আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

বন্দরের বাগদোবাড়িয়ায় ইটভাটার দূষণে বিপাকে কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৩ | ১০:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর উপজেলার বিভিন্ন প্রান্তে ইটভাটার দূষণের কারণে জনজীবন প্রচন্ড পরিমাণে ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে মদনপুর ইউনিয়নের কেওঢালা ও বাগদোবাড়িয়া এলাকায় অনেকগুলো ইটভাটা গড়ে উঠায় দূষণের কবলে পড়ে এই এলাকার জনগণ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করছে এবং এতে তাদের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন মহল জানান, মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় সদর-বন্দর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের অর্থায়ণে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, একই এলাকায় বাগদোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগদোবাড়িয়া যাইনুল আবেদীন মাদ্রাসা রয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানের অতি নিকটে রয়েছে টাটা ব্রিকস ও আনন্দ ব্রিকস নামে দুটি ইটভাটা। দুটি ইটভাটা থেকে নির্গত ধোয়া ও ধুলাবালির কারণে বায়ুদুষণ সৃষ্টি হয়ে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এবং এতে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া স্থানীয় পুকুনিয়া বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ রয়েছে, সেখানেও বায়ু দুষণের কারণে মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম বিশেষ করে সালাত আদায় ব্যাহত হয়। এই অবস্থার অবসান চান স্থানীয়রা। তাই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কথা চিন্তা করে টাটা ব্রিকস ও আনন্দ ব্রিকস নামে দুটি ইটভাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এমপি সেলিম ওসমান ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা