
ডান্ডিবার্তা রিপোর্ট করোনা সংক্রমণের শুরু থেকে নিজ উদ্যোগে নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। করোনা আক্রান্ত হয়ে যখন কেউ মারা যাচ্ছে তার দাফন করার জন্য পরিবারের সদস্যরা না আসলেও এগিয়ে গেছেন কাউন্সিলর খোরশেদ। কারো ঘরে বাজার নেই বাজার নিয়ে হাজির হয়েছেন কাউন্সিলর খোরশেদ। এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্ন নগরী গড়তে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করে আবারো আলোচনায় উঠে এসেছেন তিনি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিগত বছরগুলোর মত এবারো পরিছন্ন নগরী গড়তে “টিম খোরশেদ” এর উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের প্রত্যেক কোরবানি দাতাকে বিনামূল্যে ১০০ গ্রাম বি¬চিং পাউডার ও ২০ কেজি ধারণ ক্ষমতার ১টি গার্বেজ পলিব্যাগ উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন নাসিকের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তাঁর টিম। ঈদের দিন সকাল ৭টা থেকে টিমের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে এই ব্যাতিক্রমধর্মী উপহার পৌঁছে দেন। এভাবে একের পর এক মানবিক সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। টিম খোরশেদ নামে তার একটা স্বেচ্ছাবক টিম রয়েছে। এই টিম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের পাশে দাড়িয়েছে। এখন অবধি প্রতিনিয়িত কোনো না কোন ভাবে মানুষের পাশেই রয়েছে টিম খোরশেদ। করোনার প্রকট থাকাকালীন সময়ে এই মানব সেবায় নিয়োজিত থেকে নিজের এবং তার প্রিয়তমা স্ত্রীর জীবন হুমকির মধ্যে ফেলে দিয়েছিলেন খোরশেদ। তাতেও এক বিন্দু পিছপা হননি খোরশেদ। প্রতিবারই কোন না কোন দুর্যোগে অসহায় মানুষটির পাশে থাকেন এই মানবতার কাউন্সিলর। করোনা সংক্রমণের শুরু থেকে কার্যক্রম চালানোর সময় থেকে ১০০ তম দিনে প্রত্যেক পরিবারকে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ করেন। প্রতি পিচ ডিমের দাম রাখা হয় ৩ টাকা করে। এছাড়া নারায়ণগঞ্জে যখন যেখানে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেছে মুসলিম বা হিন্দু যেই হোক তার দাফন বা সৎকারের প্রয়োজন হলে সবার আগে টিম খোরশেদ। ঐ সময়তে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পরিবারের অনেকেই কাছে আসেনি। তবে এসেছে টিম খোরশেদ। খোরশেদ বলেন, মানুষের সেবা করার জন্য মাঠে নেমেছি। আমরা কিছু চাইনা শুধু মানুষের ভালোবাসা ও দোয়া চাই। এক বিবৃতিতে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, কোরবানীদাতারা দয়া করে কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভাল করে ধুয়ে আমাদের দেয়া বিল্চিং পাউডার ছিটিয়ে দিবেন এবং কোরবানির পশুর বর্জ্য গার্বেজ পলি ব্যাগে ভরে রাস্তায় রাখবেন। যাতে সিটি করপোরেশনের পরিছন্নকর্মীরা সহজে অপসারণ করতে পারে। তিনি পরিছন্ন নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯