
ডান্ডিবার্তা রিপোর্ট এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। দুজনেই এবারের আন্দোলনে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার কথা বলেছেন। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন বলেন, এবার সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশেই আন্দোলন চলমান রয়েছে। সর্বশেষ দেশে তারুণ্যের সমাবেশগুলি হচ্ছে। আর এসব সমাবেশে লাখ লাখ যুবক যোগ দিচ্ছে। এর আগে সারা দেশে বিভাগীয় সমাবেশগুলিও আপনারা দেখেছেন। সরকার শত বাধা দিয়েও ওই সব সমাবেশে জনস্রোত থামাতে পারেনি। এতে সারা দেশেই এই সরকারের বিদায়ের আন্দোলনের জন্য এক ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে তাহলে এবার সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হতে পারে এবং শিগগিরই এই আন্দোলনের ডাক আসবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন আমাদের দলের কেন্দ্র থেকে ডাক দিলে সঙ্গে সঙ্গে আমরা সেই আন্দোলনের ঝাঁপিয়ে পরবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ জেলায় আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। জেলার সব কয়টি থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি সম্পন্ন করেছি। সর্বশেষ জননেতা তারেক রহমানের সম্পৃক্ততার মাধ্যমে আমাদের জেলা সম্মেলনও সম্পন্ন হয়েছে। তাই আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। তবে এবারের আন্দোলন হবে সম্পূর্ণ ভিন্ন ধর্মী শান্তিপূর্ণ আন্দোলন। আমরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এবারের আন্দোলন সফল করবো ইনশাআল্লাহ। আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানাচ্ছি আপনারা আপনাদের সকল প্রকারের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এবারের আন্দোলনে ঝাপিয়ে পরেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের সন্নিকটে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা দলের কেন্দ্রীয় নির্দেশে আন্দোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কেন্দ্রের নির্দেশে আমরা নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ইউনিট কমিটি গঠন করেছি। মহানগরের সকল ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সম্মেলনের মাধ্যমে মহানগর কমিটিও হয়ে যাবে। তিনি আরো বলেন কেন্দ্র থেকে নির্দেশ ছিলো বিগত দিনে যারা রাজপথে ছিলো এবং মামলা মোকদ্দমায় আসামী হয়েছে তাদেরকে নিয়ে কমিটি করার। আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কাজ করেছি। দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি করেছি। এভাবে দলকে আন্দোলনের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। আন্দোলনের জন্য মহানগর বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছে। দেশের জনগণ এখন দুর্বিসহ জীবনযাপন করছে। দেশের জনগণের কোনো অধিকার নেই। দেশে লুটেরা চক্র বেপরোয়া লুটপাট চালিয়ে যাচ্ছে। তারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। তাই এবার জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার আন্দোলন শুরু হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার তাদের হাতে ফিরে পাবে ইনশাআল্লাহ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯