আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

সোনারগাঁ আ’লীগের কমিটি নিয়ে নাখোশ সভাপতি-সাধারণ সম্পাদ

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৩ | ১০:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের গ্রুপিং-কোন্দল দীর্ঘদিনের চিত্র। সোনারগাঁয়ে আওয়ামী লীগের সৃষ্ট এই ভেদাভেদের কারণে বরাবর নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হচ্ছে আওয়ামী লীগ নেতারা। এই গ্রুপিং রাজনীতির কারণে চরম মাশুল গুনতে হচ্ছে তৃণমূল নেতাদের। তবে সোনারগাঁয়ে নৌকার প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ রাজনীতির মাঠে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এদিকে, ঐক্যবদ্ধ রাজনীতির চর্চার মধ্যে ফের আগমন ঘটতে শুরু করছে কোন্দলের। দীর্ঘ ২৫ বছর পর গত বছরের ৩ সেপ্টেম্বর কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে সোনারগাঁও আওয়ামী লীগের ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আর দীর্ঘ ১১মাস পর গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি। তবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘিরে তৈরী হয়েছে ক্ষোভ। খোদ সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ ‘আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনেই পূর্ণাঙ্গ কমিটি তৈরী করা হয়েছে’। সূত্র বলছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সোনারগাঁয়ে আওয়ামী লীগের হারিয়ে যাওয়া দীর্ঘদিনের আসনটি বিএনপি থেকে ফিরে পেতে সক্ষম হয়। কারণ সে সময় সোনারগাঁয়ে আওয়ামী লীগের রাজনীতিতে গ্রুপিং নেই বললেই চলত। পরবর্তীতে ২০০৮ সালে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে নির্বাচিত সংসদ ও বর্তমান সোনারগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার রাজনীতিতে অপরিপক্ক থাকায় ২০১৪ সালের সংসদ নির্বাচনের আগেই সোনারগাঁয়ে গ্রুপিংয়ের রাজনীতি প্রকট আকার ধারণ করে। যার কারণে ২০১৪ সালে সোনারগাঁ এই আসনটি জাতীয় পার্টির কাছে ছেড়ে দেয়া হয়। আওয়ামী লীগের রাজনীতি থেকে বিচ্ছিন্ন, সাংগঠনিক কাজে নিষ্ক্রিয়, জাতীয় পার্টির সংসদ এমপি লিয়াকত হোসেন খোকার সাথে সম্পৃক্ততা ও বিদেশের মাটিতে অবস্থানরত ব্যাক্তিরাই পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তাদের অভিযোগ পূর্ণাঙ্গ কমিটিতে স্বজনপ্রীতি,খুনের মামলার আসামি, মাদকের সঙ্গে জড়িত, বিএনপি ঘরানার ব্যক্তি ও আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনে মন মর্জি কমিটি তৈরী করা হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভুঁইয়া জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পূণাঙ্গ কমিটিতে জেলা কমিটি, তাদের ইচ্ছেমত লোকদের পদায়ন করেছে। এই কমিটিতে স্বজনপ্রীতি দেখানো হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের রাজনীতি থেকে বিচ্ছিন্ন, সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় ও বিদেশে অবস্থান করছে, যাদের আওয়ামী লীগের রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা নাই তাদের জায়গা দেয়া হয়েছে। আমাদের না জানিয়ে এই কমিটি করা হয়েছে, এখানে অনেকে শ্রমিক লীগ করে তাদেরকেও কমিটিতে স্থান দেয়া হয়েছে। আমরা এই পূর্ণাঙ্গ কমিটি কোন ভাবেই মানতে পারছি না, আমরা এই কমিটির বিরোধীতা ও ক্ষোভ প্রকাশ করছি। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দিবো, সেই অনুযায়ী আমাদের সাথে আলোচনা করে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটির অনুমোদন দিবে। আমরা যে কমিটি দিয়েছি সেটাতে যদি কোন নাম চেঞ্জ করা হয় তাহলে আমাদের তাঁরা জানাবে। কিন্তু এটার কোন কিছুই মানা হয়নি। আমি মনে করি এটা সোনারগাঁও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি একটা নাম দেখলাম কমিটিতে দেয়া হয়েছে। সেই লোকটা মাদকের সাথে জড়িত এবং জাতীয় পার্টির এমপি সাহেবের সাথে বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত হয়। এই পূর্ণাঙ্গ কমিটি পুরোপুরি অনিয়মের মধ্যে দিয়ে তৈরী হয়েছে। তিনি আরও বলেন, এই কমিটি নিয়ে আমি আমাদের দলের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের সাহেবকে কল করে জানিয়েছি। আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি সাহেব দেশের বাহিরে আছে। তিনি বাংলাদেশে আসলে যে সিদ্ধান্ত নেয়া হবে সেটাই আমরা মেনে নিবো। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই মুঠোফোনে বলেন, দীর্ঘদিন যাচাই-বাছাইয়ের মাধ্যমে নবীন-প্রবীণ মিলিয়ে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনায় আমরা সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করবো। আমি আশা করছি, এ কমিটির নেতৃবৃন্দ আগামী নির্বচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা