আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৮

মানবতার সেবায় মানবিক কাউন্সিলর খোরশেদ

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৩ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট করোনা সংক্রমণের শুরু থেকে নিজ উদ্যোগে নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। করোনা আক্রান্ত হয়ে যখন কেউ মারা যাচ্ছে তার দাফন করার জন্য পরিবারের সদস্যরা না আসলেও এগিয়ে গেছেন কাউন্সিলর খোরশেদ। কারো ঘরে বাজার নেই বাজার নিয়ে হাজির হয়েছেন কাউন্সিলর খোরশেদ। এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্ন নগরী গড়তে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করে আবারো আলোচনায় উঠে এসেছেন তিনি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিগত বছরগুলোর মত এবারো পরিছন্ন নগরী গড়তে “টিম খোরশেদ” এর উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের প্রত্যেক কোরবানি দাতাকে বিনামূল্যে ১০০ গ্রাম বি¬চিং পাউডার ও ২০ কেজি ধারণ ক্ষমতার ১টি গার্বেজ পলিব্যাগ উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন নাসিকের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তাঁর টিম। ঈদের দিন সকাল ৭টা থেকে টিমের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে এই ব্যাতিক্রমধর্মী উপহার পৌঁছে দেন। এভাবে একের পর এক মানবিক সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। টিম খোরশেদ নামে তার একটা স্বেচ্ছাবক টিম রয়েছে। এই টিম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের পাশে দাড়িয়েছে। এখন অবধি প্রতিনিয়িত কোনো না কোন ভাবে মানুষের পাশেই রয়েছে টিম খোরশেদ। করোনার প্রকট থাকাকালীন সময়ে এই মানব সেবায় নিয়োজিত থেকে নিজের এবং তার প্রিয়তমা স্ত্রীর জীবন হুমকির মধ্যে ফেলে দিয়েছিলেন খোরশেদ। তাতেও এক বিন্দু পিছপা হননি খোরশেদ। প্রতিবারই কোন না কোন দুর্যোগে অসহায় মানুষটির পাশে থাকেন এই মানবতার কাউন্সিলর। করোনা সংক্রমণের শুরু থেকে কার্যক্রম চালানোর সময় থেকে ১০০ তম দিনে প্রত্যেক পরিবারকে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ করেন। প্রতি পিচ ডিমের দাম রাখা হয় ৩ টাকা করে। এছাড়া নারায়ণগঞ্জে যখন যেখানে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেছে মুসলিম বা হিন্দু যেই হোক তার দাফন বা সৎকারের প্রয়োজন হলে সবার আগে টিম খোরশেদ। ঐ সময়তে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পরিবারের অনেকেই কাছে আসেনি। তবে এসেছে টিম খোরশেদ। খোরশেদ বলেন, মানুষের সেবা করার জন্য মাঠে নেমেছি। আমরা কিছু চাইনা শুধু মানুষের ভালোবাসা ও দোয়া চাই। এক বিবৃতিতে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, কোরবানীদাতারা দয়া করে কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভাল করে ধুয়ে আমাদের দেয়া বিল্চিং পাউডার ছিটিয়ে দিবেন এবং কোরবানির পশুর বর্জ্য গার্বেজ পলি ব্যাগে ভরে রাস্তায় রাখবেন। যাতে সিটি করপোরেশনের পরিছন্নকর্মীরা সহজে অপসারণ করতে পারে। তিনি পরিছন্ন নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা