আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৬

যারা ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না

ডান্ডিবার্তা | ০৫ জুলাই, ২০২৩ | ১১:২০ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি যারা বাসে ঘুমন্ত শ্রমিককে আগুনে পুড়িয়ে হত্যা করে, তাদের মুখে গনতন্ত্রের কথা মানায় না উল্লেখ্য করে এম এ রশিদ বলেন, বিএনপি গনতন্ত্রের কথা বলে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। ওরা খুনির দল। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত আমাদের ১৭হাজার লোককে হত্যা করে আজ ওরা গনতন্ত্রের কথা বলে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি একেএম শামীম ওসমানের পোলিং এজেন্ট হওয়ার কারনে ওরা আমাদের এক নারী কর্মীকে গণধর্ষণ করে হত্যা করেছে। অথচ আজ ওরা গণতন্ত্রের কথা বলে। যারা বাসে ঘুমন্ত পরিবহন শ্রমিককে আগুনে পুড়িয়ে হত্যা করে তাদের মুখে গণতন্ত্র মুক্তির কথা মানায় না। এতিমের হক লুন্ঠনকারী ও সাজাপ্রাপ্ত আসামী দিতে বিএনপি আজ এদেশ চালাতে চান এটা করতে দেয়া হবে না। এদেশের জনগন আপনাদের আর ক্ষমতায় দেখতে চায়না। হুশিয়ার করে দিতে চাই সাবধান হয়ে যান। কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সরকার সাড়ে ১৪ বছরে দেশের যে উন্নয়ন করেছে সে সাফল্যগুলো জনগনের কাছে তুলে ধরেন। শুধু উন্নয়ন গুলো তুলে ধরেন ভোট চাইতে হবে না। তথ্য মতে, বন্দরে আ’লীগের রাজনীতিকে গতিশীল করতে চেয়ারম্যান এম এ রশিদ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দল টানা ৩ মেয়াদে ক্ষমতার আসনে থাকলেও সংগঠনকে নিয়ে নানা প্রকার ছক এটেও সফলতার মুখ তেমন একটা দেখা মিলেনি। বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতিও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে নিজ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর নানা ছক আটেন। তার পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হওয়ার পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এমনকি আওয়ামীলীগের সরকারের সময়ে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল বিএনপির আতাউর রহমান মুকুল। ক্ষমতাসীন দলের হেভিওয়েট প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ উপজেলা নির্বাচনে টানা ২ বার চেয়ারে বসতে পারেনি। স্থানীয় সাংসদ জাতীয় পার্টির আর উপজেলা চেয়ারম্যান বিএনপির হওয়ায় তেমন অগ্রসর হতে পারেনি। শত বাঁধা পেরিয়ে সংগঠনের জন্য কাজ করতে গিয়ে নিজ দলীয় কোন্দল, বিরোধীদের জবাব দিয়ে সংগঠন গুচ্ছাছেন চেয়ারম্যান এম এ রশিদ। তৃতীয় মেয়াদে বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন। বয়স প্রায় ৮০ ঘরের হলেও দল ও সংগঠনের জন্য তিনি একজন তরুণ উদীয়মান নেতার মত ভূমিকা পালন করে যাচ্ছেন। ইউনিয়ন ও ওয়ার্ড নিয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ আরো বলেন, আমাদের সমাজকে যদি শরীর ধরি, তাহলে মাথা হচ্ছে প্রবীণরা। সমাজের মাথা তারা। আগে একটা সময় ছিলো গ্রামের তিন জন্য মুরব্বি বসলে তিন গ্রামের সমস্যা সমাধান করা যেতো। সমাজের অবক্ষয়ের কারণে এখন দশজন মিলে একটা ঘরের সমস্যা সমাধান করতে পারি না। কারণ একে অপরকে মানতে চায় না। এক্ষেত্রে চেষ্টা করছি সমাজের ভিতর যেনো নবীন- প্রবীনদের মাঝে শ্রদ্ধা, সর্ম্পকটা যেনো আগের মত থাকে। নবীন-প্রবীনদের মধ্যে এই ভারসাম্য ঠিক রাখতে হবে। এই ভারসাম্যটা তখনি নষ্ট হয় যখন একটি ছেলে মাদকাসক্ত হয়ে যায়। একটি ছেলে মাদকাসক্ত হয়ে গেলে তার মধ্যে কখন কাকে সম্মান করবে তখন বোধ কাজ করে না। পরিবেশটা আস্তে আস্তে এমন হয়ে যাওয়াতে তাদের ভিতর এক ধরণের রক্ষণশীল মনোভাব সৃষ্টি হয়েছে যে এখানে কথা বলার পরিবেশ নাই। আমাদের অভিভাবকদের চিন্তাভাবনা পরিববর্তন করতে হবে। আগে এমন একটা সময় ছিলো সমাজের মুরুবী, শিক্ষক, চাচারা আমাদের শাসন করতো। আর এখন একটা ছেলে অন্যায় করছে তাকে শাসন করতে গেলে তার অভিভাবক বলে ফেলেন অন্যায় করছে তুমি বলার কে? আমাদের সময় শিক্ষক শাসন করতেন আমরা তখন ভয় পেতাম আর এখন বর্তমানে স্কুল প্রতিষ্ঠানে বেত ব্যবহারে নিষেধ আছে। সামজিক অবক্ষয়ের সাথে আমরা যারা অভিভাবক ও প্রবীণ আছেন তারা কানো না কোনো ভাবে জড়িত। সমাজ ব্যবস্থা ছিলো এক রকম এখন সেই ব্যবস্থা নাই। মানসিক চিন্তা ভাবনার পরির্বতন না হলে কোনো কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে সচেতন হতে হবে এবং মানসিকতকা পরির্বতন খুব জরুরি, নবীন ক্ষেত্রে যা প্রবীণের ক্ষেত্রেও তা। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নগুলো কাজে আসবে। সরকার বিগত সাড়ে ১৪ বছর যে উন্নয়ন করেছে তা তুলে ধরেন। পরিশেষে তিনি বলেন, আগামী পাঁচ মাস দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর উপজেলা গড়ে তোলার চেষ্টা করবো। সূত্র মতে, বন্দর উপজেলা আওয়ামীলীগের অভিভাবক ও দলীয় নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল প্রবীন বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ। দলের সভাপতি হলেও অনেকে কিছু করতে গিয়েও বাঁধার সম্মুখীন হতে হয়েছেন এম এ রশিদকে। দলীয় নেতাকর্মীদের জন্য করার ইচ্ছে থাকলেও সাধ্যে পেরে উঠেনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর বয়সের ভারে নত হলেও সংগঠনের জন্য তরুণ হয়ে উঠ। সরকারি সেবা নিশ্চিত করতে সপ্তাহে ৩ উপজেলা পরিষদে তিনি অফিস করেন। জনগণের সেবার পাশাপাশি সরকারি কাজে তদারকি পূর্বক দলীয় নেতাকর্মীদের সাথে সময় দিতে পারেন। তার দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নে প্রথমভাগে তেমন না পারলেও বর্তমানে হাটি হাটি পা করে সুসংগঠিত করে তুলার জন্য কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগ সরকারের ১০ বছরের উন্নয়ন তেমনভাবে প্রচার করা হয়নি, তদারকি করা হয়নি। বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর সকল কিছুর কেমন জানি পরিবর্তন হতে যাচ্ছে বলে জানান বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল। নিয়মিত অফিস, কাজের তদারকি, দলীয় নেতাকর্মীদের জন্য নিজের সাধ্যের মধ্যে সম্ভব সকল কিছু করতেও চেয়ারম্যান চান বলে এ নেতা জানান। বন্দর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধামগড় ইউপি সদস্য হাফেজ আইয়ুব বলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ চাচার দিক নির্দেশনায় যেকোন সময় যে সিদ্ধান্ত দিবে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদটা ইচ্ছে করলেই পাওয়া যায় না। আমার মায়ের আদর্শ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক মুরুব্বি এম এ রশিদ চাচার হাতকে শক্তিশালী করে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের তৃনমূলকে কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের যে চিন্তাধারা ও উন্নয়নমূলক কাজ গুলো জনগনের দ্বার প্রান্তে পৌঁছাতে পারলে আগামী নির্বাচনে আমরা অনেক বেশি ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল হয়েছে। দীর্ঘ ২০ বছর পর বিএনপি-জামায়াতের ঘাটি বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কাউন্সিলের মাধ্যমে। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বাকি ৩টি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ঈদের পর সম্মন্ন করা হবে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগ, ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওর্য়াড কমিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওর্য়াড সেচ্ছাসেবকলীগ কমিটি ঘোষণা করা হয়েছে। বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগের পুর্ণাঙ্গ কমিটি ঈদের পর ঘোষনা দেয়া হতে পারে বলে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলী জানান। ঈদের পর থেকে বন্দরে সরকারদলীয় রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের আভাস মিলেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা