরপায় হয়ে ব্যবসায়ীরা টিআই শরফুদ্দিনের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে। অন্যদিকে স্থানীয়রা বলছেন, এরআগেও এই মহাসড়কে ফুটপাতকে কেন্দ্র ক্ের বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বিভিন্নভাবে চাঁদাবাজি হতো। এরআগে গত বছর টিআই মশিউরের বিরুদ্ধেও একই অভিযোগে বিক্ষোভ করে হকররা। বর্তমানে মহাসড়কে কোন হকার বসার সূযোগ নেই। ফুটপাত বলতে এখন কিছু খুঁেজও পাওয়া যাওনা। শিমরাইল মোড়ে বিভিন্ন মার্কেটের সামনে মহাসড়কের শেষ মাথায় গাইড ওয়াল ব্লক দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়া আছে। এতে সড়কে আর কোনো হকার বসতে পারেনা। তদ্রুপ শিমরাইল মোড়ে ওভার ব্রীজের নীচে সড়কের পাশে শেষ সীমানায় গাইড ওয়াল ব্লক দিয়ে দিলে মহাসড়কে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর কোনো চাপ থাকবেনা। এতে আর কোনো বিতর্কের সৃষ্টি হবেনা। হাইওয়ে পুলিশের মাসোহারা এমন কোনো বিতর্কের সৃষ্টি হবেনা। এদিকে উৎকোচ মাসোহারার অভিযোগ সঠিক নয় দাবি করে টিআই একে এম শরফুদ্দিন বলেন, জানযট নিরসন ও জনচলাচলের সুবিধার্থে মহাসড়ক দখল করে গড়ে উঠা ফুটপাত দোকান উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত থেকে স্বার্থ হাসিলকারী একটি মহলের ইন্দনে আমাকে হেয় করার জন্য কিছু লোক বিক্ষোভ করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা