আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৫

সোনারগাঁয়ে জিকে শামীমের ভাই অবরুদ্ধ

ডান্ডিবার্তা | ০৫ জুলাই, ২০২৩ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নে চরভুলুয়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা রাস্তার বরাদ্দ দিলে দ্রুত নির্মাণ কাজ শুরু হয়। অত্র এলাকার ৩ গ্রামের মানুষের যাতায়াত সুবিধা বিবেচনায় রাস্তাটি হলে ৪ গ্রামের মানুষ উপকৃত হবে। কিন্তু এতে বাধা সৃষ্টি করেন দুর্নীতিবাজ ও কারগারে আটক জিকে শামীমের ভাই নাসিম। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু বহিরাগত সন্ত্রাসী শাহ আলম, মো. লিয়াকত, আমিনউদ্দিন, মো. ফেরদৌস, বাতেন, অসিত ভূঁইয়া, দিলীপ ভূঁইয়াসহ ১৫০ জন মাটি কাটার শ্রমিক নিয়ে জোড় পূর্বক রাস্তা কাটা শুরু করে নাসিম। পরে এলাকাবাসী বাধা দিলে তাদের উপর হামলা চালায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বেগতিক অবস্থা দেখে এলাকার মসজিদে মাইকিং করা হলে ৩ গ্রামের নারী-পুরুষ সবাই জড়ো হয়ে জিকে শামীমের ভাই নাসিমকে অবরুদ্ধ করে রাখে। তাৎক্ষণিক সোনারগাঁ থানার পরিদর্শক রাজু আহমেদ ও এলাকার মুরুব্বিদের সহযোগিতায় তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়। এই ঘটনা জানার পর দুপুরে সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেন। উপস্থিত এলাকার হাজারও নারী পুরুষসহ উত্তেজিত জনগণকে আশ্বস্ত করেন এবং বলেন, যারা এই এলাকার নারী পুরুষের উপর হামলা ও লাঞ্ছিত করেছে তাদের আইনের আওতায় আনা হবে। সে যতবড় প্রভাবশালী নেতা হউক তাকে ছাড় দেয়া হবে না। আগামী ২ মাসের মধ্যে এই রাস্তা আরসিসিকরণ করা হবে। এলাকাবাসী জানান, জিকে শামীমের ভাই নাসিম এখানে জমিতে যেন রাস্তা না করে সেজন্য বাধা সৃষ্টি করে। রাস্তা হলে আশেপাশের জমির দাম অনেক বেড়ে যাবে তাই তিনি এই রাস্তার কাজ করতে দেন না। কারণ রাস্তাটি না হলে কম দামে জমি কিনবে তাই তিনি রাস্তা করতে দিচ্ছে না। এ বিষয় স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, আমি সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার কাছ থেকে কাজ এনে জনগণের কন্যাণে কাজ করছি। রাস্তাটি হলে জনগণ উপকৃত হবে। শ্রমিকরা রাস্তাটির কাজ করতেছে কিন্তু কারগারে আটক জিকে শামীমের ভাই নাসিম বাধা সৃষ্টি করেন এবং আমার বাড়িতে ভাঙচুর ও হামলা চায়। পরে এলাকাবাসী উদ্ধার করেন। পরে এলাকার ইউপি সদস্য ও মুরুব্বিদের সাথে নিয়ে মুনাজাতের মধ্যমে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় সবার সম্মতিক্রমে নাসিমকে এলাকার সবাই অবাঞ্চিত ঘোষণা করে। এ সময় জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, মাসুদুর রহমান মাসুম, আমীন হোসেন মেম্বার, আবুল হোসেন মনির মেম্বার, মোতালিব ভূঁইয়া মেম্বার, জাকির সরকার, দেলোয়ার হোসেন মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, রুহুল আমিন মেম্বার সাকিব হাসান মেম্বার, এলাকাবাসী ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা