আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৯

না’গঞ্জ বিএনপিকে তারেক জিয়ার নির্দেশনা

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৩ | ১০:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় উঠে আসেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী মাসুকুল ইসলাম রাজীব। নানা ঘটনার পর সম্মেলনের আগের রাতে প্রার্থীতা প্রত্যাহার করে নেন রাজীব। দলের ঐক্যের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন রাজীব, আর এতেই বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের প্রশংসায় ভেসেছেন তিনি। এমনকি দলের শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রাজীবকে অনুসরণের পরামর্শ দেন স্থানীয় নেতাকর্মীদের। জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে শুরু থেকেই ব্যাপক আলোচনায় ছিলেন রাজীব। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন তিনি। এর পরপরই দলের একটি অংশ বিভিন্ন মন্তব্য শুরু করে রাজীবকে ঘিরে। তবে এ বিষয়ে কিংবা বিরোধীদের উদ্দেশ্য করে কোন বিরুপ মন্তব্য করেননি তিনি। পরিস্থিতি সরগরম হয়ে উঠতে থাকলে সম্মেলনের আগের রাতে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন রাজীব। এসময় রাজীব বলেন, আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। অনেকে বলেছেন কেন আমি প্রার্থীতা প্রত্যাহার করলাম। সেটা করেছি আমি ভেদাভেদ চাই না। আমাদের মাঝে যেন নিজের আপন ভাইয়ের চেয়ে ৭০ গুন মহব্বত সৃষ্টি হয় সেজন্য এ কাজ করেছি। আজ আমাদের সবচেয়ে বেশি দরকার ঐক্য। নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দেয়ার মানসিকতা আমাদের দরকার। কে কোন নেতার অনুসারী, কে রূপগঞ্জ কে আড়াইহাজারের তা বাদ দিয়ে জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমাদের একটাই লক্ষ্য, আমরা সরকার পতনের আন্দোলনে মাঠে নামতে চাই। এদিকে রাজীবকে ঘিরে খোকন সমর্থকদের মন্তব্যের সমালোচনা করে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, কারও বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যাচার বা সত্য বলেও মান সম্মানে আঘাত করা যাবে না। কোন ভাই নয়, শুধুমাত্র দলের নেতার প্রতি আনুগত্যশীল করে কাজ করতে হবে। ভাই ভাই করে দলকে বিভক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, উদাহরণ তৈরি করেছে রাজীব। সে তার প্রার্থীতা প্রত্যাহার করে খোকনকে সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ করে দিয়েছে। এটা যে কত বড় সেক্রিফাইজ। তোলারাম কলেজের মত জায়গায় সে প্রথম নির্বাচিত ছাত্রদলের ভিপি। সাংগঠনিক ক্ষমতা বক্তব্য দেয়ার যোগ্যতা সব তার আছে। তারপরেও তার এই সেক্রিফাইজ সবার মনে রাখতে হবে। যে এমন সেক্রিফাইজ যদি করতে পারি তাহলেই দল করতে পারবো। এছাড়াও সম্মেলনে অংশ নেয়া বিএনপির স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারাও রাজীবের প্রশংসা করেন। সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাজীব উদাহরণ তৈরি করেছে। আমাদের সকলকে রাজীবকে অনুসরণ করা উচিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা