আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৪

মহানগর যুবদল একাধিক গ্রুপে বিভক্ত!

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৩ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান সুপার ফাইভ কমিটির জন্মলগ্ন থেকেই আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল মহানগর যুবদলের কমিটি নিয়ে অর্থ স্বার্থের লড়াইয়ে ব্যাপকভাবে লিপ্ত হয়ে মহানগর বিএনপির সকল অঙ্গসংগঠন গুলোর মধ্যে একটি বিতর্কিত সংগঠন হিসেবে রূপ দিয়েছেন। এছাড়া সুপার ফাইভ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব একক আধিত্য প্রতিষ্ঠার লক্ষ্যে মহানগর যুবদলকে গ্রুপ উপগ্রুপে বিভক্ত করে দিব্যি মহানগর যুবদলে নেতৃত্ব দিচ্ছেন। বিভক্তি সমন্বয়হীনতা সৃষ্টি করে আর্থিক সুবিধার মাধ্যমে কমিটি গঠনের বিস্তর অভিযোগে জড়িয়ে মহানগর যুবদলের কমিটিকে পূর্ণতা দিতে গিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় যুবদলের নেতাদের নিকট ব্যর্থতার পরিচয় দিয়েছেন বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। যার কারণে শীঘ্রই বিতর্কিত নেতৃত্ব অপসারণ করে মহানগর যুবদলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রত্যাশায় ক্লিন ইমেজের নেতাদের নেতৃত্বের সক্ষমতা ও মহানগর যুবদলের সকল ইউনিটে তাদের গ্রহণযোগ্যতা সম্পর্কে এবং তাদের নানা বিষয়ে মনিটরিং করছে কেন্দ্রীয় যুবদল। সূত্র বলছে, ২০২১ সালের ১৬ নভেম্বর মমতাজউদ্দীন মন্তুকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটি গঠন করা হয়। মহানগর যুবদলে মন্তু-সজল নেতৃত্বে আসার পর থেকেই নানা রকম বিতর্কে জড়িয়ে মহানগর যুবদলকে একটি বিতর্কিত সংগঠনে রূপ দেয়। যার কারণে দীর্ঘদিন ধরেই মন্তু-সজলের নেতৃত্ব নিয়ে সমালোচনা চলমান ছিল এবং তাদের অযোগ্য নেতৃত্ব অপসারণের দাবি উঠছিল। মন্তু-সজলের সকল বিতর্কিত কর্মকান্ড সম্পর্কে কেন্দ্র অবগত এবং তাদের বিতর্কিত নেতৃত্বের উপর কেন্দ্র তেক্ত বিরক্ত। কারণ তাদের উপর নেতৃত্বের ভার দেয়ার দীর্ঘ ১৭মাস অতিক্রম করলেও একাধিকবার মহানগর যুবদলের কমিটি পূর্ণাঙ্গের নির্দেশ দিলে খসড়া কমিটিতে নেতাদের পদের প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নেয়ার একাধিকবার অভিযোগ উঠছে। যার কারণে ৮১,৭১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও সর্বশেষ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনেও ব্যর্থ হয়েছে মন্তু-সজল। যার কারণে শীঘ্রই নয়া নেতৃত্ব প্রতিষ্ঠায় কেন্দ্র থেকে নেতৃত্ব প্রত্যাশায় ক্লিন ইমেজের নেতাদের সকল কর্মকান্ড সক্রিয়তা রাজপথের ভূমিকা মহানগর যুবদলে তাদের গ্রহণযোগ্যতা সম্পর্কে মনিটরিং করছে। তবে মহানগর যুবদলে নেতৃত্ব প্রত্যাশায় ক্লিন ইমেজের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত রাজপথের নেতা হিসেবে আলোচনার সর্বশিখড়ে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ। কারণ মহানগর যুবদলে সাম্প্রতিক সময়ে আন্দোলন সংগ্রাম দলীয় কর্মসূচিতে মহানগর যুবদলের পক্ষে রাজপথে আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অর্ন্তভুক্ত সকল থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জোসেফের বিপুল পরিমাণ সমর্থক রয়েছে। থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাদের প্রত্যাশা মহানগর যুবদলের শীর্ষ পদে মহানগর যুবদলের শীর্ষ পদের যোগ্য দাবিদার হিসেবে কেন্দ্র থেকে জোসেফকেই মূল্যায়িত করা হোক। কারণ সাম্প্রতিক সময়ে মহানগর যুবদলের সকল ইউনিটেই কর্মসূচি পালন করে যাচ্ছে এবং মহানগর যুবদলের সকল ইউনিটের তৃণমূলের কর্মীদের সাথে জোসেফের রয়েছে সুসম্পর্ক। যার কারণে মহানগর যুবদলের আলোচনার সর্বশিখড়ে রয়েছে জোসেফ। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানও আলোচনায় রয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই তিনি মহানগর যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। কারণ মহানগর যুবদলের পূর্বের কমিটিতেও যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। একজন ক্লিন ইমেজের ত্যাগী নেতা হওয়া সত্ত্বেও এখনো মিলেনি যুবদলের শীর্ষ নেতৃত্ব। বরাবরই মহানগর যুবদলের শীর্ষ নেতৃত্ব প্রত্যাশা করে মুখ থুবড়ে পড়তে হয়েছে। এছাড়া মহানগর যুবদলের বর্তমান সুপার ফাইভ কমিটির সবচেয়ে সক্রিয় নেতা দলীয় আন্দোলন সংগ্রামে মহানগর যুবদলের পক্ষে তার রয়েছে ব্যাপক ভূমিকা। তবে মহানগর যুবদলের নেতাদের প্রত্যাশা দীর্ঘদিনের এই ত্যাগী নেতাকে মহানগর যুবদলের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা হলে অবশ্যই কেন্দ্র তাকে শীর্ষ পদে মূল্যায়িত করবেন। এছাড়া মহানগর যুবদলে নেতৃত্ব প্রত্যাশায় এগিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সদ্য মহানগর ছাত্রদলের সাবেক কমিটির সভাপতি শাহেদ আহমেদ। কারণ ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকা অবস্থায় তার নেতৃত্বের সক্ষমতা দেখেছে কেন্দ্র এবং স্থানীয় বিএনপির নেতারা। এছাড়া ছাত্রদলের নেতৃত্বে থাকা অবস্থায়ও মহানগর ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছে। যার কারণে মহানগর যুবদলের নেতাদের প্রত্যাশা মহানগর যুবদলে শাহেদকে মূল্যায়িত করা হলে মহানগর যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপ দিবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা